একটি রহস্যগল্প

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ২৯/০৮/২০০৮ - ৪:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তাজউদ্দীনই হয়তো সৈয়দ নজরুল ইসলামকে বেয়োনেটের প্রথম চার্জটা করেছিলেন। এরপর হয়তো ক্যাপ্টেন মনসুর আলি বেয়োনেট ঢোকান মিতবাক কামরুজ্জামানের যকৃতে। মাটিতে লুটিয়ে পড়ার আগে হয়তো কামরুজ্জামান তাজউদ্দীনের মহাধমনী বরাবর নিজের বেয়োনেট প্রবিষ্ট করেন। ওদিকে মৃত্যুপথযাত্রী সৈয়দ নজরুল কর্তব্য সম্পন্ন করেন ক্যাপ্টেন আলির অলিন্দে বেয়োনেট ঢুকিয়ে, হয়তো।

হয়তো এমনটাই ঘটেছিলো। হয়তো এই চার নেতা, যাঁরা হাজারো অভূতপূর্ব তিক্ততার মধ্যে অটল থেকে প্রবাসী বাংলাদেশী সরকারে বিভিন্ন ভূমিকায় নেতৃত্ব দিয়ে আমাদের দেশটাকে কূটনৈতিক পুলসিরাত পার করিয়ে দিয়েছিলেন, হয়তো এভাবেই তাঁরা নিজেদের মলিন পায়জামার নিচ থেকে ইলাস্টিকে বাঁধা চার সেন্টিমিটার চওড়া ইস্পাতের ফৌজি বেয়োনেট টেনে বার করে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর একে অন্যকে হত্যা করেছিলেন।

কিংবা আসুন, আমরা এই দায় চাপাই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বাহিনীর ওপর। তারাও তো সৈনিক ছিলো। তাদেরও তো বেয়োনেট ছিলো। তারাও তো চার নেতাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করতে পারেন।

কিংবা হয়তো মাসুদ রানার চিরশত্রু কবীর চৌধুরী, কিংবা জেমস বন্ডের ডঃ নো, কিংবা ব্যাটম্যানের প্রতিদ্বন্দ্বী পেঙ্গুইন বা জোকার, কিংবা অস্টিন পাওয়ারস এর দুষ্টু ডক্টর ইইইভল এর কাজ এটা। কিংবা র এর ষড়যন্ত্র। কিংবা কেজিবির দুষ্টুমি। কিংবা ভূটান বা মঙ্গোলিয়ার ইন্টেলিজেন্স এজেন্সির গুপ্তঘাতকদের কাজ। কিংবা হয়তো তখন ঘড়িতে রাত বারোটা, পাজির পা ঝাড়া বদরু খাঁ-ই হয়তো এই কুকর্ম করেছে।

আসুন, এই রহস্য গল্প নিয়ে ভাবি। তবে সাসপেক্টদের তালিকা থেকে শুরুতেই বাদ দিন দফাদার মারফত আলী শাহ, দফাদার মোঃ আবুল হাশেম মৃধা, বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ ফারুক রহমান, অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অব্যাহতিপ্রাপ্ত মেজর বজলুল হুদা এবং অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মহিউদ্দিন আহাম্মদকে। এঁরা ইতোমধ্যে বেকসুর খালাস পেয়েছেন আদালতের রায়ে। এঁরা মাসুম।

আসুন, আরো ভাবি এই রহস্যগল্প নিয়ে। কারা খুন করলো ঐ চারজন মানুষকে? কারা খুন করলো ঐ চারজন রাষ্ট্রস্থপতিকে, যাঁরা কাঁধে করে একটি রক্তাক্ত শিশুরাষ্ট্র উপহার দিয়েছিলেন আমাদের?

আমার মনে হয়, কাজটা ডক্টর ইইইভলের। আপনি কী ভাবছেন?


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

একজনের মৃত্যুদন্ড রাখার কোন দরকার ছিল না। খালাসই যদি দিতে হয় তো সবাইরেই দিক!!!!



অজ্ঞাতবাস

নুরুজ্জামান মানিক এর ছবি

দ্বিমত করছি ।
মুল হোতাদের আড়াল করতে তা' দরকার ছিল বৈকি ।

বরাবরই এমন করা হয়েছে
সিরাজের হত্যার আসামি তাই একমাত্র মোহম্মদি বেগ
লিয়াকত আলীর খুনে একজন আকবর
বংবন্ধু হত্যায় ছ্য়জন খুব্ধ মেজর
জিয়ার হত্যায় মন্জুর -মতি
আর মন্জুর হত্যায় বিদ্রোহী সৈন্য ।

ভাসুরের নাম মুখে আনতে মানা তাই থেকেছে সে বরাবরই আড়ালে !!!

নুরুজ্জামান মানিক
************************************

বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হ। ওনারা ওনারাই নিজেরা নিজেদেরকে মারছেন। নাইলে একসাথে চারজন মারা পড়ল কিভাবে? যেখানে সব সাক্ষীর বক্তব্যই অসামঞ্জস্যপূর্ণ তার মানে সেখানে আসলেই কোন সাক্ষী সেদিন কারাগারে ছিলনা। আর কারাগারে যেহেতু বোমা উড়ে এসে পড়েনি তাই নিজেরা নিজেদেরকে মারা ছাড়া আর তো কোন উপায়ে মারা পড়ার কথা নয়।

এসবই এখন আমাদের বুঝতে হবে। বুঝে ইজি থাকতে হবে।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

গালি দিতেও আর ইচ্ছা করে না মন খারাপ
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আজকের পত্রিকার হেডিংগুলো দেখেই বিস্ময়ে স্থবির হয়ে গেছি। জেলহত্যা মামলার আসামীরা সব মাসুম প্লাস রাজ- ও রাণীপুত্রের মুক্তির সমস্ত বাধা দূরীভূত। আহা! বিচার বিভাগের তত্পরতার প্রশংসা না করে উপায় আছে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হাসান মোরশেদ এর ছবি

কোথাও কিছু ঘটেছিল নাকি আদৌ?
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জলদস্যু এর ছবি

নিজেদের আমরা কখনই মাফ করতে পারব না জাতি হিসাবে। রাজনীতির মার-প্যাঁচে পড়ে আজ ৩৩ বছর ধরে এসব গুরুত্বপূর্ণ মামলার কোন মীমাংসাই হয় নি। আর হবেও না। যতই দিন যেতে থাকবে, অবস্হা আরও জটিল থেকে জটিলতর হবে। সাক্ষ্য-প্রমাণ কি আর দিন দিন শক্তিশালী হয়? নিজেরা যে আমরা কতখানি স্বার্থপর ও অকৃতজ্ঞ তা আবার প্রমাণ করলেম আর কি।

কনফুসিয়াস এর ছবি

চলুক
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ক্রীতদাসের হাসি এর ছবি

বিচারের কি দরকার সেটাই তো বুঝি না স্রেফ গুলি করে মেরে ফেল্‌লেই তো হয়

জ্বিনের বাদশা এর ছবি

আমার মনে হয় কিংকু চৌধুরীর ফ্রেন্ডলি ফায়ারই দায়ী

অথবা, এটা পুরোটাই সাবোটাজ ...শালার চার "ধড়িবাজ" নেতা!! ...মহান আদালতের সুমহান জিজ্ঞাসাবাদে যদি সব ফাঁস হয়ে যায় এই ভয়ে আগেই আত্মহত্যার প্ল্যান করে রেখেছিলো ...মরবি মর!!...না, মরার আগে পেঁচগি লাগিয়ে গেলো!!!...সব সাবোটাজ, নিশ্চয়ই সাবোটাজ।

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

Profit এর ছবি

Ashole oi justice-rai khuni. Khunir dol khuniderke nishpap baniyechhe.

আলমগীর এর ছবি

উনারা নিজেরাই নিজেদের মারছে মাসুম লোকগুলারে ফাঁসানোর জন্য। সভ্য বিচার ব্যবস্থার এক দুর্বলতা হলো স্বাক্ষী থাকতে হবে। বিচারকের মনের মধ্যে "সন্দেহাতীত" ভাবে প্রমাণ হতে হবে অভিযুক্ত দোষী।

অমিত আহমেদ এর ছবি

কথা বলতে রুচি হয় না এসব বিষয়ে। আমাদের জাতিগত পূর্ণতা আর এলো না। আসবে বলে ইদানিং আশাও করি না।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রাফি এর ছবি

তিনজন সাক্ষ্য দিয়েছে মারফত আর আবুল হাশেমের সম্পৃক্ততার ব্যাপারে(প্রথম আলো)।

তারপরেও নাকি প্রমাণ নাই। বিচারকদের মনে হয়েছে খালেদ মোশাররফপন্থী কারো সম্পৃক্ততা থাকতে পারে। অন্যদিকে রাজপুত্র একদিনে পাঁচ মামলায় জামিন পায়।
হায়রে সুশাসন! হায়রে সুবিচার! হায়রে বিচার বিভাগের স্বাধীনতা!!!!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

সবজান্তা এর ছবি

উনারা কেউ আসলে মরে নাই। এগুলা সব জাতীয়তাবাদ এর বিরুদ্ধে ষড়যন্ত্র। র'র সাথে চক্রান্ত করে ভারতে পালিয়ে গিয়েছে।


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

এইসব দেখলে-শুনলে মেজাজ এতোই খারাপ লাগে যে কিছুই বলার থাকে না!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

তারেক এর ছবি

ঘৃণার অনুভূতিও নষ্ট হয়ে গেছে আমার। এমন অসহায় লাগে! মীরজাফরের রক্ত নিয়া আমরা বারবার বাঁচি,মরি...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

খেকশিয়াল এর ছবি

আচ্ছা আমাদের দেয়ালে পিঠ কবে ঠেকবে ? দেয়ালটা বেশী দূরে নাকি আমাদের মেরুদন্ড সমেত পিঠটাই অনুপস্থিত ?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শিক্ষানবিস এর ছবি

মর্মাহত হয়েছি, তবে অবাক হয়নি। কেউই বোধহয় এখন অবাক হন না। এ দেশে এমন বিচারই যেন স্বাভাবিক।

Masudur Rahman এর ছবি

These two justice need witness but totally ignored circumstace evidence. They were appointed by BNP and Jammat. In Bangladesh brucracy, judicary, media and army are in the hand of BNP & Jammat. Cna you see the fate of caretaker government. They could not sustain against them. BNP & Jammat have their men everywhere. Please make youself available to cheer for haramjada RAJPOTRO.

রানা মেহের এর ছবি

We can never do anything.
Past present or future
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তীরন্দাজ এর ছবি

রাবনের দেশে রাবনই মহাপুরুষ! তাই বলছি, কোন জেলহত্যার কথা বলছে আপনি?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দেবোত্তম দাশ এর ছবি

এ দেশে এমন বিচারই স্বাভাবিক।
-----------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অভিজিৎ এর ছবি

যস্মিন দেশে যদাচার !



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমি শুরু থেকেই ভাবছি যে, তারা আত্মহত্যা করেছেন। কিন্তু আমার মত বিজ্ঞোচিত ভাবনা কারো মাথায় না আসলে কি করতে পারি?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

এক্জন এর ছবি

বাংলাদেশের যতই অভাব থাকুক, মীরজাফর আর রাজাকারের অভাব হবে না। আফুরন্ত ভান্ডার।

আরিফ জেবতিক এর ছবি

কাদের কথা বলেন বুঝি নাই ।
তাজ উদ্দীন , সৈয়দ নজরুল , কামরুজ্জামান , ক্যাপ্টেন মনসুর আলী ...এরা কারা ?

ও ভাই , এরা কারা ? এরা আমাদের কে ?

কীর্তিনাশা এর ছবি

আমিও চিনি না এদের !!

হিমু ভাই'র প্রতি অনুরোধ - উক্ত চারজন মানুষের বিস্তারিত পরিচয় উল্লেখ করে এই গল্পের দ্বিতীয় খন্ড পোস্টান তাড়াতাড়ি। এইটা একটা পিলিজ আপনের কাছে!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নুরুজ্জামান মানিক এর ছবি

সম্প্রতি বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানীতে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হুদা ও ল্যান্সার মহিউদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের যুক্তি তর্ক শুনে প্রশ্ন করেন -তাহলে কি হত্যার ঘটনা ঘটেনি ?এটা শুনে আমার মনে পড়ে গেল হিমু ভাইয়ের এই দূর্দান্ত রচনার কথা ।

বঙ্গবন্ধু হত্যা নিয়েও যেন হিমু ভাইকে এমন লেখা লিখতে না হয় সেই কামনাই করি ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।