বেলুচিস্তানের মুক্তিযুদ্ধ

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ১৩/০৭/২০০৭ - ৮:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.
দানব রাষ্ট্র পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় বেলুচিস্তান । শুধু আয়তনে বড় তা নয়, বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ প্রদেশ, তেল ও গ্যাস যার মধ্যে উল্লেখযোগ্য ।

তবে দানবরাষ্ট্রের নিয়ম মতেই বেলুচিস্তান পাকিস্তানের সবথেকে দরিদ্র ও অবহেলিত প্রদেশ । জাতিগতভাবে বেলুচদের শিক্ষার হার সবচেয়ে কম । বেলুচিস্তানের তেল, গ্যাস ও অন্যান্য খনিজে সমগ্র পাকিস্তানের উন্নয়ন ঘটলে ও কেন্দ্রীয় সরকারের কোনো অনুদান পায়না বেলুচিস্তান । মাতৃভাষা বেলুচের পরিবর্তে চাপিয়ে দেয়া হয়েছে উর্দূ।

এসব নিয়ে ক্ষোভ-বিক্ষোভ,প্রতিবাদ ,প্রতিরোধ চলে আসছে কয়েক যুগ ধরেই ।ষাটের দশকে এই ক্ষোভ তীব্র হলে নিষ্ঠুর সামরিক আগ্রাসনের মাধ্যমে তা দমন করা হয় । সেই সামরিক আগ্রাসনের প্রধান ছিলো কুখ্যাত টিক্কাখান। সে কারনেঐ খুনী পরিচিতি পেয়েছিলো বেলুচিস্তানের কসাই নামে ।

মাঝে কয়েকবছর বিচ্ছিন্ন প্রতিবাদ আন্দোলন চললে ও জেনারেল মোশাররফের শাসনামলে বেলুচিস্তান আবার অশান্ত হয়ে উঠে । দানবরাষ্ট্র তার চরিত্রানুযায়ীই সামরিক অভিযান চালিয়ে দমন করতে চায় সকল আন্দোলন ।
২০০১ সাল থেকে এ পর্যন্ত পাকবাহিনী হত্যা করেছে ১৫-২০ হাজার বেলুচ স্বাধীকার আন্দোলনের কর্মীকে । পাকবাহিনীর বিমান আক্রমনে ঘরবাড়ী হারিয়ে উদ্বাস্তু হয়েছেন কমপক্ষে দু লক্ষ বেলুচ ।
গত বছর বিমান আক্রমনে হত্যা করা হয়েছে বেলুচিস্তানের অবিসংবাদিত নেতা আকবর বুগতি'কে ।

এদিকে অসীম সাহসী বেলুচেরা গেরিলা কায়দার শুরু করেছে আত্নরক্ষা ও প্রতি আক্রমন । গঠিত হয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি
যথারীতিই তাদেরকে ইতিমধ্যে ভারতীয় দালাল বলে আখ্যা দেয়া হয়ে গেছে ।

বেলুচদের বিভিন্ন ফোরামের আলোচনা থেকে জানা যায়, তাদের মুক্তি সংগ্রামের প্রেরনার নাম হচ্ছে বাংলাদেশ ও স্বাধীনতা '৭১******************************************

কিছু প্রাসংগিক লিংক::

বেলুচিস্তান মুক্তিসংগ্রামীদের ওয়েব ব্লগ

বেলুচ লিবারেশরন আর্মির প্রতিরোধ যুদ্ধ


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বাহ দারুন তো! ৭১ হোক প্ররণা পৃথিবীর সব মুক্তি কামীদের।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কনফুসিয়াস এর ছবি

কীসব যে করে না লোকে। মুসলিম উম্মাহর জন্যে ক্ষতিকর এইসব। একটু অত্যাচার সয়ে নিলেই পারে। দু'লাখ লোক কতই বা বেশি? তাই বলে ভাইয়ে ভাইয়ে মারামারি! ছি ছি!

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অমিত এর ছবি

সেই ডিলানের গানই ঘুরেফিরে আসে। কতবার ১৯৭১ আসার পর পাকিস্তানিরা বুঝবে !!!
____ ____________________
suspended animation...

হিমু এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আগে পড়েছিলাম।
এরপরও তারা স্বপ্নে দেখে কনফেডারেশনের। সাথে ধর্মের শামিয়ানায় ম্যাৎকার করে আমাদের 'বেজন্মা' জেনারেশন।

সৌরভ এর ছবি

হুমম।


আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি

আমার পুরনো ব্লগে (যেখানে আমি এখন আর পোস্ট যোগ করি না) একটা পোস্ট দিয়েছিলাম বালুচিস্তানের মুক্তি সংগ্রামের ওপর। বালুচ ব্লগোস্ফিয়ারের কয়েকজন এসে ধন্যবাদ জানিয়েছিলেন, জানিয়েছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাঁদের আশা যোগায়।


হাঁটুপানির জলদস্যু

হাসান মোরশেদ এর ছবি

লড়কে লেংগে পাকিস্তান হাসি

কালকেই কথা হলো একটা বেলুচ ছেলের সাথে । চিনতাম অনেক আগে থেকেই । পাকিস্তানী জেনে এড়িয়ে চলতাম ।
ঘটনাচক্রে জানা হলো তার আসল পরিচয়, জানতে পারছি অনেক কিছু এবার তার কাছ থেকে ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

নিজের দেশের পার্বত্য চট্রগ্রাম কি হবে,হে?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস্কিমো এর ছবি

আমি যদি একদিনের জন্যে ক্ষমতাপ্রাপ্ত হতাম (?)তা হলে বিশ্বের সকল শান্তিকামী মানুষদের স্বাধীনতা দিয়ে দিতাম --তার মধ্যে প্রথম থাকতো শ্রীলংকার তামিলরা...শেষে থাকতো ক্যানাডার কুইবেক...

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।