বিশ্বকাপ ফ্যান্টাসি ফুটবল ২০১০

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: শুক্র, ০৪/০৬/২০১০ - ৮:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

পরিপূর্ণ বিনোদনের তালিকায় আমি বিশ্বকাপ ফুটবলকে এগিয়ে রাখি অন্য যেকোন আয়োজনের তুলনায়। এমনকি অলিম্পিক গেমসেরও আগে। খেলা হিসেবে ফুটবল/সকারের সার্বজনীন আবেদন এত বেশি বলেই হয়তো এর অনুরাগী ভক্তের সংখ্যা এত বেশি। এই আয়োজনের জন্য রাতের পর রাত জাগা যায়, বন্ধু-আত্মীয়ের সাথে ঝগড়া করা যায়, কাজে ফাঁকি দেওয়া যায়, পরীক্ষা পেছানোর মিছিল করা যায়।

ফুটবল বিশ্বকাপ শুধু দেখবার নয়, কল্পনারও। এ এমন এক খেলা, যা রাস্তার ফকিরকে দুই দিনের ব্যবধানে আমীর করে দিতে পারে। বস্তি থেকে উঠে আসা রোনালদোদের দেখে তাই সবাই স্বপ্ন দেখতে পারি বিশ্বজয়ের। এ এমন এক খেলা, যা অচেনা মানুষকে রাতারাতি পূজনীয় বীর করে দেয়। ড্রাগ টেস্টে পজিটিভ হলেও তাই ম্যারাডোনার বিদায় চোখে পানি আনে।

এক কালে জীবন ছিলো অ্যানালগ। বিশ্বকাপ এলে সাপ্তাহিক পত্রিকার বিশেষ সংখ্যা বের হতো, পাতার পর পাতা ভরা থাকতো তথ্য-উপাত্তে। তখন পত্রিকার পাতা কেটে কুইজ পাঠানো আর ২৫" টেলিভিশনের স্বপ্নই ছিলো সব। এই কালে জীবন ডিজিটাল। বিশ্বকাপের খেলা রেকর্ড করে রাখার জন্য অনেক রকম যন্ত্র আছে, ফুটবলজ্ঞান জাহির করার জন্য আছে অনলাইনে বিভিন্ন ফ্যান্টাসি ওয়েবসাইট।

গত বিশ্বকাপের শুরুতে পেয়েছিলাম ইয়াহু-স্পোর্টসের একটি ফ্যান্টাসি ওয়েবসাইট। বুয়েট'০২ গ্রুপের বেশ অনেকে মিলে খেলেছিলাম মাস ধরে। সেই আনন্দের রেশ থেকেই বেশ অনেক দিন ধরে আলাপ-আলোচনা করছিলাম কীভাবে এই বিশ্বকাপেও ফ্যান্টাসি লীগ খেলা যায় তা নিয়ে।

আমি ব্রাজিল সমর্থক, তাই বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত রয়েসয়ে অপেক্ষা করছিলাম। আরও কিছুদিন অপেক্ষা করতাম, কিন্তু ডেডলাইন চলে আসায় ফ্যান্টাসি ফুটবলের হদিসটা আগেই দিতে হচ্ছে। ভাবনার সমাপ্তি এনেছে খোদ ফিফা-ই।

ম্যাকডোনাল্ডস ও ফিফার যৌথ উদ্যোগে এই বিশ্বকাপের অফিশিয়াল ফ্যান্টাসি লীগে সচলায়তনের পাঠকদের জন্য একটি প্রাইভেট লীগ খোলা হয়েছে। এতে যে-কেউ অংশগ্রহণ করতে পারেন। প্রতিটি দল তাদের চূড়ান্ত ২৩ জন খেলোয়াড়ের নাম ঘোষনার পরি চালু হয়ে যাবে লীগ। আপাতত মৌলিক তথ্যগুলো দিয়ে যাচ্ছি, সময় করে নাহয় নিয়মাবলি জুড়ে দেওয়া যাবে।

নামঃ BD-Socceroo-WC2010
লিংকঃ http://en.mcdonalds.fantasy.fifa.com/
লীগ কোডঃ 148594-35110

এই কোড ব্যবহার করে সকলকে যোগ দেওয়ার অনুরোধ রাখছি। আর ছয়দিনের মধ্যেই দল জমা দিতে হবে গ্রুপ পর্যায়ের জন্য।


মন্তব্য

মামুন হক এর ছবি

ইশতি,
তোমার এই পোস্টটার অপেক্ষায় ছিলাম হাসি

মুস্তাফিজ এর ছবি

আমি রেফারি কইলাম

...........................
Every Picture Tells a Story

সুহান রিজওয়ান এর ছবি

এন্ট্রি করতে গেলাম...

চূড়ান্ত বিজয়ীরে সচলায়তনের পক্ষ থেকে ৩২টা দেশের একটা করে জার্সি উপহার দেবার দাবি জানাই দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

জয়েনাইলাম।এবার হবে লড়াই দেঁতো হাসি

অদ্রোহ।

পার্থ এর ছবি

এবার জমবে খেলা। হাসি

অতিথি লেখক এর ছবি

বস, কিভাবে কি করতে হয় কিছুই বুঝতেছি না। একটু যদি বলতেন।
পলাশ রঞ্জন সান্যাল

সাব্বির ইউসুফ [অতিথি] এর ছবি

গতবারের ফ্যান্টাসী ফুটবল আসলেই অনেক মজা হয়েছিল। এইবারও যোগ দিলাম। ইশতি, এই লিঙ্কটা দেখতে পারো -

http://en.castrol.predictor.fifa.com/

এইখানেও একটা প্রাইভেট লীগ খোলা যায়। আর এইটা খেলাও অনেক সহজ।

সাঈদ আহমেদ এর ছবি

গতবার ঢাকায় সবার সাথে বসে খেলা দেখেছি। এবার আর হবে না! যদি এই লিংকের দ্বারা দুধের স্বাদ ঘোলে মিটে হাসি

-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

জি.এম.তানিম এর ছবি

উপস্থিত!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ইশতিয়াক রউফ এর ছবি

আর কেউ কি যোগ দেবেন না নাকি? এই একটা লীগেই নাম দিলাম আমি। হারায় যাবো নাহলে। খাইছে

সাব্বির ইউসুফ [অতিথি] এর ছবি

এখন পর্যন্ত ২৭ জন হয়েছে। খারাপ না, তবে ৪০-৪৫ জন হলে জমতো ভালো।

সাবিহ ওমর এর ছবি

দেয়ালে চিকা মারেন, দলে দলে + দিন...

দ্রোহী এর ছবি

জয়েনাইলাম।

ইশতিয়াক রউফ এর ছবি

দল বানানো মহা কষ্টের কাজ!!

যাহোক, কেউ চাইলে পরের রাউন্ডেও যোগ দিতে পারেন। তখন নাহয় আমরা আবার শুরু করলাম।

সাব্বির ইউসুফ [অতিথি] এর ছবি

দল বানাতে আসলেই অনেক কষ্ট। এই পর্যন্ত যে কয়বার পরিবর্তন করলাম। তবে ১৪০ পয়েন্টের লিমিট খুব একটা সমস্যা না। আমি কোনোবারই পুরা পয়েন্ট ব্যবহার করতে পারি নাই।

ইশতিয়াক রউফ এর ছবি

আমিও যে কতবার পরিবর্তন করলাম তার কোনো হিসাব নাই। একবার ঠিক করি যে সবার গড় মান কাছাকাছি রেখে কিছু ভালো প্লেয়ার রাখবো। আবার ঠিক করি যে সেরা খেলোয়াড়দের নিয়ে কিছু দুর্বল প্লেয়ার ফেলে রাখবো পয়েন্ট সামাল দিতে। একবার ভাবি স্ট্রাইকার নিবো ভালো, আবার ভাবি সেরা ডিফেন্ডারগুলো নিয়ে ক্লিন-শিট পয়েন্ট নেবো, আবার ভাবি ছোট দলের হয়ে ৯০ মিনিট খেলবে এমন কাউকে নেবো, ইত্যাদি ইত্যাদি!

সুহান রিজওয়ান এর ছবি

ইশ্তি ভাই, এই নিয়ে দুবার দল বানালাম। কিন্তু সেভ হচ্ছে না বোধহয়, কোন অপশনও দেখছি না। আর আপনি যে কোড দুটো দিয়েছন, সে দুটো বসিয়ে আপনার লীগে জয়েন করার অপশনটাও পাচ্ছি না। এইখানে বা খোমাখাতায় ডিটেইলসে যদি একটু বলতেন...
সময়ও তো বেশি নাই।

_________________________________________

সেরিওজা

ইশতিয়াক রউফ এর ছবি

সমস্যা কিসে হচ্ছে? আমি যা করেছি --

১) রেজিস্টার
২) "মাই টিম"-এ গিয়ে নিজের দলের নাম-ধাম ঠিক করা।
৩) "মাই লীগ"-এ গিয়ে "ক্রিয়েট-জয়েন লীগ" ট্যাব ক্লিক করা।
৪) জয়েন করার কোড দিয়ে (148594-35110) ঢুকে পড়া।
৫) নিজের স্কোয়াড তৈরি করা

-- কোড প্রয়োগ করে লীগে যোগ দেওয়া যায় দল তৈরির আগেও
-- অটোমেটেড ভাবে দল তৈরি করা যায়
-- ট্রান্সফারে গিয়ে নিজের পছন্দ মতো খেলোয়াড় নেওয়া যায়
-- হাতের ডান দিকের ড্রপ-ডাউন মেন্যু ব্যবহার করে দল, দাম, প্লেয়িং স্টাইল, ইত্যাদি অনুযায়ী খেলোয়াড় নেওয়া যায়।

এর মধ্যে কোন ধাপে সমস্যা হচ্ছে? লোকজন ধরে ধরে ঢুকাও তাড়াতাড়ি।

সুহান রিজওয়ান এর ছবি

আমি তো রেজিস্ট্রি করালাম, কিন্তু "মাই টিম" আর "মাই লীগ" অপশন তো দেহি না...

প্রোফাইলে অপশন আছে ক্লাবহাউস, ফ্রেন্ডস, ফুটবল, গেমস। সবগুলৈ খবরে ভর্তি...

_________________________________________

সেরিওজা

সাব্বির ইউসুফ [অতিথি] এর ছবি

এই লিঙ্ক টা দেখ -

http://en.mcdonalds.fantasy.fifa.com/

তুমি মনে হয় এইখানে আছো -

http://www.fifa.com/theclub/

সুহান রিজওয়ান এর ছবি

অশেষ ধন্যবাদ, লীগে জয়েন করলাম। কিন্তু নিজের মন্মতো দল সেইভ হইতেসে না। ট্রান্সফারের পরপর সেভের কোন বোতাম পাইনা , আবার আগের দলটাই হয়া যায়...

_________________________________________

সেরিওজা

দ্রোহী এর ছবি

উপরে ডান দিকে "কনফার্ম ট্রান্সফার" বাটনটা দেখা যায় না?

সুহান রিজওয়ান এর ছবি

হ, এইবার ঠিকাসে। হেল্প মেন্যুটা ভালো মত পইড়্যা নিলাম। দল বানাইসি।

আর আপ্নেদের সবার ডিফল্ট ফর্মেশন কি ৪-৪-২ ?? প্লেয়ারের পজিশনও কি ঠিক করতে হইবো নাকি ?? না ওপেনিং ১১ ঠিক করলেই হয় ??

_________________________________________

সেরিওজা

সাব্বির ইউসুফ [অতিথি] এর ছবি

আমার এখনকার ফরমেশন ৩-৪-৩ তবে এইটা ফিক্সড না। দরকার মত পরিবর্তন করব।

ওপেনিং ১১ ঠিক করতে হবে। তবে তুমি কিন্তু এক রাউণ্ড চলার সময়ই বেঞ্চ থেকে খেলোয়াড় মূল দলে নিতে পারবা। সাবস্টিটিউশান এর নিয়মগুলা ঠিকমত দেখে নাও।

সুহান রিজওয়ান এর ছবি

আমি আসলে ওপেনিং ১১ ঠিক করসি। সমস্যা হচ্ছে ফর্মেশনে। ৪-৪-২ পসন্দ না, এইটা চেঞ্জামু ক্যামনে ??

আবার কথা আছে। ধরেন আমার চারটা ডিফেন্ডার। আমি বাম থেকে ডানে রাম-স্যাম-যদু-মধু রাখতে চাই। কিন্তু ওরা যদু-মধু-রাম-শ্যাম রাক্সে, চেঞ্জ করতে দিতাসে না...

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

ড্র্যাগ এন্ড ড্রপ করে ফর্মেশন ঠিক করা যায়। আর ওপেনিং টিমটাও সিলেক্ট করে রাখা যায় একইসাথে।

অদ্রোহ।

হিমু এর ছবি

কষ্টে সৃষ্টে বানাইয়া ঢুক্লাম লীগে। দেহিকীঘডে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

অছ্যুৎ বলাই এর ছবি

আমি ক্রিকেট ফ্যান্টাসির নিয়ম-কানুন মোটামুটি ভালোই জানি। কিন্তু ফুটবলে এক্কেরে নোতুন। যেমন, substitution এর কিছু জিনিস বুঝছি না:

১) প্রথমে বেছে নেয়া ২৩ জন থেকে ১১ জনকে কি পুরো রাউন্ডের জন্যই ফিক্সড রাখতে হবে, নাকি ম্যাচ বাই ম্যাচ আপডেট করতে হবে (২৩ জনের মধ্য থেকে, প্লাস ট্রান্সফার)? একই কথা ক্যাপটেনের ক্ষেত্রেও। পুরো রাউন্ডে (১৬ ম্যাচ) একই ক্যাপ্টেন, নাকি ম্যাচ বাই ম্যাচ পালটানো যাবে?

২) টেকনিক্যালি, ১১ জন পালটানো যাবে এবং ক্যাপ্টেনও পরিবর্তন করা যাবে। সেক্ষেত্রে রাউন্ড শেষে সর্বশেষ সিলেক্টেড ১১ জনের পুরো রাউন্ডের পয়েন্ট যোগ হবে, নাকি আমি তাকে সাবস্টিটিউট করে আনার পরে যে কয় ম্যাচ খেললো, তার পয়েন্ট শুধু যোগ হবে? যেমন, ধরি এক রাউন্ডে এক খেলোয়াড় সর্বোচ্চ ৩ ম্যাচ খেলবে। এখন সাব্বির ২ ম্যাচ খেলার পরে আমি তাকে সাবস্টিটিউট করে আসলামকে দিয়ে ১ ম্যাচ খেলালাম। এক্ষেত্রে কি আসলামের মোট ৩ ম্যাচের পয়েন্ট পাবো, নাকি সাব্বিরের ২ ম্যাচ প্লাস আসলামের ১ ম্যাচ, নাকি শুধু আসলামের ১ ম্যাচের পয়েন্ট?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ইশতিয়াক রউফ এর ছবি

আমি নিজে ব্যাপক কনফিউশনে আছি এই নিয়ে। কায়েশ ভাই কিংবা সানি এই নিয়ে ভালো ভাবে আলোকপাত করতে পারবে। তাঁদের হাতে জবাবটা ছেড়ে দিলাম।

সাব্বির ইউসুফ [অতিথি] এর ছবি

১) পুরো গ্রুপ স্টেজ ৩ টা রাউণ্ডে বিভক্ত। সুতরাং একটা রাউণ্ডে একজন খেলোয়াড় মাত্র একবারই খেলার সুযোগ পাবে।

২) আপনি একটা রাউণ্ড চলাকালে খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন। তবে শুধুমাত্র ১১ জনের স্কোরই যোগ হবে। এই এগারো জন হবে যারা শেষ পর্যন্ত আপনার প্রথম একাদশে ছিল। ক্যাপ্টেনের ক্ষেত্রেও একি কথা - প্রতি ম্যাচেই পরিবর্তন করা যাবে।

৩) যে খেলোয়াড়ের খেলা অলরেডি শুরু হয়ে গেছে তাকে দলে নেয়া যাবে না।

৪) একটা রাউন্ড শেষ হয়ার পর পয়েন্ট ফিক্সড হয়ে যাবে। পরের রাউণ্ডে আপনি আবার খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন।

৫) আমার মতে, ভালো স্ট্রাটেজী হচ্ছে, যার খেলা আগে (গ্রুপ এ, বি) তাকে প্রথম একাদশে রাখেন, দেখেন কেমন খেলে। ভালো না খেললে পরের ম্যাচের আগে পরিবর্তন করেন।

[পরিবর্তন মানে আমি সাবস্টিটিউশান বুঝিয়েছি]

অছ্যুৎ বলাই এর ছবি

টিপস কাজে লাগবে। অনেক ধন্যবাদ।

আমি পারমুটেশন কম্বিনেশনে ভালো; কিন্তু ফুটবল ফলো না করায় জানা নাই কোন খেলোয়াড় কেমন খেলে। ক্রিকেটে আবার উলটা, ইন্টার ন্যাশনাল ক্রিকেট খেলা যে কোন খোলোয়াড় সম্পর্কেই বিশেষজ্ঞ। চোখ টিপি

যাক, হক মাওলা বলে একটা টীম বানিয়ে ফেলি। হাসি

এর মধ্যে কেউ যদি বিভিন্ন পজিশেন হিট খেলোয়াদের একটা লিস্টি দেন খুব উপকার হয়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কাকুল কায়েশ এর ছবি

বলাইদা, উপরে সাব্বিরের কথাটাই হুবুহু আমার কথা! শুধু সংক্ষেপে একটু বলি......আপনার 'প্রথম একাদশে' প্লেয়ার রাখবেন সেসব টীম থেকে যাদের খেলা প্রথমে (মানে ১১, ১২, ১৩, ১৪ তারিখ)...তাই, ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস বিগটিম সহ অন্যান্য ছোট দল থেকে! ব্রাজিল বা স্পেন থেকে রাখবেন না!

শুধুমাত্র ফরোয়ার্ডদের উদাহরন দিয়ে বলি, আপনার ২৩ জনের স্কোয়াডে আছে মেসি, রুনি ও ভিয়া! তাই আপনার প্রথম একাদশে মেসি ও রুনিকে রাখবেন! এরপর ওদের খেলা শেষে আপনি যদি দেখেন মেসি-রুনি আপনাকে প্রত্যাশিত স্কোর দিয়েছে, তাইলে আর ওদেরকে সাবস্টিটিউট করে ভিয়াকে নামানোর প্রয়োজন নাই! কিন্তু যদি মেসি বাজে স্কোর করে, তাহলেই আপনি ভিয়াকে নামান মেসির বদলে! ফলে মেসির আগের স্কোরটা আর আপনার টোটাল স্কোরে যোগ হবে না, বরং যোগ হবে ভিয়ার স্কোর!
এই রাউন্ডটি শেষ হবে ১৬ তারিখ! সুতরাং আবার দুই নম্বর রাউন্ড শুরু হবার আগেই আবার নতুন করে প্রথম একাদশ বানান যেখানে মেসি-রুনি থাকবে, কিন্তু ভিয়া থাকবে না! এভাবেই প্রথম তিন রাউন্ড খেলতে থাকুন!

একই স্ট্র্যাটেজি অন্যান্য ক্যাটাগরিতেও (গোল্কিপার, ডিফেন্স, মিডফিল্ড) প্রয়োগ করুন!

বেস্ট অব লাক, বস!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।