নিশিকাব্য এবং...

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: মঙ্গল, ২৮/১২/২০১০ - ১১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝেই উদ্ভট উদ্ভট সময়ে নানারকম অদ্ভুত কথা লিখি। কখনও খাতার পাতায়, কখনও নোটপ্যাডে, কখনও বা খোমাখাতার পাতায়! সচলায়তনে লগিন করা হয়ে উঠেনা আলসেমীর কারণে, তাই বাঁচোয়া, নাহলে সেইসব উদ্ভুট্টি আব্জাবে আমার ব্লগবাড়ি ভেসে যেত কবেই! তবে শেষরক্ষা হলোনা। আজকে লগিন করা হয়েই গেলো! কে জানে, পরীক্ষার পূর্বরাত্রি বলেই হয়তো! হাসি


রাত জাগার বিশ্রী অভ্যাস আমার আছে।
পুরো রাত হাঁটুর মধ্যে মাথা গুজে
অথবা
বারান্দায় লোহার শিকের ফাঁকে গলে
মেঝেতে নেমে আসা চাঁদের আলো দেখে
পার করে দেই প্রায়ই।

মাঝে মাঝে হেঁটে বেড়াই,
আমার ঘর, পুরো বাসা,
পরিক্রমা করি তীর্থযাত্রীর মতো!
রকিং চেয়ারে বসে দোল খাই,
গুনগুন করি রবিবুড়োর গান।

নিজের মাঝে ডুব দেইনা কখনই
সেখানে যে এক বাও মেলে,
দো বাও মেলেনা!

খুব কম আওয়াজে গান শুনি
ফ্লয়েডের গোলাপি আলোয় ঘর ভেসে যায়,
শুধু দুঃস্বপ্নেরা যদি ফ্লয়েড শুনতো!

কোনও একদিন আমি ঠিক ঘুমাবো
দরজার ওপাশে যখন থাকবেনা
কোনও অদৃশ্য আততায়ী,
দুরাচার স্বপ্নেরা যেদিন হার মানবে।
খুব ঘুমাবো আমি সেদিন

সানন্দে!


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

বাহ! হাসি

অ.ট. কবিতার ইতিহাস লেখা হয়না বলে আমিও বিখ্যাত হবার সুযোগ পাইনা চোখ টিপি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দুষ্ট বালিকা এর ছবি

আচ্ছা যাও! আমিও ইতিহাস বল্লাম্না আর! খাইছে তবে ছবিটা আঁকার সময় কিন্তু আমি কারও সাথে কথা বলছিলাম্না! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতন্দ্র প্রহরী এর ছবি

দুষ্টুমি বাদ দিয়ে যাও পড়তে বসো। তারপর ঘুমাও। শান্তির ঘুম... হাসি

দুষ্ট বালিকা এর ছবি

আর পড়া, আর ঘুম, আর জেবন! এখনও দ্বিতীয় চ্যাপ্টার এ! আর খানিক বাদে পরীক্ষা, আগে পয়েন্ট লিখে চাপাবাজী করতাম, আজতো লিখার মতো পয়েন্টও নাই! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

বাহ! অনেকদিন পর লেখা।
ভাল লাগল।

দুষ্ট বালিকা এর ছবি

তিতা ওষুধের ডোজ অনেকদিন পর পর দেয়াই ভালো! নইলে পেটে সইহ্য হপে না! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

হিরামন [অতিথি] এর ছবি

আমার খালি একটা রকিং চেয়ার নেই।
আপনার কবিতার বাকী সব আমার আছে!

দুষ্ট বালিকা এর ছবি

খবরদার আমার রকিং চেয়ারটার দিকে আপনার কালো হাত বাড়াবেন না যেন! ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

মাঝে মাঝে হঠাৎ কারো জেগে থাকা লাগে অন্যদের দুঃস্বপ্ন বিহীন ঘুম নিশ্চিত করতে...

খুব কম আওয়াজে গান শুনি
ফ্লয়েডের গোলাপি আলোয় ঘর ভেসে যায়,
শুধু দুঃস্বপ্নেরা যদি ফ্লয়েড শুনতো!
এই লাইনগুলো সবচেয়ে ভালো লেগেছে। ক'দিন ধরেই ভাবছি আমার সিগনেচারটা বদলে দেব... লগ ইন করার সময় পাই না তো! ফ্লয়েডীয় তত্ত্বের শরণাপন্ন হবার মতো high হয়ে নাই...।
অবশ, কিন্তু comfortably না... হাসি

এটা তোমার জন্যে -
সবুজ মেয়ের চিরসবুজ মনের জন্যে, চিরহরিৎ হৃদয় ঐশ্বর্যের রাজকন্যে হয়ে চিরকাল সবাইকে সজীব করে দিতে থাকতে পারার প্রেরণার জন্যে...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

তোমার এতো সুন্দর মন্তব্যটা পড়ে কোথায় আমি আনন্দিত হবো তা না আমার মনটা গেলো আরও খারাপ হয়ে! মন খারাপ এই তোমাদের মতো আপুগুলার জন্যেই আমি পালায় যাইতে পারিনা! বৃষ্টিপু দুইবার করে জিগায় জ্বর কমসে কিনা, মনিপু জ্বরের জন্যে বকা দিয়ে ঘুমাতে বলে, ইনুপি বকা দিয়ে বলে না ঘুমালে বাথ্রুমে দরজা বন্ধ করে রাখবে! এই তোমাদের মতো আপুগুলার জন্যে একটু মনমতো দুষ্টামীই করতে পারিনা! মন খারাপ >দেঁতো হাসি<

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিকেত এর ছবি

কী মায়াভরা লেখা রে---
তোর লেখা সব সময়েই খুব আন্তরিক, ভীষন স্বনিষ্ঠ
আজকের এই লেখায় বাড়তি পাওনা পিঙ্ক ফ্লয়েডের 'টাইম'

অনেক অনেক শুভাশীষ রইল

দুষ্ট বালিকা এর ছবি

তোমার আদরভরা মন্তব্যের আড়ালে হারায় যায় মন! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

কি সহজ সুন্দর কথা, একেবারে মনের ভেতরটাকে আয়নায় দেখার মত...দারুন। অভাগা বোধহয় ভক্ত হয়ে গেল।।
মাহফুজ খান

দুষ্ট বালিকা এর ছবি

আহারে! তাহলে আপনি আসলেই অভাগা! সার্টিফায়েড! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ফাহিম হাসান এর ছবি

ভাল লাগল। লেখা আর গান - দুটোই।

দুষ্ট বালিকা এর ছবি

আর ছবি? ছবি?? ছবি???

আরে মিয়া, তুমি রিনির বন্ধু ফাহিম! বাহ বাহ! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাসনীম এর ছবি

খুব কম আওয়াজে গান শুনি
ফ্লয়েডের গোলাপি আলোয় ঘর ভেসে যায়,
শুধু দুঃস্বপ্নেরা যদি ফ্লয়েড শুনতো!

চলুক

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দুষ্ট বালিকা এর ছবি

হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বইখাতা এর ছবি

বালিকার পরীক্ষা ভাল হয়েছে তো? হাসি

দুষ্ট বালিকা এর ছবি

নাগো বইখাতাপু! মন খারাপ প্রেপ ভালো ছিলোনা জ্বরের কারণে! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

ভাল্লাগসে খুব খুব খুব।।

দুষ্ট বালিকা এর ছবি

ধইন্যবাদ! (আপ্নে কে? কে?)

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নীলকান্ত এর ছবি

রাত জাগা বিশ্রী অভ্যাস কেনু?


আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি


অলস সময়

দুষ্ট বালিকা এর ছবি

ইশ! দারোয়ান হবার অফার পেয়ে গেলি নাকি?

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুরঞ্জনা এর ছবি

ওরে!! তোমারেও তবে দেখি ধরিয়াছে ও রোগে!! অ্যাঁ
মহিলা কবি, আবার আঁকে ভাল ছবি হাসি

তবে এই সব পরীক্ষার আগের দিন ফাঁকিবাজি আমি মোটেও পছন্দ করতে পারছি না। হুহ। [হতাশ ইমো]

............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

দুষ্ট বালিকা এর ছবি

লিস্টি দিবো আজকাল তুমি পরীক্ষার আগের রাতে কী কী করো তার? আসছে আমাকে বক্তে! বপ! :|

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অদ্রোহ এর ছবি

আপাতত গোলাপি জাদুকরদের মাঝে বুঁদ আছি, আপনার লেখা পরে সময় করে পড়ে নেব খন চোখ টিপি

--------------------------------------------

আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

দুষ্ট বালিকা এর ছবি

না পড়লে মন্দ হবেনা কিন্তু জাদুকরকে সময় দিতে ভুল্বেন না যেন! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রাতঃস্মরণীয় এর ছবি

খুব ভালো লাগলো দুষ্ট আপু। আমিও এক নিশাচর কিন্তু সকালে টাইম মতো অফিসে ঢুকতে হয়। তাই উইকএন্ডেই আসল নিশাচর হয়ে যাই। আমার বান্ধবী পারভিন সুলতানা হুদাকে বলেছিলাম যে মামা আমারে তোমার অফিসের নাইটগার্ডের চাকরি দাও; তাইলে জেনুইন নিশাচর হতে পারি। পারভিন মামা বলে যে তাইলে তোমারে গার্ড দিয়ে রাখার জন্যে আবার আলাদা নাইটগার্ড রাখতে হবে।

আপনি আসলেই খুব ভালো লেখেন। মনের একদম ভিতর থেকে টান মেরে কথাগুলো বের করে নিয়ে আসেন।

======================================
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দুষ্ট বালিকা এর ছবি

আমি বেশী পদের দারোয়ান হইতারবোনা! বেশীরভাগ সময়েই আব্জাব চিন্তার মইদ্যে থাকি, এট্টু মাথাপাগল আছি মুনয়! ইয়ে, মানে...

ভালো লেখার কথা শুনে এবার সত্যি ভয় পেলাম! কন কী এইসব? ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শাহেনশাহ সিমন এর ছবি

ছবি ভালোইসে। হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দুষ্ট বালিকা এর ছবি

আচ্ছা! হাসি

-----------------------------------------------------------------------------------
হাসির উপরে দুইন্যাতে কিছু আছে? আজ সারারাত হাসবো, অনেকদিন হাসা হয়না। এই আমি শুরু করলাম... "হাহাহাহোহোহোহিহিহি!" এক্কেবারে বইয়ের ভাষায় ব্যাকরণ মেনে হাসবো! সত্যি বলছি, দেখে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কৌস্তুভ এর ছবি

আপনার জন্যে অদৃশ্য আততায়ী অপেক্ষায় থাকতে যাবে কেন, বালাই ষাট! কয়েকখান লুল্পুরুষ থাকার সম্ভাবনাই বরং বেশি... খাইছে

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা!

-----------------------------------------------------------------------------------
হাসির উপরে দুইন্যাতে কিছু আছে? আজ সারারাত হাসবো, অনেকদিন হাসা হয়না। এই আমি শুরু করলাম... "হাহাহাহোহোহোহিহিহি!" এক্কেবারে বইয়ের ভাষায় ব্যাকরণ মেনে হাসবো! সত্যি বলছি, দেখে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

শুরুতে কাব্য মনে করে এগুতে থাকলাম, পরে দেখি কবিতা। তবে কবিতাটা ভালো লেগেছে।
অন্য রাত চান তো জাগুন, পরীক্ষার আগের রাত আর জাগিয়েন না। তাতে পরীক্ষার খাতায় না আবার নিশিকাব্য লেখা শুরু করেন, আর তাই দেখে শিক্ষক আপনার প্রেমে পড়েন, সেটা আপনার দরজার ওপাশের আততায়ীদের পছন্দ হবে না নিশ্চয়ই !!

শামীম আরমান

দুষ্ট বালিকা এর ছবি

ওরে! হাস্তে হাস্তে আমি এবার পড়েই যাব! আমার স্যারেরা আমারে আবার দেখতেই পারেনা! বদমাশ ইশটুডেন্টের দলে পড়ি আমি! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
হাসির উপরে দুইন্যাতে কিছু আছে? আজ সারারাত হাসবো, অনেকদিন হাসা হয়না। এই আমি শুরু করলাম... "হাহাহাহোহোহোহিহিহি!" এক্কেবারে বইয়ের ভাষায় ব্যাকরণ মেনে হাসবো! সত্যি বলছি, দেখে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।