৫টা শর্টফিল্ম : হুদাই পোস্ট

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: শুক্র, ২৩/০৪/২০১০ - ৩:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইটা হুদাই টাইপ পোস্ট । কিছু শর্টফিল্ম শেয়ার করা আরকি । বিদেশে যারা আছেন তারা দেখেন । আর ডিজিটাল দেশে যারা আছেন তারা দেখতে চেষ্টা করেন ।

১. মুটো (MUTO)

এই ফিল্মটা স্থির চিত্র ধারণ করে বানানো । বুয়েনস আয়ারস এবং বাডেনের রাস্তার দেয়ালে চিকা মেরে মেরে বানানো এই ফিল্ম ।

বিস্তারিত - এই সাইটে

২. লাস্ট ডে ড্রিম (Last Day Dream)

মানুষের মৃত্যুর আগে নাকি তার সারাজীবনের স্মৃতি একসাথে উঁকি মেরে যায় । এইটা গল্প উপন্যাসে শোনা কথা । এই শোনা কথাটা সত্যি হলে কেমন হতো ? ২০০৯ সালে বেইজিঙে অনুষ্ঠিত ৪২ সেকেন্ড ফিল্ম ফেস্টিভ্যালে এই নিয়ে শর্টফিল্ম ।

ডিরেক্টরের সাইট - ক্রিম মিল্ক

৩. নোটবুক (Noteboek)

হাতে আঁকা ছবি আর কম্পিউটার এ্যানিমেশন । এক্সপেরিমেন্টাল সিনেমা । মানুষের কল্পনার লাগাম নেই এটা এই সিনেমাটা দেখে দর্শকের আরেকবার স্মরণ হবে ।

ডিরেক্টরের সাইট - এফেলিন লোবেক

৪. সরি আইএম লেইট (Sorry I'm Late)

প্রেমিকার সাথে ডেইট । সেখানে দেরি হয়ে যাচ্ছে । ঘটনা এটাই । সিনেমার পুরোটা দেখতে হবে এটা বিশেষত্ব বুঝতে হলে ।

ডিরেক্টরের সাইট - টমাস মানকভস্কি

৫. এ্যাপ্রিকট (Apricot)

রোমান্টিক মুভি । মন্তব্য একটাই - ভাল্লাগছে ।

ডিরেক্টরের সাইট - বেন ব্রায়ান্ড


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- রোমান্টিক মুভি ভাল্লাগছে?
হে হে হে যার উদ্দেশে এই কথাটা বললেন, সে/তিনি কি বাংলা পড়তে পারে/পারেন? চোখ টিপি

বাকিগুলা দেখতাছি, খাড়ান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হাসিব এর ছবি

হে হে হে যার উদ্দেশে এই কথাটা বললেন, সে/তিনি কি বাংলা পড়তে পারে/পারেন?

ভালো কথা মনে করছো । খাড়াও লিংকা পাঠাই । এই পোস্টের টেক্সট না বুঝলেও মুভিগুলান বুঝবো ।

ধুসর গোধূলি এর ছবি

- মন্তব্যের ইশকিন শট রাখা হৈলো। জাগামতো পেস্টানো হৈবে। চোখ টিপি

তয় মুভিগুলান কৈলাম জোস! চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শুভাশীষ দাশ এর ছবি

দেইখা ভালু পাইলাম।

----------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

হাসিব এর ছবি

কোনটা সবচে বেশি ভালু পাইলেন কইলেন না যে ?

দ্রোহী এর ছবি

লাস্ট ডে ড্রিম আর নোটবুক আগে দেখা ছিলো। বাকিগুলো দেখতেছি খাড়ান।

হাসিব এর ছবি
নাশতারান এর ছবি

আমার জন্য একটি সংগ্রামমুখর পোস্ট।
নেটের যে গতি! নিজেই ডিজিটাল ( দেখতে গিয়ে টাল ) হয়ে গেলাম! Smiley

একটা একটা করে দেখে মন্তব্য করছিঃ

১. মুটোঃ অদ্ভুত বললে কম বলা হয়। চিন্তা আর প্রকাশের ক্ষিপ্রতায় বিস্মিত ও মুগ্ধ হলাম।

২. লাস্ট ডে ড্রিমঃ সুন্দর!

৩. নোটবুকঃ দুর্দান্ত! এক কথায় দুর্দান্ত! (আচ্ছা, চিজ-টোস্ট ছুরি দিয়ে কেটে খাওয়ার পেছনে যুক্তি কী? এটা হাতে ধরে খাওয়াই আরামদায়ক না? Smiley )

৪. সরি আইএম লেইটঃ মানুষ পারেও বটে! গুরু গুরু

৫. এ্যাপ্রিকটঃ ভালো। কিন্তু খুব বেশি ভালো লাগলো না। আগেরগুলোর মতো চমকপ্রদ নয় বলেই হয়তো।

পরিশিষ্ট একঃ দেখবেন, একদিন আমিও ... দেঁতো হাসি
পরিশিষ্ট দুইঃ হুদাই পোস্টের জন্য উত্তম জাঝা! আর আমাকে ডিজিটাল বানানোর জন্য দিক্কার!

|| শব্দালাপ ||

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

হাসিব এর ছবি

এইটা ঠিক যে এ্যাপ্রিকট আগের গুলোর মতো এতো চমকপ্রদ না । তবে একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম আর কি ।

সুহান রিজওয়ান এর ছবি

আমি মাঝের তিনটা সকালে নাইয়ে দেখলাম। 'লাস্ট ডে ড্রিম' - এইটা খুব ভালো লেগেছে। 'সরি আই এম লেইট', মোটামুটি। 'নোটবুক' বেশ মজার।

... বাকি দুইটা এখন নামায়ে দেখবো দেখি।

_________________________________________

সেরিওজা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।