লেইয়াখাউরি

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ২১/০১/২০০৮ - ৫:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

চেটে খাওয়াকে সিলেটে লেইয়া খাওয়া বলে

একটা ভূত কিংবা জন্তুর কথা একবার সিলেটে সবাই শোনে
একাকী শিশু কিংবা মানুষ পেলে যারা ধারালো জিহ্বায় চেটে চামড়া-রক্ত-মাংস খেয়ে নর্দমায় কঙ্কাল আর খুলি ফেলে যায়
এরকম কাঁচা কঙ্কাল আর খুলি বহু মানুষের চোখেই পড়েছে বহুবার। বহু মানুষ আর শিশু নিখোঁজও হয়েছে বহু বাড়ি থেকে। বহু মানুষই সেসময় সন্ধ্যার পরে একা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়

সেরকম কথা এখন আর সিলেটে বলে না কেউ
কিন্তু এক্সরের ছবির মতো বাক্যের সাদা কঙ্কাল আমি প্রায় পত্রিকায় দেখি
টিভির পর্দায় দেখি দৃশ্যের কাঁচা কঙ্কাল
সংবিধানের পাতা খুলে দেখি সারি সারি অক্ষরের কঙ্কাল অথবা খুলি

তবে কি লেইয়াখাউরি এখন সংবাদে আর সংসদে ঘোরাফেরা করে?


মন্তব্য

শেখ জলিল এর ছবি

হা। এমনটাই তো মনে হচ্ছে আজকাল!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

প্রান্জল সমাজচিত্র ।
--- ফকির ইলিয়াস

মৃন্ময় আহমেদ এর ছবি

সত্য।।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অজানা এর ছবি

এই কষ্টের মধ্যে হাসালেন। সকালে এসে একটু কোড চেন্জ করেছি তো পুরো ডিভাইস হেঙ।

আমাদের ছোটবেলায় লেইয়াখাউরির ভয় দেখানো হতো এবং ব্যপক ভয়ও পেতাম।

তাপস শর্মা এর ছবি

চলুক । ভয়ানক ভাষা কবিতার, এবং বাস্তব!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।