বিমূর্খদর্পনগরে বিষম বিবাদ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৬/০৪/২০২০ - ১:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভবানন্দ কহিল, তাহা দেখিয়াছি, তাহারে দেখিয়াছি, তিমির কুন্তলিনী নিশীথিনীর ন্যায় ঘোরতর কৃষ্ণবর্ণ।
জীবানন্দ লম্ফ দিয়া দক্ষিণ হস্ত মুষ্টিবিদ্ধ করতঃ, কৃশকায় চৌপায়ায় সশব্দে চাপড় মারিয়া কহিল, অবিশ্বাস করতঃ, এক্ষণে হত্যা দিব, আমি দিবালোকে স্পষ্টতর দর্শন করিয়াছ, উহা উজ্জ্বল নীলাভ শ্যাম বর্ণ।
রক্তানন্দের রক্তচক্ষু এতদ দশর্নে ততোধিক রক্তবর্ণ হইয়া উঠিয়াছে, গঞ্জিকার হুকা ফেলিয়া, সে অর্ধনিমীলিত গঞ্জিকাক্ষী বিস্ফারিত করিয়া উচ্চারিল, যে কহিয়াছে উহা প্রগাঢ় রক্তাভ নহে, আমি তাহার মুন্ডপাত না করিয়া ক্ষান্ত হইব না।
এই মহাভীতিপ্রদ রক্তারক্তি দশা সন্দর্শনে সত্যানন্দ মুর্ছা গেল, সম্বিত ফিরিবামাত্র কহিতে লাগিল, ওহে মর্কট বানরাধমগণ, শ্রবণ করঃ ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল সকাশে সংবাদ আসিয়াছে, পশ্চিমের পশ্চাৎ নগরেও কামড় বসাইয়াছে সে এক অদৃশ্য কীট কূর্মমুকুট। কালক্ষেপে এই বিমূর্খদর্পনগরে তাহার উপক্রমের হেতু ঘটিয়াছে। ধন্বন্তরি বদ্যিগণ কহিয়াছেন, পরস্পর হইতে অষ্টাদশ হস্ত দূরে থাকিলেই নিস্তার, নহিলে নহে।

সে সংবাদে বিমূর্খদর্পনগরে এক অযাচিত চাঞ্চল্য বহিয়া চলিল। কেহ হাসিল, কেহ কাঁদিল, কেহ গাহিল, কেহ নাচিল সেই সঙ্গে হাঁচিল, সর্বোপরি পরস্পর হইতে অষ্টাদশ অঙ্গুলিও দূরত্বে রহিল না। ভবানন্দ সযত্ন সংগৃহীত সমগ্র প্রাক-পুস্তকাদি বিশ্লেষণান্তে সিদ্ধান্ত স্থির করিয়া, স্বীয় পশ্চাদলাঙ্গুল নাচাইয়া, তর্জনী উচাইয়া ঘোষিল, আইস সকলে সমবেত হইয়া, বৃকোদর প্রার্থনা সমগীত সহযোগে কূর্মকুমুট দমনে যোদ্ধার্থ প্রবৃত্ত হই। সমস্ত বিমূর্খদর্পনাগরিকগণ একত্রে সন্নিবিষ্ট হইয়া যুদ্ধার্থ দন্ডায়মান হইল, সে যেই সেই যুদ্ধ নহে মহাযুদ্ধ।
কিমাশ্চর্যম, সেই অদৃশ্য পরাশক্তি শত্রু কূর্মমুকুটকে কেহই চর্মচক্ষে দেখিতে পাইল না।

ধীরলয়ে, এক কুহক সন্ধ্যায় ভবানন্দের ভবলীলা সাঙ্গ হইল, জীবানন্দের জীবন প্রদীপ নিভু নিভু। রক্তানন্দের উগ্র রক্ত তীব্র হিম শীতল হইল। বিমূর্খদর্পনগরে ত্রিসন্ধ্যা-প্রদীপ জ্বলিল না।

শ্মশান পুরীর গগনে চন্দ্রমা চারু কিরণে উদ্ভাসিত হইল স্বমহিমায়।
স্থির সৌদামিনী-স্তব্ধতায় প্রাক-পুস্তকাদীতে বর্ণিত সর্বকারণের কারণ কী বর্ণ তাহা নিয়া বিবাদ করিবার কেহই অবশিষ্ট রহিল না।

রাজর্ষি


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।