ব্লাডি কৌতুকমালা

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৫/০৪/২০০৯ - ১১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সামরিক চালচলনকে পঁচিয়ে কিছু চুটকি বানাচ্ছি। উদ্দেশ্য, মজা করা। কারণ সামরিক বাহিনীকে হেয় করার জন্য গর্দানে দুইটা মাথা লাগে, আর তাছাড়া এই কাজটাও সামরিক বাহিনীর কর্তব্যের মধ্যে পড়ে। শিরোনাম হিসেবে এটাই প্রথমে মাথায় এলো। চুটকিগুলি মৌলিক, সংগৃহীত নয়। কাজেই কপিরাইটের ব্যাপারটা একটু খিয়াল কইরা।

১.
জেনারেল বকর ফোনে হঙ্কার দিয়ে বললেন, "কর্ণেল বাকারা, চটপট আমার অফিসে পাঁচটা স্টুপিড লেফটেন্যান্ট পাঠাও! খবরদার! বুদ্ধিমান কাউকে পাঠানো চলবে না কিন্তু!"

কর্ণেল বাকারা বললেন, "স্যার ইয়েস স্যার!"

পাঁচ মিনিট যায়, দশ মিনিট যায়। আধঘন্টা পর জেনারেল বকর ফোন তুলে আবার হুঙ্কার দিলেন, "কর্ণেল বাকারা! কী বলেছিলাম তোমাকে?"

কর্ণেল বাকারা বিমর্ষ গলায় বললেন, "স্যার, পুরা রেজিমেন্ট চষে ফেলেছি স্যার। আমাদের এখানে কোন স্টুপিড লেফটেন্যান্ট নাই স্যার। প্রত্যেকটারই হাঁটু আছে স্যার।"

২.
জেনারেল বকর অফিসে ঢুকেই হুঙ্কার ছাড়লেন, "কর্ণেল বাকারা!"

কর্ণেল বাকারা খটাশ করে স্যালুট ঠুকে বললেন, "স্যার ইয়েস স্যার!"

জেনারেল বকর বললেন, "আমাদের ক্যান্টনমেন্টের পাশ দিয়ে কতগুলি মহিষ যাচ্ছে!"

কর্ণেল বাকারা বললেন, "স্যার ইয়েস স্যার!"

জেনারেল বকর বললেন, "কিন্তু মহিষগুলির কদম মিলছে না!"

কর্ণেল বাকারা বললেন, "স্যার গুলি করে ফেলে দিবো স্যার?"

জেনারেল বকর বললেন, "আপাতত থাক। তুমি চালাকচতুর দেখে একটা ক্যাপ্টেনকে পাঠাও এক প্লাটুন জওয়ানসহ। কারণটা জানা দরকার।"

কর্ণেল বাকারা বললেন, "স্যার ইয়েস স্যার!" তারপর ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন।

ঘন্টাখানেক পর জেনারেল বকর ফোন করে হঙ্কার দিলেন, "বাকারা! জানতে পারলে, কেন মহিষগুলির কদম মিলছে না?"

কর্ণেল বাকারা বললেন, "স্যার ইয়েস স্যার! মহিষগুলির পায়ে বুট ছিলো না স্যার!"

জেনারেল বকর বললেন, "বলো কী! গুলি করে ফেলে দাও তাহলে।"

৩.
(পরে দিব। চা খেয়ে আসি)

৪.
(৩ নাম্বারই তো দিতে পারলাম না। আবার ৪!)


মন্তব্য

রেনেট এর ছবি

চা খাওয়ার জন্য ঘোষণা দিয়ে এক দাগাচ্ছি।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

প্রথম মাল্যবান এর ছবি

এতদিন শুধু মুমুর মন্তব্যের কথা শুনছি। আইজ দেখলাম।

নুড়ি এর ছবি

আমি ও এতদিন শুধু মুমু্য়িত প্রশ্নের কথাই শুনেছি, আজ তার স্বাদ পেলাম।

মুশফিকা মুমু এর ছবি

এতদিনে আপনাদের আমার কমেন্টের স্বাদ দিতে পেরে আমিও খুউবই খুশিতো, পুলোকিতো এবং আলোকিত হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নুড়ি এর ছবি

আশা করি আপু কিছু মনে করেন নি, আর দুঃখ পেয়ে থাকলে দুঃখিত।

মুশফিকা মুমু এর ছবি

আরেহ না দুঃখ পাব কেন, বরং মজা পেয়েছি এমন কমেন্ট দেখে খাইছে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রাশেদ [অতিথি] এর ছবি

দাদা কিছু খেয়েছেন (অথবা টেনেছেন) নাকি ..........???

কীর্তিনাশা এর ছবি

তিনটা কৌতুকেই মজা পাইলাম দেঁতো হাসি

তয়,

আপনারে ধইরা তক্তা মাইর দেওয়া দরকার হিমু ভাই............

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শ্যাজা এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জোশ!

একটা প্রচলিত রুশ কৌতুক মনে পড়লো।

কর্নেল ফোন করলেন মেজরকে:
- তোমার ওখানে জনাদুয়েক বুদ্ধিমান লেফটেন্যান্ট আছে?
- আছে, স্যার।
- ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। আমার ঘরের ডিভানটা একটু সরাতে হবে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

খিক খিক খিক হাসি

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

"যাও তিন হাঁটুওয়ালা নিয়ে আসো পাঁচখান!!"
-জেনারেল বকর

অবাঞ্ছিত এর ছবি

৩ নাম্বারটা সব থিকা ভাল্লাগসে

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

আলাভোলা এর ছবি

১. হাসি
২. দেঁতো হাসি
৩. হো হো হো

ভাইয়া, বেশী চা খাওয়া ভাল না। কাল হইয়া যাইবেন। দেঁতো হাসি

--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...

মুশফিকা মুমু এর ছবি

আলাভোলা ভাই কালো বানান ভুল লিখেছেন দেঁতো হাসি জানি ভুল করেই লিখেছেন, তবুও ভুল ধরার লোভ সামলাতে পারলাম না খাইছে
এমনও দিন আসলো আমি আরেকজনের বানান ভুল ধরি দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আলাভোলা এর ছবি

উপসস, স্লীপ অফ কী-বোর্ড খাইছে
--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...

মৃদুল আহমেদ এর ছবি

হিমু হবে কালো? হো হো হো
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নজমুল আলবাব এর ছবি

তিন নাম্বারটা অসাধারণ হইছে। শয়তানী হাসি

---------------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মুশফিকা মুমু এর ছবি

ভাইয়া প্লিজ আমার কমেন্ট টা ডিলিট করে দিন।
খুব মজার জোক! চলুক

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

হিমু এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রিসাইকেল্বিন্টা কই? মুমুর কমেন্টটা মিস করে ফেলছি...

আপনাদের দেশে কফি পাওয়া যায় না?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নুরুজ্জামান মানিক এর ছবি

গুল্লি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অনিশ্চিত এর ছবি

গুল্লি
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

সৌরভ এর ছবি

হাহ হা। আপনার চা খাওয়া বড়ই বিখ্যাত একটা ব্যাপার হয়ে যাচ্ছে।

কয়েকদিন পরে বিভিন্ন তদন্ত কমিটি যখন গুরুত্বপূর্ণ দূর্ঘটনার তদন্ত রিপোর্ট নিয়ে গড়িমসি করবে, তখন পেপারে আসবে - ওরা সবাই হিমু নামের কোন একজনের সাথে চা খেতে গেছে।


আবার লিখবো হয়তো কোন দিন

অতন্দ্র প্রহরী এর ছবি

হো হো হো

বিপ্লব রহমান এর ছবি

ঞঁ! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মর্তুজা আশীষ আহমেদ [অতিথি] এর ছবি

পরে দিব। চা খেয়ে আসি
জোস!
মর্তুজা আশীষ আহমেদ

কুবের [অতিথি] এর ছবি

হিমু ভাইয়ের বদৌলতে, বাংলা ভাষাতে 'চা খাওয়া' নতুন পরিভাষা হিসেবে আত্মপ্রকাশ করবে।

লোকজন তখন বড় সাহিত্যিককে আড়ালে গালি দিবে, "এত কাটতি বইমেলাতে, আসলে শালা তো চা-‌খোর।"

ভোট চাইবেন নেত্রী, ".... তো আপনাদের এলাকারই ছেলে, মাঝে মাঝে যদি চা খায়, আপনারা বকে দিবেন।"

বাংলা সিনেমায় নায়িকা কাঁদতে কাঁদতে বাবাকে বলবে, "কিন্তু বাবা আমিতো ওকে ভালোবাসি", বাবা হুংকার দিয়ে উঠবে "ভালোবাসিস?, ওই ছোটোলোক, ইতর, চা‌-খোরকে তুই ভালোবাসিস ?"

লুৎফুল আরেফীন এর ছবি

এহেম এহেম ... ...
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

বজলুর রহমান এর ছবি

অতঃপর বাংলা ছবিঃ " হিমু কেন চাখোর"।
দেখছি হাঁটুপানির ব্লগ শেষতক চায়ের কাপে তুফান হয়ে দাঁড়িয়েছে।

সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান চা খেয়ে এসেও নিজের পদ দিব্যি বহাল রেখেছেন, এমনকি সুপ্রীম কোর্টের এ্যপেলেট বিভাগের বিচারপতির পদমর্যাদা চাইছেন।

স্নিগ্ধা এর ছবি

মডু বিরূপ ফোনে হঙ্কার দিয়ে বললেন, "হৈমবতী, চটপট আমার e-বুক পাব্লিশিং হাউজে পাঁচটা 'অ'-খেলাপী সচল পাঠা তো! খবরদার! ফাঁকিবাজ কাউকে পাঠানো চলবে না কিন্তু!"

মডু হিমসাগর বললেন, "আচ্ছা, যা যা, দেখুমনে!"

পাঁচ দিন যায়, দশ দিন যায়। আধমাস পর মডু বিরূপ ফোন তুলে আবার হুঙ্কার দিলেন, "শালা হার্মাদ! কী বলেছিলাম তোকে?"

মডু হিমসাগর বিমর্ষ গলায় বললেন, "বিরূইপ্যা, পুরা সচলায়তন চষে ফেলেছি রে! আমাদের এখানে একটাও বিবেকবান সচল নাই। প্রত্যেকটারই বাড়িতে ছোট হোক বড় হোক - পানি গরম করার পাত্র আছে যে!

দেখে শেখা ডিসক্লেইমারঃ আমারও না খুব লিখতে ইচ্ছা হয়, কিন্তু লিখতে পারি না তো, তাই অন্যদের আইডিয়া চুরি করি ওঁয়া ওঁয়া
এই ফালতু প্যারোডীতে কোন বিবাহিত বা জীবিত কেউ নিজেদের সাথে কোন মিল ফিল খুঁজে পেলে - সেটা ভাই আপনাদের প্রব্লেম, আমার না!!

তুলিরেখা এর ছবি

চায়ে একটু এলাচি আর লবঙ্গ ফেলে দিয়েন। হাসি
লেখা চমত্‌কার!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ধুসর গোধূলি এর ছবি
তারেক এর ছবি

ব্যাফক দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্পর্শ এর ছবি

মনে হয়, জাফর ইকবাল স্যারের একটা সাইন্স ফিকশনে পড়ে ছিলাম- যারা জোক্স বানায় তারা ইশ্বর লেভেলের লোক!
মিয়া! অহি-টহি পাইসেন নাকি?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি
মুস্তাফিজ এর ছবি

কমেন্টস আর তারা পরে দিব, আগে চা খেয়ে আসি হাসি

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

আমার একখান কথা ছিল... জিজ্ঞাস করতে পারি??

(তাহসিন গালিব)

শাহেনশাহ সিমন এর ছবি

৩ আর ৪ কই? খাইছে

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

চা খাওয়া হয় নাই?

------------------------
কামরুজ্জামান পলাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।