দৈনন্দিন রসায়ন

শামীম এর ছবি
লিখেছেন শামীম (তারিখ: রবি, ০৫/১০/২০০৮ - ৫:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগেই সতর্ক করলাম: বিরক্তিকর পোস্ট হওয়ার সম্ভাবিলিটি ব্যাপক।

দেশের বাইরে থাকার সময় ধুমাধুম ব্লগিং করতাম। ইদানিং আমার ব্লগিংএর কোষ্ঠকাঠিন্য চলছে ... কারণ সময় এবং শক্তি শুষে নিচ্ছে রাস্তার যানজট এবং লোডশেডিং। তাই এখন অনেক চেষ্টায় যা বের হল সেটাকে অনেকটা চর্বিত চর্বণ বলা চলে।
----------

১. অফিস থেকে ফেরার পথে আব্বার ঘিয়া রঙের শার্টে রঙ ভরেছে। বাংলাদেশ আই.সি.সি চ্যাম্পিয়ন হওয়াতে পথযাত্রী সকলের মোটামুটি একই অবস্থা। রঙিন দূর্ঘটনার কারণটা খুশির হলেও অফিসে পড়ে যাওয়ার মত তেমন বেশি শার্ট আব্বার নাই, তাই এটা বাতিল করা যাবে না .... আবার রঙও উঠছে না। শার্টটা নিয়ে যাওয়া হল স্থানীয় লন্ড্রিতে। ওরা মাপ চাইলো। বাসায় ওটা সাদা ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখা হল। কিছুক্ষণ পর রঙ সব চলে গেল।

২. কাপড়ে চায়ের দাগ সহজে যেতে চায় না। সাথে সাথে ওখানে একটু দুধ দিয়ে ভিজিয়ে দিলে দাগ বসবে না। এছাড়া সাদা ভিনেগার ঠান্ডা পানিতে দিয়ে সেটা দিয়েও দুর করা যায়। হালকা গরম পানিতে বেকিং সোডা গুলিয়েও সেটা দিয়ে দুর করা যায়।

৩. পেয়ারা খেলে বা কোল্ড ড্রিংকস পান করলে আমার দাঁতগুলো খুবই পরিষ্কার লাগে।

৪. হেভী তেল চর্বী যুক্ত খাবার খাওয়ার পর দেখেন সাবান নাই। অসুবিধা কি .... হাতে লেবু কচলিয়ে ধুয়ে ফেলুন ...

৫. ল্যাবে তৈজষপত্র ধোয়ার সময় সাধারণ পরিষ্কারক দিয়ে পরিষ্কার করে তারপর এসিড পানিতে ধোয়া হত। তারপর বিশুদ্ধ পাতন পানি (ডিস্টিলড ওয়াটার) দিয়ে ধুয়ে শুকাতাম। একবার একটা ভলিউমেট্রিক ফ্লাস্কের (কলসের গলাচিপা দিয়ে টেনে লম্বা করলে এমন আকার হতে পারে) ভেতরে একটা ময়লা কাঁচের গায়ে লেগেছে যেটা কোন ব্রাশ দিয়ে নাগাল পাওয়া যাচ্ছিল না। কড়া এসিড দিয়ে ধোয়ার পরেও গেল না। হঠাৎ রসায়নের কিছু মূলনীতি/বেসিক মনে আসাতে ওটা মূহুর্তেই পরিষ্কার করতে পারলাম। কিছু না ... সোডিয়াম হাইড্রক্সাইড মেশানো পানি দিয়েছিলাম।

--
প্রতিটি ঘটনার সাথে জড়িত রসায়নের দ্রবণ বিদ্যার কিছু মূলনীতি। একটি বস্তু/দ্রব অন্য দ্রাবকে দ্রবীভূত হবে কি না সেটা দ্রাবকের pH মাণের উপর নির্ভর করে (pH একমাত্র নিয়ামক নয়, তবে বেশ গুরুত্বপূর্ণ একটা নিয়ামক/ফ্যাক্টর)। অর্থাৎ কিছু দ্রব এসিডিয় দ্রবণে সহজে দ্রবীভুত হবে আর কিছু দ্রব ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হবে। ভিনেগার, কোল্ড ড্রিংক্স, লেবু (সাইট্রিক এসিড), দুধ(ল্যাকটিক এসিড) ... সবই এসিডিয় দ্রবণ --- সুতরাং উপরে বর্ণিত শার্টের রং, দাঁতের ময়লা, তেলচর্বি ইত্যাদি পদার্থগুলো এসিডে দ্রবীভূত হয়। আর ঘটনা-৫ এ বলা সেই ময়লাটি এসিডে যায়নি ... তাই ক্ষারীয় দ্রবণে (সোডিয়াম হাইড্রক্সাইড/কস্টিক সোডা/চুনের পানি ইত্যাদি) সেটা দ্রবীভূত হয়েছিল।

প্রতিদিন ঘটা সামান্য এই ঘটনাগুলো কিন্তু আসলে ব্যাপক ............... বুঝতে পেরেছি বলে রসায়ন বিষয়টা এক্ষেত্রে ততটা বোরিং লাগে নাই। ল্যাবরেটরিতে, পানিশোধনে, শিল্পক্ষেত্রে এবং গৃহস্থালির কাজে বুঝে কিংবা না বুঝে অহরহ আমরা এই মূলনীতি প্রয়োগ করছি।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রসায়ন নয়, এগুলা ম্যাজিক চোখ টিপি

ফারুক হাসান এর ছবি

পোষ্ট একদমই বিরক্তিকর হয় নাই। আপনাকে জাঝা

শামীম এর ছবি

যাক বাবা .... বেঁচে গেলেন (বিরক্ত হওয়ার হাত থেকে) ...
হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

হুম............... এইবার তাইলে কিছু জামাকাপড় বাঁচবে ।
নিবিড়

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

এত সহজে আমার চেমিস্ট্রি ভীতি যাবেনা.... হাসি

শামীম এর ছবি

ভয় পাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী .... হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

কথাটা আমিও বিশ্বাস করতাম। তবে এখন একটু ধন্দ লাগে। ক'মাস ধরে মোটা হবার ভয়ে ভীত আছি; অথচ সুস্বাস্থ্যের সীমা পেরিয়ে স্থূল হয়ে যাচ্ছি... ভয়টা কোনো কাজেই আসছে না...

শামীম এর ছবি

হুঁ .... উপকারের সীমা ছাড়ায় গেছে দেখছি। আমিও আগামী সপ্তাহে একটা স্টেপার কিনবো ঠিক করছি ....

আমার শরীরও মাশাল্লাহ্ .. দিনকে দিন বাংলা ছবির নায়িকাদের মত হচ্ছে ... মন খারাপ
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

কনফুসিয়াস এর ছবি

বিরক্ত লাগে নাই, বেশ দরকারী পোস্ট। অনেক ধন্যবাদ।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পান্থ রহমান রেজা এর ছবি

আহ্, রসায়নের কিছু রস জানা গেল।

স্বপ্নাহত এর ছবি

কিন্তু মনের মধ্যে যে ভীতি সেইটা তো গেলোনা মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

শামীম এর ছবি

ভাইরে, ছোটকালে ডরাইতাম সমাজ-বিজ্ঞান/ইতিহাস, ধর্ম। তারপর ক্লাস এইটের পর থেকে ডরাই এই রসায়নকে ....

... তাইতো এত দিন পরও (১৯৯০ এ এস.এস.সি দিছি) রসায়নের সামান্য রহস্য ভেদ করতে পারলে কত আনন্দে পোস্ট দিয়ে ফেলি ....
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি এইসব বুঝি না। আমি মূর্খ...
লন্ড্রী ফেইল মারলে কাপড় বিক্রি করে কটকটি খাইতেই বেশি আরাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শামীম এর ছবি

মাঝে মধ্যে কটকটি ওয়ালা আসার আগে একটু ম্যাকগাইভারি করে দেখতে পারেন ....

.... ছোটকালে বাসায় বকা/মাইর খাওয়ার ভয়ে অনেক ধরণের এক্সপেরিমেন্টের ইচ্ছা গিলে ফেলেতে হয়েছিল .... আমার ছোটভাই অবশ্য একটু বেশি সাহসী ছিল ... মোররা বানাইতে গিয়ে একবার বাড়িতে প্রায় আগুন লাগিয়ে দিয়েছিল। দুপুরের ঐ সময় আম্মা'র ভাত-ঘুমের টাইম ...তাই মাইরের হাত থেকে বেঁচে গেছে, তবে উপরতলার আঙ্কেলকে জানালা দিয়ে ঐ রকম প্রবল ধোঁয়া বের হওয়ার ব্যাখ্যা দিতে খুব বেগ পেতে হয়েছিল আমার।

এখন বড়কালে মাইরের ভয় নাই ... মু হা হা... আর কথায় আছে না - দাগ নেই তো শেখাও নেই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

চ্লমান ভাবনা এর ছবি

আমার ছোট বোনও প্রচুর এক্সপেরিমেন্ট করেছে। প্রথম বিষয় ছিল - চিরুনি আগুনে দিলে ছোট হয় কেন?
বহুদিন বাসায় কোন সাধারন চিরুনি ছিলনা।

ফায়ারফক্স এর ছবি

হে হে হে চিরুনী বিশেষজ্ঞ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।