কন্যাকে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৮/০৩/২০১৮ - ১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

শ্বাপদের পাল ঠেলে প্রতিদিন তুমি কাজে যাও,
তাদের লালার স্রোত বিস্মৃতির বর্মে ঠেকাও।
তোমার চলার পথে অক্ষমেরা বসে ঠোঁট চাটে
নিন্দার তুফান রোজ কড়া নাড়ে তোমার কপাটে।
কখনও চড়ালে গলা একশোটা পাল্টা গলা চড়ে
হায়েনা শেখায় এসে নিঃশব্দে কাঁদবে কী করে।
"অল্পে থাকো তুষ্ট আর গল্পে থাকো মায়াবতী হয়ে"
এ মন্ত্রে আকাশ ফাটে অশিক্ষিত-শিক্ষিত বলয়ে।
যুবক গোপনে পায় স্বস্তি সে যুবতী নয় বলে
রাষ্ট্র ফেলে তৃপ্ত শ্বাস নাক গুঁজে বিধির বগলে।
দেশকাল বুকে নিয়ে চড়াই উৎরে চলো মেয়ে
সূর্য রোজ ভোরে ওঠে কেবল তোমার মুখ চেয়ে।

- আবুল খায়ের


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবিতা বুঝি কম, তবে ভালো লাগা মন্দ লাগাটুকু বলতে পারি। কাব্যগুণ বিচারে এই কবিতা কতটুকু উতরায় তা জানি না, তবে বক্তব্যের শৈল্পিক উপস্থাপনায় এটি পাঠকের মনোযোগ আকর্ষণ করার ব্যাপারে সফল। কবিতাটি আমার ভালো লেগেছে শুধু এর বক্তব্যের জন্য না, বক্তব্য উপস্থাপনের মুন্‌শীয়ানার জন্যও।

ধন্যবাদ,আবুল খায়ের। নিয়মিত লিখে যান, পদ্য, গদ্য যখন যা ভালো লাগে।

পুনশ্চঃ যতিচিহ্ন ব্যবহারে একটু নজর দিন। কবিতাটি সশব্দে পড়তে গেলে যতিচিহ্নের ব্যবহারের জন্য একটু খটকা লাগে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সোহেল ইমাম এর ছবি

ভালো লাগলো। চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

অতিথি লেখক এর ছবি

কবিতার শুরুটা অত্যন্ত শক্তিশালি ছিল। আমার গত কিছুদিনে পড়া কবিতার মধ্যে অন্যতম সেরা। কিন্তু শেষের দিকে এসে একটু যেন খেই হারিয়ে ফেললাম। আপনার বিষয় নির্বাচন ও তার প্রকাশ ক্ষমতা দারুন। নতুন পদ্যের অপেক্ষায় রইলাম।

অন্তরা রহমান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।