ঘুমাও দেশ!

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: সোম, ০২/১১/২০১৫ - ৩:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
খাবার টেবিলের ওপর দু'দল পিঁপড়ে মুখোমুখি। মাঝখানে ছোট্ট এক টুকরো পরিত্যক্ত সন্দেশ। মিষ্টি দানার দখল নিয়ে দিনের পর দিন হাতাহাতি মারামারি। সংখ্যাগরিষ্ঠ পিপড়েরা জানে না একদল ঘুণপোকা নিঃশব্দে খেয়ে যাচ্ছে কাষ্ঠশাঁস। নিজেদের স্বার্থের কামড়ানিতেই ভীষণ ব্যস্ত ওরা। তারপর ছয় পায়ে দাঁড়িয়ে একদিন দেখলো আচমকা এক ছিদ্রপথ গলে মাটিতে পড়ে যাচ্ছে সন্দেশ দানাটি। কুপমণ্ডুক পিপড়ের দল অসহায় চোখে তাকিয়ে দেখলো কোত্থেকে এক টিকটিকি এসে সন্দেশ দানাটি মুখে নিয়ে পগার পার।
.

২.
গত ১২ ঘন্টার মধ্যে তিনটা সংঘর্ষের সংবাদ চট্টগ্রামেরই তিনটা জায়গায়। চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শহরের সিআরবি এলাকা। তিনটাই ছাত্রযুবলীগের অন্তর্কোন্দল। বহুকাল প্রতিপক্ষ রাজনৈতিক দলে মারামারি হয় না। বিপক্ষ কোন শক্তি নাই, বকা দেবার কেউ নাই। কাঁহাতক আর বসে থাকা যায়। সংঘর্ষ মারামারিতে ইমেজ নষ্ট হবে? মানুষের ক্ষতি হবে? দলের বারোটা বাজবে? দেশ জাহান্নামে যাবে? সো হোয়াট? কিচ্ছু এসে যায় না। আমাদের আর কোন কাজ নাই, পড়াশোনা নাই, খোলা মাঠে শরীরচর্চার অবকাশ নেই। অবসরে তাই নিজেরা নিজেদের কামড়ে খাই। নিজেদের মাংস খাওয়া এখন খুব জরুরী, খুব দরকারী কাজ।
.
৩.
ঘুণপোকারা কথা বলে না। ব্লগ-ফেসবুক-পত্রিকা কাঁপায় না। টকশোতে ঝড় তোলে না। নিঃশব্দে ব্যস্ত সময় কাটায় আর...আমাদের জন্য তৈরী করতে থাকে নতুন আরেকটি সংবাদ শিরোনাম। আমাদের কেউ কেউ পরবর্তী হেডলাইন হবার অপেক্ষায় আছে। ঘুমাও দেশ!


মন্তব্য

সুবোধ অবোধ এর ছবি
আয়নামতি এর ছবি

ঘুণপোকারা কথা বলে না। ব্লগ-ফেসবুক-পত্রিকা কাঁপায় না। টকশোতে ঝড় তোলে না। নিঃশব্দে ব্যস্ত সময় কাটায়

মন খারাপ

কর্ণজয় এর ছবি

শিরোনামটা খুব শব্দময়। অনেক কথা বলে-

এক লহমা এর ছবি

মন খারাপ

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

আমাদের কেউ কেউ পরবর্তী হেডলাইন হবার অপেক্ষায় আছে। ঘুমাও দেশ!

ঘুমাও দেশ!

দেবদ্যুতি

দ্রোহী এর ছবি

ছোট্ট খোকা ঘুমিয়ে পড়
রাক্ষুসীরা বেজায় বড়
চারিদিকে চলছে শুধু ধুপধাপ॥

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।