পথিক কি আসলেই পথ হারাইয়াছিল? নাকি ইহাও তাহার একটি চালবাজী...:-?

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: বিষ্যুদ, ২৫/০৬/২০০৯ - ১:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবশ্য হইলেও হইতে পারে...আজকাল্কার পথিকেরা বড়ই বেশরম, উহারা আজকাল 'তু চীজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত'ও গায়না, 'u're beautyful' কইয়া চেচাইতে চেচাইতে কাপড়জামা খুলিয়া নগ্নগাত্রে পানিতে ঝুব্বুস করিয়া ফাল পাড়ে। প্যান্ট যেইখানে পড়ে আর সেইখান থেকে যা উঁকি দেয় উহা যে সকলেরই আছে আর নতুন করিয়া কারও দেখিবার প্রয়োজন নাই উহা তারা যেন বুঝিয়াও বুঝিতে চায়না... ভয় হয় উহাদের এই নিয়ে ধমকাইলে ঐ ধমকের চোটেই আর নিজের ভারেই জিন্সখানা মাটিতে লুটাইবে। এইসব পথিক পথ হারাইবেনাই বা কেন?...ইহাদের না আছে শুনিবার কান [উহাতে ঢুকানো আইপডের তার কি চোখে পড়ে?] না আছে দেখিবার চোখ [নিকষ কালো, লাল, নীল, গুলাবী বহুবিধ রঙের রোদচশমায় যে চোখ আবৃত।]
দেশ ও জাতির এই ক্রান্তিকালে [ডিজিটাল বাংলাদেশ এই হইল বলে!] উহারা তাই পথ হারায়[ সক্কলের কাছে কি আর জিপিএস থাকে, সকলেইতো আর বাংলালিঙ্ক ব্যাবহারকারী নয়, বা সকলের ফোনেইতো আর নেভিগেটর থাকেনা]।

থাক, উহারা বরং উহাদের পথ খুজিয়া পাওয়া নিয়ে ব্যাতিব্যস্ত থাকুক, আর এইক্ষণে বালিকা তাহার পথ হারাইবার হাজারো সম্ভাবনার কথা বলিতে থাকুক।

যেহেতু বড় হইবার আগেই বালিকার জন্মানোর কথাটা বলিয়া নেওয়া প্রয়োজন, সেহেতু জন্ম হইতেই 'আল্লাহু আকবার' বলিয়া ইশটার্ট মারিলাম...

জন্ম ও জন্ম পরবর্তী ঈশ্বরের রসিকতা...:

৮৫-র নভেম্বরে বালিকা যখন জন্মাইয়াছিল তখন বালিকার গুল্টু গাল্টু চেহারা দেখিয়া যতদূর মনে হয় কেউই তাহার জন্ম পরবর্তী কোনও জটিলতার আশঙ্কা করেনাই। কিন্তু মানুষ যা চায় তা কি কখনও কাহারও পছন্দ হয়? তাই সেই কাহারও অপছন্দের কারনেই আড়াই মাস বয়েসেই বালিকার দেখা দিল শ্বাসতন্ত্রের প্রদাহ জনিত সমস্যার কারনে মারাত্মক শ্বাসকষ্ট। ভয়াবহ শ্বাসকষ্টে পৃথিবী ভরা বাতাসের মাঝেও যখন বালিকা নীল হয়ে যেতে লাগল তখন বাবা-মা হাজার হাজার টাকা দিয়ে শুধুমাত্র একটু বাতাস কিনত বালিকার জন্য, এক পলিথিন ব্যাগ ভরা বাতাস, দুই পলিথিন ব্যাগ ভরা বাতাস...
এরপরে বালিকার মা তার দুর্দান্ত চাকরীটাও ছাড়িয়া দিল। চিকিৎসক আশা দেখাইল একটাই, বছর ১৫ হলে এ রোগ আপনা আপনি সারিয়া যাইবে। বালিকা এখানে পথ হারাইতে পারত, কিন্তু খুব সতর্ক আত্মীয়স্বজনের কারনে সে সঠিক পথে থাকিয়াছে বা থাকিতে বাধ্য হইয়াছে... [আজকাল ডিপ্রেসিভ বালিকার মাঝে মাঝে মনে হয় সেইসময় পথিক পথ হারাইলে ভালই হইত... বেহেশ্তে বসিয়া হুর ও হুরাদের সহিত ফলফ্রুট খাওয়া যাইত!]

যখন বয়েস কিছুমিছু বাড়িতেছে...:

সকলে দেখিল বালিকা হাটিবার আগেই নাচিবার চায়। গান বাজিলে উৎকর্ণ হইয়া থাকে এবং ছোট্ট মাথাটি এদিক ওদিক নাড়াইয়া সুরের সহিত তাল দিবার চেষ্টায় সে সদা ব্যস্ত... বালিকা মায়ের দিকে চৌদ্দগুষ্টি ইহাতে বড়ই আমোদিত হইয়া বালিকাকে নিকটস্থ নাচের ইশকুলে ভর্তি করাইয়া আসিল। দেখা গেল নাচুনে বালিকা পায়ে ঘুঙ্গুর বাধিয়া আবোল তাবোল গানের সহিত ভালই নাচিতেছে। নাচের ইশকুলে তাহার এক জাপানীজ/চাইনীজ বান্ধবীও হইল। মাইয়ার নাম ইউয়ি [উহাকে এই প্রায় ১৮/১৯ বছর পরেও বালিকার মনে পড়ে] । মাশাল্লাহ বড়ই কিউট। বালিকার চার বছর বয়েসের বান্ধবী সে। দুজনের নাচের জুটি হইল মচৎকার। নাচুনে বুড়ি বালিকা যখনই বিবিধ পুরুস্কার এবং আমোদিত দর্শকের মন্তব্যে উৎসাহিত হইয়া ভবিষ্যতের বিখ্যাত নাচুনে বুড়ি হইবার স্বপ্নটার মাত্র বউনি করিল অম্নি উহা 'কাহারও' মনোঃপুত হইলোনা! ব্যস এক চাচাতো নব্য শিবির ভাইয়ের মুখোমুখি পড়িয়া গেল বালিকা একদিন জাতীয় জাদুঘড়ে নাচতে যাইবার সময়ে। তেলেবেগুনে জ্বলিয়া উঠিয়া সেই আল্লাহর বান্দা খিস্তি করিয়া উঠিলেন এই কহিয়া, যে 'দাদা যাহার হাফিজ, তাহার নাতিন যায় দুইন্যার মাইনষের ভরা মজলিসে খেমটা নৃত্য করিতে?'

বালিকার নাচুনে বুড়ি হইবার সাধ আর পূরন হইলোনা। সকল সনদপত্র ছিড়িয়া কুঁচি করিয়া ১০ বছরের অভিমানী বালিকা তাহার ঘুঙ্গুর জোড়া খুলিয়া রাখিল। সেই শেষবার। পরদিন হইতে উহা আর খুঁজিয়া পাওয়া গেলোনা। বালিকা পথ হারাইতে পারতো, কিন্তু হারায়নি... দাঁতে দাঁত চাপিয়া পথেই রইয়াছে...

এরপরে নিরানন্দ বালিকাকে দেয়া হইল ছবি আঁকার ইশকুলে। দেখা গেল ইহাতেও বালিকার সেই রকম উৎসাহ... রঙের সাথে রঙ মিশাইয়া কাগজে লেপ্টাইতে তাহার আগ্রহের সীমা নাই... তাহার শুধু আফসোস একটাই... উহা দেখিবার কেহ নাই... তাহার মা ব্যস্ত সাংসারিক নানা কাজে, বাসাভরা গ্রামের আত্মীয়স্বজন, খিটখিটে নানা, সক্কলকে সামলিয়ে বালিকার গুলাবী রঙের বৃক্ষ আর ম্যাজেন্টা রঙের আকাশ দেখিবার সময় কাহারও নাই... বালিকা কাহাকেও আর বিরক্ত করিলোনা, নিজেই আঁকিতো আর আকডম বাগডম কহিয়া নিজেকেই উহা বুঝাইতো।

বালিকাদের নানাবাসাটা সবসময় গম গম করিত আত্মীয়স্বজনে। এই দেশ হইতে বালিকার মায়ের চাচাতো-মামাতো-খালাতো-ফুপাতো ভাই বোনেরা আসিতেছে, আর হই হই কান্ড-রই রই ব্যাপার ঘটাইতেছে...

এদের একজনের হাতেই একদিন বালিকা আক্রান্ত হইল, হতভম্ব হতচকিত বালিকা কোনওক্রমে নিজেকে ছাড়াইয়া এক দৌড়ে সদরের বাইরে... হায়! কে তাহাকে বুঝাইবে যে ইহা তাহার নিজেরই দোষ নহে? মানসিক বিকৃতি সম্পর্কে অজ্ঞ বারো বছরের বালিকা কাহাকেও কিছু বলিতে পারিলোনা, কিকরে বলিবে? অসফল সেই পশুযে তাহাকে ভয় দেখাইয়াছিল! ...ভীত বালিকা আশ্রয় খুজলো নিজের মাঝেই... ফেলুদা, ব্যোমকেশ, ইকথিয়ান্ডার আর অপুকে সে নিযুক্ত করিল নিজের পাহারাদারের পদে। চারদিকে এই চারজনকে রাখিয়া একেকদিন দুপুরে একেক জায়গায় লুকাইয়া বালিকা নিজেকে রক্ষা করিতে শিখিল... বালিকা হারেনাই... পথও হারায়নাই... নিজেই নিজের পথের সৃষ্টি করিয়াছে... বালিকা মানসিক বিকারগ্রস্থও হইতে পারিত, কিন্তু হয়নাই। নিজেকে বুঝাইয়াছে, এই জগৎটা মিথ্যা, এই মানুষগুলোও আসলে সত্য নহে, এই ঘটনা গুলোও আদতে ঘটেনাই। বালিকার চারপাশের এই গল্পমানবের কল্পজগৎটা উহাকে রক্ষা করিয়াছে বহু বছর... এমনকি এখনও এদের সাহায্যে বালিকা নিজের নতুন পথ তৈরী করিতে পারে...

পথ ও পথিক লইয়া আবার আসিব... উহাদের প্রেম কাহিনি বলিতেতো হইবেই... আপাতত যাইগা!

[দুঃখিত ভাষার তীব্রতাটা কমানোর জন্য আসলে এটা আধা সাধু ভাষার একটা জগাখিচুড়ি, পুরো সাধু ভাষায় লেখার ক্ষমতা নাই... মনের মাঝে নানান চাপান-উতোর ... ভাষার ব্যাবহারে যদি তা একটু মিনিমাইজ হয়... এই আরকি... আবারও দুঃখিত!]

-- দুষ্ট বালিকা


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

বালিকার পথ ভ্রমণ কন্টকাকীর্ণ হইলেও এখনো যে উহা সঠিক পথেই আছে পড়িয়া প্রীত হইলাম। বাকি পথটুকুও কোন কারণ হেতু সুখকর না হইলেও অন্তত নিজের মত হউক সেই শুভ কামনাটুকুও জানাইয়া গেলাম।

অফটপিক: আপনি দেখা যাচ্ছে আমার তিন মাসের বড় দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

দুষ্ট বালিকা এর ছবি

এই বালিকা পথে বিপথে ঘুরাঘুরি করিয়াও এখনও সঠিক পথের দাবী ছাড়েনাই... হাসি

বাহ বাহ...আমার বন্ধু মহলে আমি প্রায় সবার থেকেই ছোট... এখানে বড় হতে পেতে আমি আপ্লুত... চোখ টিপি

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

লেখাটার প্রথম কয়েকটা লাইন পড়তে পড়তে সচলেই পড়া আরেকটা লেখার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। লেখাটার নাম ছিল- " পথিক তুমি কি প্যান্ট হারাইয়াছো ? " সম্ভবত হিমুদার লেখা ছিল সেটা। যাই হোক আপনি আমার চেয়ে কয়েক মাসের ছোট দেখা যাইতেসে। অন্য আরেক লেখায় আপনার বয়স তেইশ শুনে আগেভাগেই বুঝে নিয়েছিলাম যে জন্ম পঁচাশিতে। আর লাইলি-মজনুর কাহিনী পড়ার অপেক্ষায় রইলাম আগামীর পর্বে।
-----------------------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

হিমুদার লেখাটার লিঙ্ক দিতে পারেন?... সচলে খুজাখুজিতে আমি বিশেষ পারদর্শী না, প্রায়ই এক জিনিস খুজতে গিয়ে আরেক জিনিস বের করে বসে থাকি... মন খারাপ

তাহলে কি আপনাকে বাচ্চা ভাই ডাকবো... চোখ টিপি

আশা করি...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

আপনি তো সমবয়সী তাই অতিরিক্ত ভদ্রতা দেখানোর প্রয়োজন দেখিনা। ভাই-টাই ডাকার দরকার নাই। শুধু নাম ধরে ডাকলেই চলবে। লিঙ্কটা পাইলে দিমুনে।
------------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

জ্বী আচ্ছা জনাব... হাসি

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

বিশাল প্রত্নতাত্ত্বিক গবেষণাকার্য সম্পাদন করিয়া আপনার জন্য সেই বিখ্যাত রচনার যোগসূত্র বাহির করিতে সমর্থ হইয়াছি।

পাঠপূর্বক মনোবাঞ্ছা পূর্ণ করিতে চাহিলে এখানে পাইবেন
-----------------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

হাসতেই আছি...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনীক আন্দালিব এর ছবি

এইখানে এসে তোমার একটা লাভ হয়েছে। এরকম লেখাগুলো পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে, আমি জানি, তুমি এই সময়টা মনে রাখবে এবং ধন্যবাদ দিবে। তার আগেই আমি তোমাকে সেটা বলে নিলাম।

যেরকম নির্লিপ্তি দিয়ে বর্ণনা করলে, জীবন ততটা সরল বা নির্লিপ্ত নয় বলেই জানি। সেখানে পাঠকের সহমর্মিতাও খুব পল্‌কা। তাই সেপথে না যাই। রাগ বা ক্ষোভেরও জায়গা নয় এটা, এমন শৈশব আরো অনেকেরই ঘটেছে এই সত্যটাই যা একটু মনের জোর দিতে পারে।
আমি পরের পর্বের আশায় থাকবো এটা না জানলেও তুমি লিখবে, তবুও প্রত্যাশিত উৎসাহ কাজে দেয়, বিধায় বলছি।

দুষ্ট বালিকা এর ছবি

হুমমম... জীবনতো আসলে এইটুকু ঘটনাতে নয় বরং এরকম আরও ঘটনার যোগফল... একটা জিনিসই শিখতে চেষ্টা করেছি আর এখনও করছি তাহল লির্লিপ্ত থাকা... সবকিছুর শেষে মানুষ যেহেতু একা সেহেতু তার একা থাকবার সুবিধার্থে নির্লিপ্ততা অভ্যাসের প্রয়োজন আছে...

অনেক ধন্যবাদ ভাইয়া...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মামুন হক এর ছবি

দুষ্টু বালিকা তো পুরা কাঁপিয়ে দিল রে!
অসাধারণ লেখার ইস্টাইলে সাধারণের চিত্তে আবেগ আর অনুভূতির সহজ সঞ্চার পটিয়সী পথ না হারানো এই বালিকা একদিন পথিকৃতের মর্যাদা পাইবে বলিয়া অনুভব হইতেছে।

দুষ্ট বালিকা এর ছবি

ভাইয়া, এম্নে বইলেন না... গর্তে লুকাইতে মঞ্চায়... অনেক ধন্যবাদ... কষ্ট করে পড়ার জন্য...

ভাল থাকবেন...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বিপ্লব রহমান এর ছবি

বালিকা নিজেকে রক্ষা করিতে শিখিল... বালিকা হারেনাই... পথও হারায়নাই... নিজেই নিজের পথের সৃষ্টি করিয়াছে... বালিকা মানসিক বিকারগ্রস্থও হইতে পারিত, কিন্তু হয়নাই।

চলুক


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ... সবাই হার বরদাশ্ত করতে শিখেনাই... [মাঝে মাঝে অবশ্য মনে হয় হারতেও জানতে হয়... মন খারাপ ]

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বিপ্লব রহমান এর ছবি

ভাষারীতি ও বানান বিভ্রাট স্বত্ত্বেও

-আপনাকে বিপ্লব- চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দুষ্ট বালিকা এর ছবি

স্ক্রীণে তাকিয়ে টাইপ করতে পারিনা... তাই মাঝে মাঝে ভুল হয়েই যায়... লেখা শেষে আবার পড়ে দেখার অভ্যাসটা এখনও হয়ে উঠেনি...

ধন্যবাদ... ভাল থাকবেন...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফ তাহসিন এর ছবি

বালিকার দেখি আমার রোগ আছে, টাইপো সমুদ্রে ডুবুডুবু, তবে আমার চেয়ে অনেক ভালো অবস্থা, আমার তো যে কোন প্যারাতে বানান ধরতে গেলে তার বানান জ্ঞান বিভ্রান্ত হয়ে যাবে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা... এখন ডুবে না গেলেই হয়... হাসি

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বিপ্লব রহমান এর ছবি

প্রতি ধন্যবাদ। ভালো থাকার একই শুভকামনা আপনার জন্যও রইলো।

এখন বলুন তো আপু, -আপনাকে বিপ্লব- কথাটির অর্থ কী? চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দুষ্ট বালিকা এর ছবি

আপনাকে আবারও ধন্যবাদ...

এবারে ডরাইসি আমি... এর মানে জিজ্ঞেস করতে গিয়ে যা শুনলাম তার প্রেক্ষিতে বলতে পারি [যদি এর উদ্দেশ্য আমি হই তবে], কেন লজ্জা দিচ্ছেন... :|

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

ছবি আঁকা, গান কিছুই শিখিনি বলে খুবই আফসোস হয়। মন খারাপ
দুষ্টু বালিকা বই পড়ে পড়ে বিরাট আঁতেল হয়ে গেছে দেখা যাচ্ছে। চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

বালিকার কথা বলার জন্যেওতো কাউকে লাগবে, তাইনা? ... চোখ টিপি

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সিরাত এর ছবি

আপনে ফরম্যাটিংটা একটু খিয়াল কইরা, নাইলে দিশা হারায় ফেলি। হাসি

দুষ্ট বালিকা এর ছবি

ভাইয়া, একটু সাহায্য করবেন কি?... সমস্যাগুলো একটু দেখিয়ে দিলে এই নাদানের সুবিধা হয়...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফ তাহসিন এর ছবি

আমার কাছে তো ঠিকই মনে হইল ফরম্যাটিং, যেমন আছে তেমনই ভালো লাগল

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সিরাত এর ছবি

মূলত অনুচ্ছেদ সাজানো নিয়ে; কিছু অনুচ্ছেদের পর লাইনবিরতই আছে, কিছু অনুচ্ছেদের পর নেই। সবগুলোতে সমান লাইনবিরতি থাকলে পড়তে সুবিধা হয়।

চালিয়ে যান। জমাচ্ছেন তো দারুন! হাসি

দুষ্ট বালিকা এর ছবি

হুমমম... তাহলে পোস্টের আগে একবার পড়ে দেখতে হবেই... ধন্যবাদ...

চেষ্টা চলবে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নিবিড় এর ছবি

হতাশাবাদী মানুষ দেখলেই কেন জানি গা জ্বলে তাই বালিকা পথা না হারানোর জন্য তাকে চলুক

লেখার ফরম্যাটিং টা আরেকটু নজর দিয়ে করলে আমাদের পড়তে বেশ আরাম লাগত হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

দুষ্ট বালিকা এর ছবি

এখনও ধোকায় আছেন তাহলে... চোখ টিপি আমি চরম হতাশা বাদী মানুষ... হাসি ঠাট্টার আড়ালে থাকি বলে হতাশাগুলো দেখা যায়না... হাসি

সাহায্য করবেন ফরম্যাটের সমস্যাটা বুঝতে?

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুবিনয় মুস্তফী এর ছবি

পড়তে ভালো লাগছিলো, কিন্তু শেষের দিকে এসে অসাধারণ হয়ে উঠলো। চালিয়ে যান।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

দুষ্ট বালিকা এর ছবি

অনেক ধন্যবাদ... চেষ্টা থাকবে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

পান্থ রহমান রেজা এর ছবি

(মানিক)

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ...

ভাল থাকুন...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নীড় সন্ধানী এর ছবি

আপনার গত লেখা থেকেই আমি পড়া শুরু করেছি এবং অনিবার্যভাবে আপনার ঝরঝরে লেখার ভক্ত হয়ে গেছি। খুব ভাল লেখেন আপনি। হাসি

এবার একটু সমালোচনায় যাই। ‍‌আপনি ঝরঝরে লেখেন। কিন্তু এই লেখার শুরুতে পাঠক একটু পথ হারাবে। কারনটা প্রথম প্যারা। বুঝিনি কিছুই। মন খারাপ

তবে দ্বিতীয় প্যারা থেকেই পাঠক দিশা পেতে শুরু করবে, তারপর, ৩য় ৪র্থ ৫ম .....শেষ প্যারা পর্যন্ত না এসে পাঠক থামতে পারবে না। শেষ প্যারায় এসে থমকাবে, ব্যথিত হবে এবং পরবর্তী অধ্যায় পড়ার জন্য উন্মুখ থাকবে। আপনি পাঠকের মন জয় করতে পেরেছেন। হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

দুষ্ট বালিকা এর ছবি

অনেক ধন্যবাদ...

আসলে প্রথম প্যারাটা নামের পর পর পড়লে বুঝা যেবে কিছু একটা [আজকালকার ছেলেমেয়েরা {পথিক} যে কোন পথে যাইতেছে, উহা এইসব জ্ঞ্যাঙ্গর্ভ কথা নিয়ে আব্জাব!]

ভাল লাগল... চেষ্টা চলবে ...

ভাল থাকবেন...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তীরন্দাজ এর ছবি

বালিকা পথ না হারাইয়া যে চিন্তাশীল এক মানুষে পরিণত হইয়াছে, এই পরিণত লেখাখানি ইহারই প্রমাণ। আমার খুব ভালো লাগিল লেখাখানি পড়িতে পারিয়া। জীবন সুখের হউক!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দুষ্ট বালিকা এর ছবি

তীর ভাই, অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য...

আশা তো সেটাই সকলের, তাইনা?

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

লীন এর ছবি

উহুহুহু...
আপু তো সুপারহিট খাইয়া যাইতেছো।
এতো ভালো লেখা ক্যামনে আসে?

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

দুষ্ট বালিকা এর ছবি

মাইর কখাইতে চাস? রবিবারে তোর ক্লাস কতক্ষণ?

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

লীন এর ছবি

রবিবারে আমার কেলাস নাই, শুধুই পরীক্ষা।
রবি থেকে বুধ এই চাইরদিনে আমার ছয়টা পরীক্ষা। মইরা যাইতে মঞ্চায়।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

ভূঁতের বাচ্চা এর ছবি

নাউযুবিল্লাহ, আমি তো মনে করসিলাম তোমাগো ছুটি চলতাসে এখন।
-------------------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

ছুটি না ভাবলেও, এইরোম পরীক্ষার কথা ঝান্তাম না... মন খারাপ

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

বুলেটরা তো পরীক্ষা দিতে দিতেই শহীদ হয়া গেল। এইটা আবার নতুন কি !
------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

তবে আমরাও এই খাতে কম শ্রম ব্যয় করিনা... :|

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

ধুরো ছাতা... ভাবসিলাম যাব তোদের বিশ্রী জায়গাটায়... দিলিতো প্ল্যানটার ১২টা বাজায়... মন খারাপ

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

ঠিকই তো, তার চাইতে আপনাগো ক্যাম্পাস কত্তো সোন্দর।
---------------------------------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

তা বটে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দুষ্ট বালিকা এর ছবি

চেষ্টা চলবে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

পারভেজ আহমেদ এর ছবি

"ফেলুদা, ব্যোমকেশ, ইকথিয়ান্ডার আর অপুকে সে নিযুক্ত করিল নিজের পাহারাদারের পদে। চারদিকে এই চারজনকে রাখিয়া একেকদিন দুপুরে একেক জায়গায় লুকাইয়া বালিকা নিজেকে রক্ষা করিতে শিখিল... বালিকা হারেনাই... পথও হারায়নাই... নিজেই নিজের পথের সৃষ্টি করিয়াছে..." ... ... ... নভেম্বরে জন্ম এই বালিকা যদি বৃশ্চিক রাশি হইয়া থাকে (সামান্য এস্ট্রোলজিকাল পড়াশোনা আছে আর কি), তাহা হইলে বৃশ্চিক রাশিকর্তৃক প্রাপ্ত (ধনু রাশির ছোঁয়া থাকলে তো কথাই নেই) ও নিজস্ব গুণাবলী সম্পন্ন এই বালিকা এত সহজে পথ ছাড়িবে না, হারিবে না, হারাইবেও না । যারা তাহাকে পথহারা করিতে চায়, বোধ করি তাহাদেরও উপযুক্ত পথ দেখাইতে কিঞ্চিত দ্বিধাও করিবে না (এটা বুঝতে আবার রাশি জানার দরকার নেই, লেখার ধার দেখেই বুঝেছি)। এমনকি ঈশ্বরের রসিকতার সমুচিত উত্তর প্রদানেও কার্পণ্য করিবে না, যদিও ঈশ্বর নিজে রসিকতা করিতে পছন্দ করেন কিন্তু কারো রসিকতায় পড়িতে পছন্দ করেন না (বলা হয় ঈশ্বরকে যদি কোন রাশিতে ফেলা যায় সেটা হচ্ছে বৃশ্চিক রাশি)।

দুষ্ট বালিকা এর ছবি

নভেম্বরের প্রথম দিকে জন্মাইবার কারনে আমি বলা যায় পিওর বৃশ্চিক... পথ অনেককেই এই পর্যন্ত দেখানো হইয়াছে, এই ঘটনা সবিস্তারে বর্ণনা করা হইবেক...

আর ঈশ্বরের সাথে বন্ধুত্ব করিয়া নিয়াছি, উনি আমার প্রধান সাহায্যকারী, বিপদে আপদে আমি উনাকেই প্রথমে ফোনাই...

অনেক ধন্যবাদ... ভাল থাকবেন...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

নভেম্বরের প্রথম দিকে জন্মাইবার কারনে আমি বলা যায় পিওর বৃশ্চিক... পথ অনেককেই এই পর্যন্ত দেখানো হইয়াছে, এই ঘটনা সবিস্তারে বর্ণনা করা হইবেক...

আর ঈশ্বরের সাথে বন্ধুত্ব করিয়া নিয়াছি, উনি আমার প্রধান সাহায্যকারী, বিপদে আপদে আমি উনাকেই প্রথমে ফোনাই...

অনেক ধন্যবাদ... ভাল থাকবেন...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফ তাহসিন এর ছবি

প্রথম প্যারা পরে মনে হল, গত সপ্তাহের সচলের সারমর্ম পরতেছি চোখ টিপি গড়াগড়ি দিয়া হাসি

বালিকা তো দেখি নামেই বালিকা, লেখায় তো পুরাই নাচুনি বুড়ি থুক্কু ছুড়ি ঘাড়ে বুড়ি চোখ টিপি । এই রকম ফাটাফাটি লেখা দিলে আমরা আর কষ্ট করিয়া লেখালেখি করিব না, খামাখা আবজাব লেখার চেয়ে এরকম লেখা ১০ বার পড়া ভালো। লেখায় উত্তম জাঝা!, তারা দিতে পারি না, কি করব মন খারাপ , তাই মুখে মুখে ১০ লক্ষ তারা দিলাম।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দুষ্ট বালিকা এর ছবি

প্রথম প্যারার প্রথম লাইন আসলে নামের পর পর পড়তে হবে... নাহলে কন্টিনিউটি থাকবেনা...
তারার জন্য হাজার লক্ষ ধন্যবাদ... কিন্তু আব্জাবের এই প্রতিক্রিয়া সত্যি আশাতীত...

অনেক অনেক অনেক ধন্যবাদ...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

প্রথম প্যারার প্রথম লাইন আসলে নামের পর পর পড়তে হবে... নাহলে কন্টিনিউটি থাকবেনা...
তারার জন্য হাজার লক্ষ ধন্যবাদ... কিন্তু আব্জাবের এই প্রতিক্রিয়া সত্যি আশাতীত...

অনেক অনেক অনেক ধন্যবাদ...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিকেত এর ছবি

মন্ত্র-মুগ্ধের মত পড়লাম---
পরবর্ত্তী পর্বের অপেক্ষায় রইলাম---

ভালো থেকো, সবসময়

দুষ্ট বালিকা এর ছবি

অনেক অনেক অনেক ধন্যবাদ...

আপনিও ভাল থাকুন সবসময়...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভুতুম এর ছবি

প্রথম কথা, আপনার আমার জন্ম একই বছরের একই মাসে। দেঁতো হাসি

দ্বিতীয় কথা, আপনার লেখার হাত ভালো।

তৃতীয় কথা, সবচেয়ে বেশি ভালো লাগলো আপনার মানসিক শক্তিটা দেখে। সুন্দর হোক আপনার জীবন, সত্যি সত্যি এই প্রার্থনা করছি।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

দুষ্ট বালিকা এর ছবি

আরে কি সর্বনাশ... বিচ্ছুদের আমি ভালা পাই... হাসি

... ধন্যবাদ [আমি মহান আবজাব লেখক! ;)]

অনেক ধন্যবাদ আবারও... আমিও চাই আপনার প্রার্থনা পূরন হোক...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ইশতিয়াক রউফ এর ছবি

ফুরুৎ টাইপ লেখা। এরপর কী হলো? পাঠক ধরে রাখার মত গতিশীল লেখাগুলো। তবে, এখন তো আর বালিকা নেই আপনি। এবার থেকে কিন্তু রিভাইজ না দিয়ে লেখা ছাড়া যাবে না। বয়স্ক (২৩ বছরের বুড়িরাও দেখি আমার চেয়ে ছোট। কপাল!) লোকজনের চোখের আরাম হয় তাহলে।

আমিও অপেক্ষায় থাকলাম মজনুর গল্পের। হাসি

দুষ্ট বালিকা এর ছবি

ছোটদের তাহলে আপনি বলা বাদ দিতে হবে... রিভাইজ দিব অবশ্যই... এডিটযে করা যাবেনা তা ছাই আর কে জানত... মজনুর না পরেরবার ভূতের গল্প শোনাবো...

অটঃ আপনি কি ইফতেখার ইনান নামে কাউকে চিনেন?

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুমন সুপান্থ এর ছবি

জিজ্ঞেস করেছিলেন ইফতি কে, আর আমি কেনই বা জবাব দিচ্ছি- ভেবে পাচ্ছি না । কারণ বোধকরি এই , আমি যাকে চিনি সেই ইফতেখার ইনান যদি হয় , তার অনেক কিছুই মনে হয় আমি জানি । অনেকটাই চিনি তারে ।
আলোকচিত্রী,কবি, লাজুক একটা ভালো ছেলে। ব্রম্মপুত্রের হাওয়া মেখে এই মেগাসিটিতেও যে সমান আবেগী।

এনিওয়ে, আপনার লেখাটা প্রাণস্পর্শী, বালিকা ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

দুষ্ট বালিকা এর ছবি

অনেক ধন্যবাদ ভাইয়া... ইনান ভাইয়াকে জাবি থেকে চিনি... যিনি আপনার পরিচিত উনি কি জাবি থেকে বিবিএ করেছেন?

ভাল থাকবেন সবসময়...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুমন সুপান্থ এর ছবি

হুম, মনে হচ্ছে একই ইনানকেই জানি আমরা দু'জন । সে জাবি থেকেই বেরিয়েছে । এই সচলায়তনের খবরও আমি দিয়েছিলাম ইনান কে । লিখতেও বলেছিলাম । ও কি আপনার বন্ধু ?

আপনিও ভালো থাকুন ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

দুষ্ট বালিকা এর ছবি

হুমমম... আমি আসলে ইনান ভাইয়ার দুবছরের জুনিয়র বিবিএতে... ভাইয়া আমার খুব প্রিয় বড়ভাইয়া... [দুনিয়া দেখি খুবই ছোট্ট আর বেজায় গোল... চিন্তিত ]

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

আপনি কি জাবির? কততম ব্যাচ?
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

হুমমম... ৩৪তম... আপনি কি জাবির?

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

আমি ৩২ তম...ইংরেজি...
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

আরে সর্বনাশ, আপনি টনি ভাইয়াদের ব্যাচ?... খাইছে আমার বান্ধবীদেরকেও আপনার চেনার কথা, তারা বেশ কালারফুল ক্যারেকটার, গোপা কে চিনেন কি? আর সানিয়াত স্যার আমার খুব প্রিয় স্যার...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

হেঃ হেঃ আমি এদের কাউরেই চিনি না খাইছে...আমি ছিলাম ২০০৩ এর অগাস্ট থেকে ২০০৪ এর মে পর্যন্ত (ফার্স্ট ইয়ার)...যখন ফার্স্ট ইয়ার ফাইনাল সন্নিকটে, সবাই হুমড়ি খেয়ে পড়তেসে, আমি তখন আম্রিকায় উড়াল দিসি দেঁতো হাসি...থাকলে নির্ঘাত ফেল করতাম খাইছে

টনি ভাইটা কে? অন্য কোন নাম আছে ভাই সাহেবের?

আপনি কোন ডিপার্টমেন্ট?
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা... কাজটা ভালই করেছেন।

জানিনারে ভাই... তবে এই ভাইয়ার পিছনে মেয়েদের লাইন ছিল সাংঘাতিক [নেহাত আমি তখন একলা ছিলাম না... নাহলে কেজানে... :P]

আমি বিবিএ, জাবির সবচেয়ে পেইনফুল সাব্জেক্টে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

দাঁড়ান আপনার টনি ভাইরে খুঁজে বের করতেসি।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

করেন করেন, চোখ টিপি কি আছে জীবনে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

টনি ৩১ তম ব্যাচের...
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

উপ্স! গলতিসে মিস্টেক হইয়া গেসে... ইয়ে, মানে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলুক

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ... হাসি

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ধুসর গোধূলি এর ছবি

- [ব্যোমকেশের ১৩ (চিড়িয়াখানা), ১৪ (আদিম রিপু) এবং ৩০ (সজারুর কাঁটা) নাম্বার গল্পগুলো আপনার জিম্মায় থাকলে খালাস করে দিয়েন তো। এই অধম ঐ কয়টা খণ্ড খুঁজে পেতে যারপরনাই কসরত করে যাচ্ছে।]

আপনার লেখাগুলো খুবই প্রাণদীপ্ত লাগে। এমনটা ধরে রাখা সোজা ব্যাপার না। আপনাকে অনুরোধ করবো, সামনে যখন যা-ই আসুক, যে পরিস্থিতির সামনেই পড়েন না কেনো, এই দীপ্তিটুকু ধরে রাইখেন যেনো!

শেষের প্যারাটা নিয়ে কী জানি বলতে চেয়েছিলাম। বলি বলি করেও বলা হলো না। থাকুক, এরকম পাষণ্ড, বর্বর অধ্যায়গুলো না হয় আমরা আলাপের বাইরেই রাখি এ যাত্রা। কতো শতো বিষয়ই তো আছে ফেইদ্যা প্যাচাল পারার, আমরা, সচলেরা নাহয় সেগুলো নিয়েই এখানে আবঝাব আড্ডাবাজী করে যাবো, না কী বলেন! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দুষ্ট বালিকা এর ছবি

হুমমম...বুঝলাম...

গল্পগুলোর সফট কপি পাওয়া যাবে বোধহয় doridro.com এ... আমি একবার বেশ কিছু ব্যোমকেশ দেখেছিলাম কোনও একটা সাইটে... ঠিক মনে পড়ছেনা... জেনে আপনাকে জানাবো...

ভাল থাকবেন... [চিড়িয়াখানা গল্পটা নিয়ে তো সত্যজিত 'চিড়িয়াখানা' সিনেমাটা বানিয়েছিলেন... দেখেছেন সিনেমাটা?]

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

জিম্মায় আছে... আমি এগুলোর ই-বুকও দেখেছিলাম কোনও একটা সাইটে... খুজে পেলে লিঙ্ক দিয়ে দিব...

ধন্যবাদ... চেষ্টা করব...

হুমমম...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

এই লিঙ্কে কিছু ব্যোমকেশ আছে, আপনার চাওয়া সবগুলো নাই...তবুও দিলাম...

http://free.com.bd/books/books-list-by-writer.php?writer=Sharadindu%20Benarjee

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রানা মেহের এর ছবি

ভালো লাগলো
ভালো থাকবেন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দুষ্ট বালিকা এর ছবি

অনেক ধন্যবাদ

আপনিও...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

হা...হা...হা....
না হাসিয়া পাড়িলাম না...
ও খোদা! দুনিয়ার সকল নারী জীবনের অভ্যন্তরীন কাহিনী এক...!!!
শুধু এটুকু জানি...আপনার জীবন আমার যাপন করা হয়ে গেছে...
সামনের দিন গুলো সুন্দর হোক

( জয়িতা )

দুষ্ট বালিকা এর ছবি

অনেকক্ষেত্রেই এক... ঐটুকু জীবনতো আমিও পার করেই এসেছি...

অনেক ধন্যবাদ... আপনারও...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রেনেট এর ছবি

মন্তব্য করা না হলেও পড়ছি নিয়মিত। ভালো লিখেন আপনি।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুষ্ট বালিকা এর ছবি

-অনেক ধন্যবাদ... ভাল থাকুন...

-------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মামুন হক এর ছবি

কী রে দুষ্টু বালিকা তোমার দুষ্টুমী কি থেমে গেল? পরের লেখা কই?

দুষ্ট বালিকা এর ছবি

লেখা হয়েছে, কিন্তু দিতে ভয় লাগে... মানুষজনের প্রতিভা দেখে আমি বড়ই হতাশ! ইয়ে, মানে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

লেখা হয়েছে ঠিকই, কিন্তু ভয়ে দিচ্ছিনা... চারপাশের মানুষজনের প্রতিভা দেখে আমি হতাশ!... ইয়ে, মানে... মন খারাপ

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মামুন হক এর ছবি

মজাক কর নাকি লাইলী বেগম? জলদি লেখা দাও , অপেক্ষায় আছি। পিলিজ আপু না ভালু হাসি

দুষ্ট বালিকা এর ছবি

আজকেই দিব... হাসি পথ ও পথিকের কচকচানী না... বালিকাসুলভ আজাইরা আব্জাব... ইনশাল্লাহ... নামাজ পড়ে এসেই পোস্ট দিচ্ছি...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রণদীপম বসু এর ছবি

বালিকা পথ না হারাইলেও লেখালেখিতে অনেককেই হারাইয়া দিতে পারিবে, যদি ভাষার অতি-অস্থিরতা কিঞ্চিৎ কমাইয়া দেয়।
মন্তব্যে কষ্ট না পেলে সুন্দর লেখার জন্য অভিনন্দন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দুষ্ট বালিকা এর ছবি

চেষ্টা করছি ভাইয়া, সবাইতো সবকিছু পারেনা... লেখালেখিতে আমি নিতান্তই শিশু, শ্লেটে চকে ঘষাঘষিতেই দিন কাবার, আশা করি কোনও একদিন নির্ভুল সাহিত্যকর্মও করতে পারব...

কষ্ট কেন পাব? আমার ব্লগরব্লগর পড়েছেন বলে আপনাকেইতো ধন্যবাদ দিতে হবে আমার। আর মন্তব্যের জন্যেও ধন্যবাদ...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

জুম্ম [অতিথি] এর ছবি

কমেন্টগুলো পইড়া আইতে আইতে দেখি খালি জাবি..জাবি...জাবি..জাবি......উফ পালাই, কুনো ঢাবি নাই....................। যাইহোক আপনি এখন সবার মন দখল কইরা নিতেছেন (আমি কিন্তু য়ুনিভার্সিটির মতো হল দখল কয়তাছিনা)।

নিবিড় এর ছবি

কে বলছে ঢাবি নাই এইতো আমি আছি দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

দুষ্ট বালিকা এর ছবি

আমরা কি কুনু দুষ করসি? মন খারাপ

--------------------
কালো যদি মন্দ তবে
কেশ পাকিলে কান্দ কেনে?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতন্দ্র প্রহরী এর ছবি

বালিকার এই লেখাটা দুর্দান্ত লাগল! খুবই! চলুক

মন্তব্যের সেঞ্চুরি পুরা করলাম দেঁতো হাসি

দুষ্ট বালিকা এর ছবি

অনেক ধন্যবাদ ভাইয়া...

[সেঞ্চুরী...ইয়ে এ এ এ এ এ... দেঁতো হাসি ;)]

--------------------
কালো যদি মন্দ তবে
কেশ পাকিলে কান্দ কেনে?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

অভিনন্দন ! অভিনন্দন !

-------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

তোর কপালে মাইর... দেঁতো হাসি

---------------------
নামে কি'বা আসে যায়...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আনন্দ [অতিথি] এর ছবি

বালিকা তুমি বিধ্বংসী। প্রেমে পড়িয়া গেলাম। তোমার লেখার... খাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।