সরল বিশ্বাসের প্রস্তুতি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৯/০৭/২০১৯ - ১০:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

-আঁকারটুন


মন্তব্য

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

আমি আমার “দায়িত্ব” পালন করতে গিয়ে “সরলবিশ্বাসে” অনৈতিক স্বার্থছাড়া যদি কোন কাজ করে থাকি এবং সেই কাজের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখানে প্রমাণের বিষয় হলো, কাজটি আমি দায়িত্ব হিসেবে করেছিলাম কিনা এবং স্বার্থহীন সরলবিশ্বাসে করেছিলাম কি না।

সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে সরলবিশ্বাসে স্বার্থহীনভাবে কৃতকর্ম পরবর্তীতে ভুল হিসেবে উদঘাটিত হলে তা অপরাধ কিংবা দুর্নীতি হবে কিনা- ডিসিদের এরূপ এক প্রশ্নের জবাবে জেলাপ্রশাসক সম্মেলনে দুদক চেয়ারম্যান উক্তরূপ ব্যাখ্যা দিয়েছিলেন বাংলাদেশ দণ্ডবিধি বা পেনাল কোডের উদ্ধৃতি দিয়ে।

এর সংবাদ শিরোনাম লক্ষণীয়- “সরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে দুর্নীতিতে জড়ালে তা অপরাধ হবে না: দুদক চেয়ারম্যান।”

মাগলুব এর ছবি

দুয়েকজন সাংবাদিক খুব দুস্টু। আমলারা প্রায় সবাই ভাল।

তবে কৌটিল্য বলেছিলেন - মাছ কখন পানি খায় আর রাজপুরুষ কখন টাকা মারে, সেটা বলা সম্ভব না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।