শিঙালো ছড়া ০৩

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ০৮/০২/২০০৮ - ৬:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।

shingalo

০৩ হিমেরিক ০২১

মেয়েটার সাথে ছেলেটার ছিলো বহুদিন ধরে সখ্য
সেই ভরসায় হঠাৎ এক দিনে ছুঁয়ে ফ্যালে তার বক্ষ।
মেয়ে গম্ভীর হয়ে বলে, "শোনো,
বুকে হাত দেয়া পাপ নয় কোন ...
তবে এটা হাঁটু, বুক নয়।" হায়, ভ্রষ্ট যে হলো লক্ষ্য!


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

দেঁতো হাসি

অয়ন এর ছবি

হিহি

অতিথি লেখক এর ছবি

হি হি হিহি ...অসাধারন .....

তানিয়া

নজমুল আলবাব এর ছবি
ধুসর গোধূলি এর ছবি
ফারুক হাসান এর ছবি

হাসি
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

বিপ্লব রহমান এর ছবি

ছেলেটা আমাদের নারীলিপ্সু হিমু, সেটা না হয় বুঝলাম। কিন্তু মেয়েটা কে? সেই কোমলমতি খাটের মালিক স্টেফি নয় তো? চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অয়ন এর ছবি

হিমুদা, স্টেফির ব্যাপারে আপডেট দিবেন না?

ইশতিয়াক রউফ এর ছবি

হৈমান্তিক হিমুজীবনী!

পরিবর্তনশীল এর ছবি

বালিকা বালিকা করে শেষ পর্যন্ত হাঁটুর মত বক্ষওয়ালা বালিকা জুটাইলেন।
ইসসসসসসসসস...

---------------------------------
-মহিব
ভাবসাব দেখে মনে হইল "উনি একজন মানুষ"

সুমন চৌধুরী এর ছবি

কবে?



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধুসর গোধূলি এর ছবি

- আমি কিছু বলিতে চাই এই ব্যাপারে মাননীয় আদালত (হিমু বাদে বেবাকে)। তবে ভাবতাছি, এইখানে না কইয়া পোষ্ট দিয়া কমু কিনা!
_________________________________
<সযতনে বেখেয়াল>

লুৎফুল আরেফীন এর ছবি

আপনার এমন ভুল ক্যামনে হইলো? হাটুর মতোন...!!!

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হো হো হো
মারদাঙ্গা!!!!
আরও মশকরা-মন্তব্য:

যেচে গায়ে পড়ে উপদেশ দিই: থাকে যদি কোনও ভক্ষ্য
সেবনের আগে হতে হবে শুধু কিঞ্চিত্ আরও দক্ষ।
অ্যানাটমি কোর্স শেষ হলে পরে
হাতে ও কলমে শিখবার তরে
প্রায়োগিক ক্লাস শুরু করে দিন, রয়েছে তো নিজ কক্ষ!

আরেকখান কথা। বক্ষ-লক্ষ্য অন্ত্যমিলটা ব্যবহার করে ফেলে আমার একটা ছড়াকে ইনভ্যালিড বানিয়ে ফেললেন মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নুরুজ্জামান মানিক এর ছবি

হিমু আর সন্যাসি্র জ্বালায় দেখি কাজ করা মুস্কিল । কি সব লিখে আর আমার কলিগগন তা প্ড়ার জন্য আমার পিসি এর পিছনে ঘুর ঘুর করে ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ইফতেখার নূর এর ছবি

আহা আহা!!!

হিমু এর ছবি

সবাইকে ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু

রাতুল এর ছবি

ছুয়ে ফেলে তাহার বক্ষ
হিমু এবার কাইত,
ভ্রষ্ট লক্ষ্য হতেই পারে
ছিল তখন রাইত।

সংসারে এক সন্ন্যাসীর কাছে
শত প্রাকটিস শেষে
এবার হিমু জয়ী হবেই
মেয়ের কাছে এসে।

অতিথি লেখক এর ছবি

মেয়ে শুরু থেকেই ছিল তক্কে তক্কে
হিমু ভায়ের হাতও গেল তার বক্ষে
প্রথম শট্‌ যদিও বা হলো মিস্‌
এখনও কিন্তু বাকি - ঝাক্কাস কিস্‌ !

ফেরারী ফেরদৌস

shamim khan এর ছবি

লক্ষ্য যদিও বক্ষটা ছিল সময় ছিলনা পক্ষে
মিস করে করে এক দিন ঠিক পরিনত হবে দক্ষে

শুভেচ্ছা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।