ডুবে যায় সব

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: রবি, ০৪/১১/২০০৭ - ১:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অপরাজিতা-
দিনমান বিবর্ণ রং ফেরী করে ধুলোয় মিলায়
বিষন্ন বিবশ সন্ধ্যায়।
ছাই হয়ে গেছে সব বুনো ঘাস,
বাতাসে বাতাসে জড়ানো শুধু বিগত সময়ের হাহাকার।
তবুও যে পাখি আর নীড়ে ফিরবে না বলে
আকাশে মেলেছে আহত ডানা,
বলো, কে তারে আজ করিবে মানা?
যে পথিক হারিয়েছে পথ রাগে-অনুরাগে,
জীবনের জলছবি মুছে গেছে
ধুসর অতীতে,
শৈবাল জমেছে যার স্মৃতির পরতে,
বলো, কে তারে শোনাবে আজ নতুন দিনের গান?
তার শীতল দু'চোখের জমাট নীলে
জাগে কালীদহ, ঢেউ উঠে প্রবল প্রবর,
ডুবে যায় বেহুলার ভাসান।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ঝরা কি এখনো দেশে?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ অরূপদা।

মোরশেদ ভাই, দেশেই আছি। আপাতত বাইরে যাচ্ছি না আর।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নিঘাত তিথি এর ছবি

অনেক দিন পরে ঝরা। ভালো লাগলো।
http://www.sachalayatan.com/mahbub/9646 এই পোস্টটা কি দেখেছিলেন আপনি?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ঝরাপাতা এর ছবি

সবাইকে পেয়ে আমারো ভালো লাগছে খুব। লিংকটা এখন দেখলাম। আপ্লুত হয়েছি। সবাইকে আন্তরিক অভিবাদন জানাই।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

শেখ জলিল এর ছবি

জাগে কালীদহ, ঢেউ উঠে প্রবল প্রবর,
ডুবে যায় বেহুলার ভাসান।
...লাইনগুলো টানছে বেশ!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ জলিল ভাই, অনেকদিন পরে দেখা !


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এবার নিয়মিত পাতা ঝরুক!

সৌরভ এর ছবি

পাতা ঝরার সময়েই ঝরা এসে হাজির।
দেশে ফিরলেন বুঝি একেবারে?



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

মনে হয় কত যুগ পরে ঝরুর কবিতা পড়ছি। জাঝা

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ শিমুল, সৌরভ ও বলাইদা।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।