ছন্নছাড়া ০২

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি
লিখেছেন যাযাবর ব্যাকপ্যাকার (তারিখ: শুক্র, ০৮/১০/২০১০ - ৪:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

 

পরশু রাতে আমাদের শহরটায় অনেকদিনের পরে ঠান্ডা বাতাস বইছিল, দমবন্ধ করা গরমে অভ্যস্থ শহরের রাতে, ভেজা ভেজা একটা ভালো লাগা ছিল। অনেক দিন পরে ব্যস্ততার দোহাই দিয়ে এড়াতে থাকা আমার বাইরে খানিক্ষণ হাঁটাহাঁটি করবার ছিল, মাথা হালকা করবার, কিছু মনে করার, কিছু হিসেব মেলাবার, কিছু ভাববার ছিল। শিউলি গাছটার নিচে দিয়ে হাঁটবার সময় গন্ধটা এলোমেলো করে দিলো, চিন্তাগুলো শরৎ হাওয়া হল। মাটিতে পড়ে থাকা আলোআঁধারি মাখা সাদা সাদা ফুল ছিল, কানে গোঁজা গান ছিল, আর সবশেষে অন্ধকার মেঘেঢাকা আকাশের দিকে চেয়ে মনে হল স্রেফ আকাশটাই তো একই ছিল, অনেক দূরের কারো সাথে মিল খুঁজবার একটা সূত্র ছিল…

 

Glen Hansard and Marketa Irglova - "Falling Slowly"


মন্তব্য

স্পর্শ এর ছবি

সুন্দর!

ছোটোবেলায়, আমার বাড়ির সামনে শিউলিগাছ ছিলো একটা। গাছটার মাথা খারাপ। সারাবছর ফুল হতো তাই। আর সেই গাছের নিচ দিয়ে যারা হাঁটতো তাদেরও মাথা খারাপ করে দিতো। তারপর একবার বন্যায় ডুবে গাছটা মারা গেল।

শিউলি গাছের কথা শুনে মনে পড়লো সেসব। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এটাও বারোমাসী হে... কমবেশি সবাই আশ্চর্য হয়ে যায়! শরতে অনেক অনেক বেশি ফুটে এই যা। আর মেসেজে তোমার শিউলি গল্পটা পড়লাম কেবলই অসম্ভব মন খারাপ করা সুন্দর হয়েছে...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সাইফ তাহসিন এর ছবি

আপনে এত কৃপণ কেনু? কেনু? কেনু? লেখাটারে আরেকটু খাইতে দিলে পারতেন

অফটপিকঃ এইডা কি উত্তরাধুনিক কপিতা নাকি?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

প্রথমেই আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- নেন। শোনেন গুপন কথাটা বলি আপনাকে, পড়ালেখা আর কাজের চাপে মারা যাবার দশা প্রায়, আমি কিনা মহা ফাঁকিবাজ, মেলা কাজ করলাম ভাব ধরতেই না পোস্ট দেয়া! চোখ টিপি

অ.ট. : আপনি আমাকে এভাবে অপমান করতে পারলেন? কোবতে??! তাও আবার উত্তরাধুনিক! হে নক্ষত্ররাজি দ্বিধা হও! মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুমন চৌধুরী এর ছবি

আরেক্টু লম্ভা পুষ্ট দিলে ভালৈতো



অজ্ঞাতবাস

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হে হে হে, কী আর বলব বদ্দা, সিঙ্গাপুরের কাছে না কোথায় নাকি আবার সাবমেরিন কেবলে না কিসে যেন সমস্যা হয়েছে, নেটের কোন স্পিডই নাই আজকে এক সপ্তাহ হল। 'ধনী পাঠ সম্পাদক'-ভাই লোডই হচ্ছিলেন না! অনেক কষ্টে এটুকু লিখে গানটা অ্যাড করতেই ঘুম পেয়ে গেল! তাই ভাবলাম পরে চা-টা খেয়ে এসে নাহয়... হে হে হে দেঁতো হাসি
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনাকে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুরঞ্জনা এর ছবি

আকাশটাই তো একই ছিল, অনেক দূরের কারো সাথে মিল খুঁজবার একটা সূত্র ছিল।

গানটা ভারি সুন্দর। লেখাটাও।
...........................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হুম, শুধু এই গানটা না, Once সিনেমাটা আর তার বাকি গানগুলোও সুন্দর। তুমি এখনো দেখ নাই নাকি?! বিডিয়ার না মাঝে সবাইকেই দেখিয়ে ফেলল প্রায়! দেখ দেখে ফেল।
আর হুঁ, ঐ আকাশটাই সাত-সমুদ্দুর তের নদীর পারের মানুষের কাছেও একই কিনা...
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- তোমাকে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনুপম ত্রিবেদি এর ছবি

লেখাটা তো খুবই মজাদার, তবে একটু টুনিটেক আর কি। এরকম ২-৩ প্যারা দিলেই তো মনটা আরো জুড়াতো।

সিলেটের যে ছবিটা চেয়েছিলেন ওটা আপনাকে মেইল করবো ভাবছিলাম, কিন্তু এড্রেস নেই, তাই পারলাম না।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অনেক ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- । সময়ের হিসেব মিলছে এখন কিছু? আমার আবার 'পোয়েটস অফ দ্য ফল' ফেজ শুরু হয়েছে! আর পিএফ তো আছেই। হাসি

মেইল অ্যাড্রেস রোয়েনার কাছে নেই? আচ্ছা, আমি মেইল করে দিচ্ছি। আমিও কিন্তু আপনার এর আগের পোস্টটায় গৌতমদা-এর ৪নং প্রশ্নটার উত্তর জানতে চেয়েছি। ঐ বিষয়গুলি নিয়ে লেখা শীঘ্রই আসছে আশা করি? হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাজনীন খলিল এর ছবি

এটা একটা চমৎকার কবিতা।
ভাল লাগল।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ভালো লাগার কৃতিত্বটা সম্পূর্ণ আপনার নিজের! অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-হাসি

কিন্তু আমি সত্যি বলছি, আমি কবিতা লিখতে পারি না মোটেই! মন খারাপ
এটা নেহায়তই একটা আউলফাউল ব্লগরব্লগর! কাজ ফাঁকি দেবার একটা পন্থা! মন খারাপ
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দ্রোহী এর ছবি

উত্তরাধুনিক কোবতে!!!!!!!!!!!

দ্দীণূদা, ঢ়ৈষূদার ভাত মারতে চান?


কাকস্য পরিবেদনা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ফের?! ফের উত্তরাধুনিকতার লেবেল লাগানো হচ্ছে দ্রোহীদা?!!! আপনি পারলেন এভাবে আমাকে ওনাদের মতো উচ্চে তুলে দিতে??? পারলেন???? ওঁয়া ওঁয়া
হায়! ভুদাই এই উত্তরাধুনিক জনম! <দেয়ালে মাথা ঠুকবার ইমো>

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

ভালু নেগেচে। তবে আবারো এত ছুডু নেকা দিলে কিন্তু আর ভালু বলবো না, ঠিকাচে?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

তাও ভালো বানান ভুল ধরে নাই! <নাচানাচি> দেঁতো হাসি
নাও (গুড়) খাও।
এগুলা তো ছন্নছাড়া লেখা রে ভাই, ছিরিছাঁদ নাই কিছুই, ছোটই কী আর বড়ই কী? চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

নাচানাচির ইমো নাও, ঠিকমতো নাচো।

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

থেঙ্কু থেঙ্কু! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুহান রিজওয়ান এর ছবি

ছোটলেখা পায়া চ্যাতলাম...

যান- এর্চেয়ে গোয়েন্দা টিভি সিরিজ দেখেন, মজা ন্যান...
_________________________________________

সেরিওজা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অ্যাতো চ্যাতলে চলবো? ধর গিয়া হইলেও তো হইতারে গোয়েন্দা টিভি সিরিজ দ্যাখতে যাইয়াই লেখা ছুডো হয়্যা গ্যাছে? চিন্তিত
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

............ ডুপ্লি ঘ্যাচাং ........
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

খেকশিয়াল এর ছবি

সবাই বকতাছে, আমি আর না বকি দেঁতো হাসি
ভালো হইতাছিলো, আরো একটু হইলে ভালো হইতো

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হা হা! বকাবকি না করবার জন্যে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আরো কিছু হোক, তখন লিখবোনে... হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব ভালো লেখা। কিছুটা অতৃপ্তি থেকে গেল। মানে, এটুকু পড়ে মনে হচ্ছিল আরও পড়তে পারলে ভালো লাগতো। হাসি

গানটা নিয়ে আর কিছু বললাম না। এই গান, আর সিনেমাটা আমার কতোটা যে প্রিয়, বলে বোঝানোর না! এই গানটা ছাড়াও এই সিনেমার "ইফ ইউ ওয়ান্ট মি", "হোয়েন ইয়োর মাইন্ড'স মেড আপ" গান দুটো অসাধারণ লাগে আমার কাছে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অতৃপ্তি তৈরি করতে পেরেছি নাকি? সারছে! নিজেকে তো অনেক বড় লেখক মনে হচ্ছে হে। খাইছে
সিনেমাটা সাজেস্ট করবার জন্যে আসলেই অনেক ধন্যবাদ। ঐ গানগুলোও আমার পছন্দ। হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধুসর গোধূলি এর ছবি

এ ধরনের লেখা গুলো এর চেয়ে ভালো হলে সেগুলো আর ছন্নছাড়া থাকবে না। হয়ে উঠবে 'পূর্ণ লেখা'। আর এতেই মনের তাৎক্ষণিক একটা অবস্থার ঘটবে করুণ মৃত্যু। পূর্ণ লেখার মুড যে কোনো সময়েই পাওয়া সম্ভব, কিন্তু এরকম আবঝাব, আউলফাউল, ছন্নছাড়া লেখাগুলো তৈরী হয় কদাচিৎ সময়েরও কদাচিৎ! এটাকে এভাবে রাখার পক্ষেই আমার মহাজ্ঞানী, মহাজনী, মহাগুণী- সব ধরনের মতামত দিলাম।

আর গানটা শুরুতে ম্যান্দামারা মনে হলেও প্রথম অন্তরার পর থেকে পুষিয়ে গেছে। মনে হচ্ছিলো, একটা শিউলি গাছ। ফুলে ভরা। ঝিরঝির বাতাস। সেই শিউলি তলায় দাঁড়ানো লেখক, দৃষ্টি উপরের দিকে, চোখ বন্ধ। অনেক দূর থেকে পাঠক লেখককে দেখতে পায়। এই গানটা লেখকের কানে আসে খুব আবছা ভাবে। এমন সময় বাতাস আরেকটু জোরে হয়, আর টপাটপ সব শিউলি ফুল পড়তে থাকে স্লো মোশনে। লেখক চোখ বন্ধ করেই দুই হাত প্রসারিত করে দেন। পুষ্পস্নান করবেন বলে...!



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অনেক দূর থেকে পাঠক লেখককে দেখতে পায়
হুমমম...

এ ধরনের লেখা গুলো এর চেয়ে ভালো হলে সেগুলো আর ছন্নছাড়া থাকবে না
ঠিক! হাসি

আপনার মন্তব্যে তো শুধু ধনেপাতা দিলে চলছে না! এই নেন, ধনেপাতার চাটনি নেন - আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

দুষ্ট বালিকা এর ছবি

Once একখান সেরাম সিনেমা, সেই কবে থেকে কতোবার করে দেখা হলো!

গেলো কিছুদিন ধরে আমার মাথাতেও এরকম ছন্নছাড়া ভাব ঘুরপাক খাচ্ছে। নানারকমের আবেগ, লাল নীল বেগুনী রঙের স্বপ্ন, খুচরো দুঃখ আর খাপখোলা তলোয়ারের মতো ঝকঝকে খুশি! কাগজে ধরতে পারছিনা তাদের, কি-বোর্ড এ হাত দিলেই লাজুক লতার মতো ভাবনাগুলো মুখ লুকায় স্মৃতির কোন এক চিপায়! শুধু অস্থির বোধ হয়, সারাদিন!

-------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হুম, ভাবনাগুলোর বের হবার পথ চাই। লেখা না গেলে, এঁকে ফেল বরং। আমরা দেখি। চোখ টিপি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

বাউলিয়ানা এর ছবি

কথা বার্তাতো কঠিন লাগে তবে গানটার জন্য অনেক ধইন্যাপাতা।

Once মুভিটার একটা রিভিউ লিখেননা...পড়েটড়ে বুঝলাম বড়ই চিত্তাকর্ষক ছবি আর গানটা বার বার শুনছি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ধন্যবাদ পড়বার জন্যে।
মুভি রিভিউ আসলে লিখতে ভালো লাগে না। বইয়েরো না। ভালো লাগলে জানিয়ে দেই পরিচিতিদেরকে। রিভিউ লিখতে গেলে, সেখানে সিনেমার অনেক ভেতরের গল্প উঠে যায় মাঝে মাঝে, বা সবার আলোচনায় চলে আসে। আমার মনে হয় যে দেখেনাই, তার তখন দেখার মজাটা নষ্ট হয়। আমার নিজের হয় আরকি। তাই আমি মুভি, বই এগুলার রিভিউ পড়ি না সাধারণত, নিজে আগেই দেখে/পড়ে না থাকলে।

গানটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলেই সুন্দর গান। তবে গানের কারণেই কিন্ত লেখাটা নয়। বরং উলটো, লেখাটা লেখার পরে হঠাৎ এই গানটার কথা মনে হল, অনেক পছন্দের একটা গান, তাই অ্যাড করে দিয়েছি।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।