নীল জলাভূমি ঘিরে ফিরে আসে বাতাস আবার

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ২২/০৬/২০০৭ - ৮:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্কটল্যান্ডঘরে ফিরে এলাম । মিনিট ৩০ ।
পাঁচদিন ঘুরে বেড়ালাম । স্কটল্যান্ডের উত্তর-পুর্ব কোন বরাবর ।
ক্লান্তিতে শরীর ভেংগে আসছে । ঘুম দেবো এবার । লম্বা ঘুম ।
ডিজিক্যাম থেকে কম্পিউটারে ছবিগুলো নিলাম এই মাত্র ।

দেখা যাক, একটা ছবি জুড়ে দেয়া যায় কিনা আপাততঃ । তারপর হয়তো একে একে আরো গোটাকয়েক ।

সচলায়তনের সচলেরা ভালো ছিলেন তো সবাই?


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ছবি প্রথম পাতায় দেখালোনা কেনো কি জানি? স্যারেরা একটু দেখবেন তো ।
নীচের এটাচমেন্ট এ দেখা যাচ্ছে ।
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অরূপ এর ছবি

ঠিক করে দিলাম
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

হাসান মোরশেদ এর ছবি

এডমিনের মোশায়ের দয়ার শরীর ।
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

বস,
স্কচের ইতিহাস লইয়া একটা পোস্টদেন।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

হাহাহা... একেবারে জায়গা মতো গেছিলাম ।
আপনার জন্য দু একটা ফটুক আছে ।

--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বুঝা যাচ্ছে ফ্যাক্টরিতে গিয়া গলা ডুবাইয়া সাঁতার দিছে হাসান মোরশেদ।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি

'তুমি যা জিনিস গুরু, আমি জানি আর কেউ জানেনা'@বিগ সি
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

তাইলে শুরু করলাম হাঁস ভুনা করা....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সৌরভ এর ছবি

আপনি আসলেন, আর দেখলেন তো হাস ভুনাও শুরু হইলো।
এখন দু-চারটে ভাল-মন্দ খাইতে পারলে হয়।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

হাঁসভুনা? অ বদ্দা রওনা কি অহন দিমু নাকি পরে দিলেও চলে! চোখ টিপি
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

সুমন চৌধুরী এর ছবি

রওনা দিয়া দাও...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আরিফ জেবতিক এর ছবি

জ্বি জনাব,আমরা ভালো ছিলাম,তবে আপনার বিরহে কিঞ্চিত শুকাইয়া গিয়েছিলাম।

আপনি জলকেলি করিয়া আসিয়াছেন জানিয়া অদ্য সুখী হইলাম।

সুমন চৌধুরী এর ছবি

কেলি?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নজমুল আলবাব এর ছবি

জ্বি জনাব,আমরা ভালো ছিলাম,তবে আপনার বিরহে কিঞ্চিত শুকাইয়া গিয়েছিলাম।

ঝরাপাতা এর ছবি

গতকাল আপনার বিচার চেয়ে পোস্ট দিয়েছিলাম ১৩ তারিখের পরে আর পোস্ট নাই কেন উল্লেখ করে। আজ সেটা মুছে দিয়েছি। এখন মনে হচ্ছে টাইমিংটা বেশ ভালোই হয়েছে।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অমিত আহমেদ এর ছবি

পু্রো কাহিনী ছাড়ুন দাদা, আর্ধেকটাতে চলবে না।

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।