তিন বছর

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: মঙ্গল, ২২/১২/২০০৯ - ৮:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কীভাবে যে উড়ে যায় দিন,
সাথে নিয়ে কয়েকটি ভুলে থাকা ঋণ।
মুঠো মুঠো সাদা কালো জমে শুধু এলবামে,
আমাদের সব ছবি আজকে রঙীন।

আমরা হাসতে গিয়ে একসাথে
আমরা হাঁটতে গিয়ে একসাথে
আমাদের নিঃশ্বাস একসাথে গেয়ে ওঠে,
আমাদের মায়ার হরিণ।

স্বপ্নেতে ঘোরাঘুরি, প্রতি দানে হাজারটি ভুল।
তবু আমাদের সঙ্গে আকুল,
তিনটি বছর জুড়ে ফুঠে ওটা আমাদের লাল নীল ফুল।

-------------
২২/১২/০৯


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রথম লাইনেই আটকে গেলাম।
শুধু তিন বছর না, এভাবে আরও অনেক অনেক বছর কাটুক আপনাদের একসাথে, শুভকামনা থাকলো হাসি

আমাদের সব ছবি আজকে রঙীন।
'রঙিন' না?

শাহেনশাহ সিমন এর ছবি

আনন্দে কাটুক সময়গুলো
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মজনুভাই [অতিথি] এর ছবি

আমি আপনার কবিতার সাথে থাকতে চাই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অভিনন্দন এবং শুভকামনা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মণিকা রশিদ এর ছবি

অভিনন্দন! দিন উড়ে চলে যাওয়ার মতন সুখ ও আনন্দ আর কিছুতে নেই! দিনগুলো আপনাদের উড়ে উড়ে যাক এই কামনা করি।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তিথীডোর এর ছবি

আজীবনই কাটুক এমনি উড়ুক্কু পাখনা মেলা দিন...
শুভেচ্ছা রইলো!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রানা মেহের এর ছবি

অতি পছন্দের একটা জুটিকে অভিনন্দন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নিবিড় এর ছবি

অভিনন্দন রইল আপনাদের জন্য হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

স্নিগ্ধা এর ছবি

অভিনন্দন দুজনকে হাসি

দময়ন্তী এর ছবি

অনেক অভিনন্দন হে কনফুবুড়ো৷ আশীর্বাদ করি বৃদ্ধস্য তরুণী ভার্যা লইয়া পরমসুখে কালাতিপাত কর৷ দেঁতো হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

হিমু এর ছবি

আর মাত্র ৯৭ বছর বাকি। খুউপ খিয়াল কৈরা!

অভিনন্দন আর শুভকামনা হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুমন চৌধুরী এর ছবি

এই হৈল ঘটনা ....

ঝুলিয়া থাকো মুটামুটি অনন্তকাল ....



অজ্ঞাতবাস

মূলত পাঠক এর ছবি

বাঃ বাঃ, নীড়পাতায় পড়েই ভাবলাম কবিতা হলেও চমৎকার গান হতে পারে এটা, খুলে দেখি কেস আরো জটিল। অনেক অনেক অভিনন্দন!

পান্থ রহমান রেজা এর ছবি

অভিনন্দন!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

অনিকেত এর ছবি

অভিনন্দন ! অভিনন্দন !!

উড়তে থাকা এই ডানায় ভর দিয়ে চলে যাক হাজার কুড়ি বছর
দুখেরা হয়ে যাক ঝরা বকুল, আর সুখেরা অবিনশ্বর---

শুভেচ্ছা নিরন্তর

মামুন হক এর ছবি

বাঃ চমৎকার!
সুখে কাটুক সারা জীবন।

ভ্রম এর ছবি

অভিনন্দন ও শুভ কামনা হাসি

কল্পনা আক্তার এর ছবি

আজ তিন তারপর ৩০, ৬০, ৯০.....আরো অনেক বছর এক সাথেই থাকুন।

অভিনন্দন ও অনেক শুভ কামনা হাসি
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

দৃশা এর ছবি

খানিকটা দেরীতে হলেও অন্তর থেকে জানাই শুভ কামান! শুভ কামান! শুভ কামান! দেঁতো হাসি

দৃশা

কনফুসিয়াস এর ছবি

সবাইকে অন্তরের অন্তস্থল থেইকা ডাংকে। দেঁতো হাসি
একজন কামান দিলেন, বাকিরা শুভকামনা দিলেন, কিন্তু খাওয়ার দাওয়াত দেখি কেউ দিলেন না... মন খারাপ

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।