বোকাদের পদ্য ০৫৪

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ৩১/১০/২০০৯ - ৫:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বুদ্ধিটা পেয়েছি বুদ্ধির ডিপো জিয়েমের কাছ থেকে। সচলে কবিতা দিলে পুরাটাই শোরুমে চলে আসে বেশির ভাগ সময়, গোডাউনে কিছুই থাকে না। ফলে পাঠকনারায়ণ উইন্ডোশপিং করেই সদর রাস্তা ধরে চলে যান। এমনিতেই কবিতার পাঠকের আকাল, তার উপর আবার এই গেরো! তাই এই বকান্তিস।

এইবার কবিতাটা পড়ুন। ধন্যবাদ।


মাঝরাত্তিরে ঘুমকাড়া মাদীঘোড়া
ঘুমপাড়ানিয়া গুনগুন হ্রেষাগানে
কী বলো? কী চাও বোঝাতে অযথা এসে?
সরো, বুঝি না এ ঘোড়াবেহাগের মানে।
সরে গিয়ে তুমি ছদ্মখোলস ধরে
চেরা জিভ হেনে বাতাসের তাপ মাপো
ঝুমঝুমিসাপ ভালোবাসা হয়ে কাছে
ঘেঁষে কেন এত বুনো ছটফট কাঁপো?
মাঝরাত্তিরে ঘুমকাড়া মাদীঘোড়া
ঘুমাও লক্ষ্মী, তোমারও কি মাঝে মাঝে
পায় না তন্দ্রা? আসো বুকে মুখ রাখো
শুনে দ্যাখো কত হুলালালা ক্ষুর বাজে।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আসে বুকে মুখ রাখো
আসো হবে মনে হয়।

হিমু এর ছবি

ধন্যবাদ, ঠিক করে দিলাম।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতিথি লেখক এর ছবি

"ঘুমাও লক্ষ্মী, তোমারও কি মাঝে মাঝে
পায় না তন্দ্রা?"-------- চমৎকার কবি।
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

অতিথি লেখক এর ছবি

ঝুমঝুমিসাপ ভালোবাসা হয়ে কাছে

এটা বেশ লিখেছেন।

শুভাশীষ দাশ

আলমগীর এর ছবি

ঘুম কাইড়া আবার ঘুম পাড়ানিয়া গান ক্যামনে গায় চিন্তিত

অতিথি লেখক এর ছবি

এইটা আমারও মাথায় ঢুক্তাসে না ইয়ে, মানে...
আলমগীর ভাই আমরা বোকা বলেই মনে হয় বুঝতে পারতাছি না। দেঁতো হাসি
/
ভণ্ড_মানব

জি.এম.তানিম এর ছবি

ঘুম কেড়ে নিয়ে ঘুমের যোগানে বাজার অস্থিতিশীল করতেসে... আবার মজুদ করা ঘুম উচ্চমূল্যে বিক্রি করে ঘুমপাড়ানি গান গাওয়ার ফেইক ভাব ধরসে... সবই সিন্ডিকেট...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

হিমু এর ছবি

অড্রে হেপবার্নের পাল্লায় পইড়া এই সোজা কথাটাই আলমগীর ভাই বুঝতে পাল্লো না ...



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুহান (সকলের ভয়ে লগাই নাই) এর ছবি

আমি এই মন্তব্যটা লাইক করেছি ...

আলমগীর এর ছবি

আমিও লাইক করলাম। এখন বলেন অড্রেরে কোথায় রাখছেন ? চোখ টিপি

মাশীদ এর ছবি

আহা বহুদিন পরে তুই আবারো বোকা!
আরো ঘনঘন বোকা হয়ে এরম পদ্য লিখবি।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অতিথি লেখক এর ছবি

কবিতা ভাল বুঝিনা, তবে আপনার বুদ্ধিটা কাজে লাগসে!! উপরে হাল্কা লেখাটা না দিলে কবিতাটা পড়াই হইতনা... খাইছে

- শূন্য

মূলত পাঠক এর ছবি

কবিতা ভালো লাগলো, ছন্দটাও।

জি.এম.তানিম এর ছবি

কবিতাটার মধ্যে একটা গানের বীজ আছে... পানি ঢেলে যত্ন করলে হয়ে যাবে মনে হয়... চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

পরী [অতিথি] এর ছবি

কবিতা পড়লাম।কিছু কিছু শব্দ দুর্বোধ্য।নিজের জ্ঞানেরস্বল্পতার দায় মাথা পেতে নিলাম :-|

হিমু এর ছবি

দিমু নাকি এক পিস স্মিত হাসি?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

পরী [অতিথি] এর ছবি

খিঁচানোদেঁতোমুখী হয়ে স্মিত হাসি কিভাবে দেবেন? অ্যাঁ সাধনা করে দ্যাখেন আদৌ পারেন কিনা।এ জনমে হবে না নিশ্চিত,আর জনমে হলেও হতে পারে

পরী [অতিথি] এর ছবি

খিঁচানোদেঁতোমুখী হয়ে স্মিত হাসি কিভাবে দেবেন? অ্যাঁ সাধনা করে দ্যাখেন আদৌ পারেন কিনা।এ জনমে হবে না নিশ্চিত,আর জনমে হলেও হতে পারে

হিমু এর ছবি

ভবিষ্যতে আপ্নার মতো হবার চেষ্টায় এই তুচ্ছ জনম গুজরান করবো। উঠতে বস্তে স্মিত হাসি ঝল্কাবো। কথা দিলুম।

auto

ওপরে প্রায় আপনার মতোই দেক্তে একজনের একখানা সহাস্য ছবি লিংকায়িত কর্লুম। কী দারুণ, একটা দাঁতও দেখা যায় না হাসি !



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

পরী [অতিথি] এর ছবি

ওমা!ওমা! আমি এত্ত সুন্দর দেখতে!! B-) আপনি এই ছবি না দ্যাখালে নিজের রূপসৌন্দর্য নিয়ে কোন ধারনাই হত না আমার!
ধন্যবাদ দিয়ে আরেকটু খাটো কর্লাম আপনাকে। দেঁতো হাসি

সাইফ তাহসিন এর ছবি

কার্টুনটা ঝাক্কাস লাগল

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অকুতোভয় বিপ্লবী [অতিথি] এর ছবি

এটা "লালমলাটের সবুজ বিড়ালওয়ালা বই" এর লেখকের আঁকা রামগরুড় না?

"অকুতোভয় বিপ্লবী"

সাইফুল আকবর খান এর ছবি

বুঝন এট্টু দুষ্কর আছে, তবু ভালো লাগলো। হাসি
ভনিতাটাও। দেঁতো হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

বালক এর ছবি

আসো বুকে মুখ রাখো
শুনে দ্যাখো কত হুলালালা ক্ষুর বাজে

লাইনটা মনে ধরলো।

_____________________________________________
তুমি হতে পারো একটি স্বার্থক বিষাদের সংজ্ঞা। স্বার্থক নদী, স্বার্থক ক্লান্তি অথবা স্বার্থক স্বপ্ন।

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

খেকশিয়াল এর ছবি

জটিল লাগলো!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ঝরাপাতা এর ছবি

যেন ধরতে ধরতে হারিয়ে যাওয়ার অভিব্যক্তি ....


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হিমু এর ছবি

কিন্তু ঝরাপাতার কবিতা পড়তে পাই না কেন? সেই ১৯৫৬ সালের পর থেকে তো তিনি সচলে নীরব!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দময়ন্তী এর ছবি

বা:
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

হিমু এর ছবি

দৃঘাংচুর কথা মনে পড়ে গ্যালো দেঁতো হাসি । ক্কঃ!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দময়ন্তী এর ছবি

রেগে টং
দেঁতো হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অকুতোভয় বিপ্লবী [অতিথি] এর ছবি

দৃঘাংচু; ক্কঃ.............খিকয্ দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।