অতিথি লেখকঃ সচল ব্লগ এর অচল আনি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/০৮/২০০৭ - ৩:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি একজন অতিথি লেখক । অনেক গাল ভরা নাম । কিন্তু সচলায়তনের অতিথিদের কেউই বোধহয় অতিথি লেখক থাকতে চাইবেননা । অতিথি লেখকঃ সচল ব্লগ এর অচল আনি ।
সবচেয়ে বড় সমস্যা মনেহয় অতিথি লেখক বেশি হয়েগেলে বিড়ম্বনা বাড়তে থাকবে । সব অতিথি লগিং যদি এক হয় তবে তো ..............
তাই এমন কোন পদক্ষেপ কি অতিথি ব্লগারদের ব্লগগুলোতে কি কোন ব্যবস্থা নেয়া যায় যে একজনের লেখা অন্য অতিথি পরিবর্তন করতে পারবে না??? নইলে অতিথি লেখকদের অচল আনি হিসেবেই মনে হবে ।


মন্তব্য

আরেক কমেন্টবাজ অতিথি এর ছবি

শুয়োপোকা থেকেই বোধহয় প্রজাপতি,অচল থেকেই সচল।

তবে যদ্দুর জানি সচল'এ কিন্তু এরকম পোস্ট দিয়ে দৃষ্ঠি আকর্ষন করে লাভ নেই।

কিছু বলতে হলে অন্যকারো ব্লগে কমেন্ট রেখে আসাই ভালো।

আর অতিথি হিসেবে ভালো লেখা লিখতে তো কেউ মানা করছে না।

ভালো লিখলে এমনিতেই বোধহয় সচল হওয়ার জন্য বাকি সদস্যরা সুপারিশ করবেন।আমাকে একজন এমনই তো জানালেন।

আর পোস্ট বা মন্তব্যে নিজের নামটি লিখে দিয়েন,নইলে দেখা যাবে আপনার ভালো লেখাগুলো পরে আমার নামে চালিয়ে আমি সচল হয়ে যাবো,আপনি পারবেন না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পার্ফেক্ট বলেছেন। আপনার লেখাই স্পীকস ফর ইউর সেলফ।

কিন্তু কমেন্টবাজ অতিথি আপনেও কিন্তু নিজের নাম লেখেননি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমাদের লিমিটেশনটা একটু আলোচনা করি।

আমরা স্বীকার করি প্রচুর ভালো ভালো লেখক আছেন সচলায়তনের বাইরে। কিন্তু প্রথমতঃ অনেক লোকের ভিড়ে ভালো লেখক বাছাই করা শক্ত। দ্বিতীয়তঃ আমাদের লিমিটেড রির্সোসে সবাইকে একাউন্ট দেয়াও হয়ত সম্ভব হবে না। এই দুকারনে আমারা সরাসরি নতুন একাউন্ট দিতে পারছি না।

কিন্তু তাহলে ভালো লেখক খুঁজে বের করব কিভাবে? তাই আমরা প্রথম ভাবলাম রেজিষ্ট্রেশন না করেই কিভাবে ব্লগ লেখার এক্সেস দেয়া যায়। সেটা সম্ভব হল না, কারন ড্রুপালের (সচলায়তনের ভিত্তি) মতো সিস্টেমে সবকিছু একটা ইউজারের এগেইনেস্টে সেইভ করা হয়।

অতিথি লেখক একাউন্টটার পারপাজ হচ্ছে একজন ভালো লেখককে নিজেকে প্রকাশ করে দেবার সুযোগ করে দেয়া। এটা লেখকের সচলায়তনের প্রতি আগ্রহ, লেখার প্রতি ভালোবাসা আর যোগত্যা প্রমানের মাধ্যম। তারপর আমরা অবশ্যই তাকে নতুন একাউন্টের জন্য কনসিডার করব।

কিন্তু এখন পর্যন্ত যা হচ্ছে তা হল কেউ কেউ অন্য ব্লগে প্রকাশিত লেখা এখানে দিচ্ছে। আমাদের তো অন্য ব্লগে এক্সেস আছেই। তাই সে রকম লেখা আমাদের কিছু দিচ্ছে না।

অনেকে আবার অন্যজায়গার লিংক দিচ্ছে। সেটাও আমরা চাইছি না। আমরা চাইছি আপনাকে, আপনার লেখাকে - আপনার বিজ্ঞাপন নয়। আপনার অন্য ব্লগে কিরকম লেখা আছে সেটা আমাদের ইমেইলেও জানাতে পারেন, আমাদের সাথে মেসেঞ্জারেও আলাপ করতে পারেন। এব্যাপারটা ভুল ভাবে নেবেন না - আমরা আপনাকে সম্মান অবশ্যই করি এবং একাউন্টের জন্য আপনাকে অবশ্যই "চাইতে" হবে না। কিন্তু আমাদের অন্তঃত জানাতে হবে যে আপনি লেখেন এবং আপনি সচলায়তনের ব্যাপারে আগ্রহী।

আবার অনেকে নিজের নাম উল্ল্যেখ করছেন না। সেটাও আপনাকে কিন্তু প্রকাশ করছে না। তাই আপনার একটা একাউন্টের সম্ভাবনা কিন্তু আরো দূরে চলে যাচ্ছে।

তাই
১। আপনার ভালো কিছু লেখা দিন। একইসাথে অন্য কোথাও প্রকাশ হয়ে থাকলে - যেমন অন্য ব্লগ, একই সাথে প্রকাশিত অন্য পত্রিকা - অনুগ্রহ করে দিবেন না; কেননা আমরা মোটামুটি প্রায় সবগুলো মাধ্যম ঘেঁটে দেখার চেষ্টা করি।

২। লেখার সাথে নাম দিন। আর একাউন্ট নামও দিন।

আপনার আন্ডারস্ট্যাডিংয়ের প্রত্যাশায়...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

একমত।
আর অতিথিদের এভাবে এক্সেস দেয়ার বিষয়টিও আমার ভালো লেগেছে।
আশা করি প্রতিশ্রুতিশীল লেখকরা তাদের লেখা দিয়ে আমাদের ঋদ্ধ করবেন।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

অতিথি লেখক এর ছবি

জেবতিক আরো কতদিন আমাদের এমন ঝুলিয়ে রাখবেন আপনারা ?? ভাই লম্বা হয়ে গেলাম । রাহা

আরিফ জেবতিক এর ছবি

সুপ্রিয় রাহা,আমি ঝুলিয়ে রাখার মালিক নই।নেহায়েৎ একজন সদস্য মাত্র।এখানে লেখালেখি যারা করেন,তাদের সাথে একটু আত্মিক টান অনুভব করি বলেই এখানে কাকের ঠ্যাং বকের ঠ্যাং লিখে শরিক হই।

সচলায়তনে একটি মডারেশন প্যানেল আছে,এবং নতুন সদস্যদের ব্যাপারে উনারাই সিদ্ধান্ত নিয়ে থাকেন।
একটি শোভন পরিবেশ বজায় রাখার স্বার্থে,মডারেটরদের রুটিন ওয়ার্কে আমরা (মানে বাকি রা) কোন মতামত দিতে যাই না।

আশা করি তারা আপনার ব্যাপারটি অচিরেই বিবেচনা করবেন।
এই মন্তব্যের মাধ্যমে আমিও তাদের দৃষ্ঠি আকর্ষন করছি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এখন থেকে
১। অতিথি লেখক একবার পোস্ট করলে আর এডিট করতে পারবে না
২। খসড়া হিসেবে সংরক্ষন করতে পারবে না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসান মোরশেদ এর ছবি

এখন পর্যন্ত অতিথি লেখকদের যে সকল লেখা পরলাম, অচল আনি নয়তো নয়ই বরং চৌদ্দআনাই মনে হলো হাসি

অতিথি লেখকরা নিজেদের নাম না দিলে পাঠকদের জন্য তাদেরকে মনে রাখা জটিল । নাম মানে তো আর সনদপত্রের নাম নয়,ইউনিক কিছু একটা ।

ও হ্যাঁ,অন্য কোথাও প্রকাশিত লেখা সচলায়তনে আবার প্রকাশ করার কষ্টটুকু না করাই ভালো মনে হয় ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

বিপ্লব রহমান এর ছবি

অ. লে.

আপনাকে হিংসা করতে ইচ্ছে করছে। আপনি তো তা -ও অতিথি হিসেবে প্রথম পাতায় পোস্ট লিখতে পারছেন। এই তো সেদিন সচল হওয়ার আগে আমি তা-ও পারি নি।

আবেদন করার সপ্তাহ খানেক পরে শুধু মন্তব্য করার অনুমতি পেয়েছিলাম। আর সপ্তাহ দেড়েক পরে সচল হলাম। ...এই সময়টুকু যে মনে হয় কত দীর্ঘ!...

প্রতিদিন রুটিন করে সকাল-বিকাল লগইন করে দেখতাম, সচল হয়েছি কী না। লালকালিতে ইংরেজীতে একটা নোটিশ দেখাতো। আমি শৈশবে মুড়ির টিন বাসের গায়ে পড়েছিলাম, ধৈর্যই মহত্বের লক্ষণ। মনে মনে ওই লাল নোটিশের বঙ্গানুবাদ করেছিলাম তাই। ...

আপনার প্রতি পূর্ণ সহানুভূতি।

হাসান মোরশেদ,

একমত। অতিথি লেখকের নাম থাকাটাও জরুরি।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

অতিথি লেখকরা ব্র্যাকেটে নাম দিলে সুবিধা হয়। রিটনের মত ব্রা কাটার দরকার নেই অবশ্য।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

জেবতিক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো আছেন ?? রাহা

আরিফ জেবতিক এর ছবি

জ্বি,ভালো আছি।ধন্যবাদ।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

অতিথি লেখক এর ছবি

আইনকানুন সাফসুতরো করে পরিষ্কার করে দেবার জন্য ধন্যবাদ।
অন্যখানের লেখা ফাও আর ডাম্প করার অপকর্মটি আর করা হবেনাঃ)

মাঝে মাঝে পড়ে যাবোনে।

ফরিদ@বইমেলা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।