।। বিদায় ইজিচেয়ার ।।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ২৬/০৯/২০০৮ - ৮:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

..
ফুরিয়ে আসে , ফুরিয়ে এলো স্তব্দ অবকাশ
দরজা খুললে সদর রাস্তা- বিষন্ন যানবাহন
পেছনে জল, পালের নৌকা পাটের প্রাচীর আর
কোড়া পাখির একঘেয়ে ডাক
সামান্য এই ছবি-

এই ছবিটির জন্য ছিলো দীর্ঘ কাতরতা
এই ছুটিতে তলিয়ে গেলো খুদ কুঁড়ো সম্বলও;
পেছনে জল, সামনে কাঁটা ডাইনে বড়ো বাঁধা
বাঁয়ের দিকটা অল্প খোলা
বাইরে যাওয়া যাবে-
ফুরিয়ে আসে দীর্ঘ ছুটি মুগ্ধতা- মুগ্ধতা ।

বিদায় ইজিচেয়ার! হলুদ প্রজাপতির ঝাঁক
ঘাসের ঝাড়ে উঠোন সাজে,তেঁতুল পাতা ঝরে
দোলে দোয়েল- এদের জন্য আমার পক্ষপাত
শিশুর সরলতার মতোই আমার পক্ষপাত!

ফুরিয়ে যায় ফুরিয়ে যায় সামান্য সংসার
দরজা খুললে সরল রাস্তা বিষণ্ণ এক বাহন


--------------------------------------------------

আবু কায়সার ছিলেন আপনার প্রিয় কবিদের একজন । তিনি গিয়েছিলেন আগে, এবার আপনি ও গেলেন ।
যে লিখে রাখছে এইসব যাত্রাগাঁথা ,যাবে সেও -দূর কিংবা নিকট আগামীতে ।

সমুহ গন্তব্যে হয়তো দেখা হয়ে যাবে আবার ।

ততোদিন শোকে ও স্মৃতিতে বেঁচে থাকুন জুবায়ের ভাই ।


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ফুরিয়ে যায় ফুরিয়ে যায় সামান্য সংসার
দরজা খুললে সরল রাস্তা বিষণ্ণ এক বাহন

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

পলাশ দত্ত এর ছবি

ফুরিয়ে যায় ফুরিয়ে যায় সামান্য সংসার
দরজা খুললে সরল রাস্তা বিষণ্ণ এক বাহন

মোরশেদ, আপনি খুব বিপদজনক লোক। ঠিকঠিক কবিতাগুলি ঠিক সময়ে খুজে বের করেন কিভাবে??

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হাসান মোরশেদ এর ছবি

কবিতা ছিলো বলেই-এতোসব বিপর্যস্ততায় ও নিঃশ্বাস নেয়া যায় ।
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন সুপান্থ এর ছবি

পেছনে জল, পালের নৌকা পাটের প্রাচীর আর
কোড়া পাখির একঘেয়ে ডাক

বিদায় ইজিচেয়ার
---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

রূপক কর্মকার এর ছবি

হাসান মোরশেদ ভাই, আমি খুব সাধারণ একজন পাঠক। আপনার মতো বিখ্যাত কেউ নই। তবে কবিতাপ্রেমী। আবু কায়সারের উদ্ধৃত কবিতাটি আমারও খুব প্রিয়। সুনীল সাইফুল্লাহকে বিস্মৃতির আড়াল থেকে তুলে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছি মনে-মনে। সচলায়তনের আরও যে সব সদস্য আপনার পাশে ছিলেন, তাদেরও। আবু কায়সারের কবিতাটির জন্য দুটি ধন্যবাদই আজ একসঙ্গে। কুমিল্লার কোটবাড়িতে আপনাকে আমন্ত্রণ। বৌদ্ধবিহারে।

"নোবেল-বুকার নিয়ে এত কেন ফুর্তি করে বোকা পাঠকেরা?/মিডিয়ার উলুবনে সবই যেনতেনপ্রকারেণ।/প্রাচ্যের পদক হাতে স্নানে যায় বনলতা সেন।" -আবু হাসান শাহরিয়ার

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

হাসান মোরশেদ এর ছবি

ভাই রূপক,
নিশ্চিত অন্য কোন বিখ্যাত জনের সাথে আমার মতো সামান্য মানুষের নামটা গুলিয়ে গেছে হাসি

নিমন্ত্রন সাদরে গৃহীত হলো । দেশে আসলে বৌদ্ধবিহার চলে আসতে পারি একদিন আপনার খোঁজে । পুরনো দিনের স্মৃতি আছে ওখানে ।

ভালো থাকুন ।
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রূপক কর্মকার এর ছবি

মোরশেদ ভাই, তখন যদি আমার কর্মক্ষেত্র অন্য শহরও হয়, আপনাকে নিয়ে কোটবাড়ি যাব। ভালোই হবে, দুজনই তখন স্মৃতির শহরে।
____________________________
আষাঢ়ে ভাসানে গেলে আমি খুঁজি ভাটিয়ালি প্রেম
কৃষ্ণ খোঁজে আড়বাঁশি, মূর্খ খোঁজে সাউন্ড সিস্টেম
[আবু হাসান শাহরিয়ার]

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

অতিথি লেখক এর ছবি

পরের এপিসোড কবে পাব? অপেক্ষা করতে পারছি না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।