নাটকের গল্প। ০৩। টক্কর

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: শুক্র, ১৬/০৫/২০০৮ - ৩:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দিনা চিৎকার দিয়ে এক বয়স্ক পথচারীর কাছে গিয়ে দাঁড়ায়Ñ এই ছেলে আমাকে কিডনাপ করতে চায়

সঙ্গে সঙ্গে পথচারীর হাতের ছাতা নেমে আসে ম্যাকের মাথা বরাবর। সঙ্গে সঙ্গে আশপাশ থেকে কিল-ঘুসি -লাথি। ম্যাক টুটাফাটা মুখ নিয়ে বাসায় পৌঁছে দেখে বিছানার উপর একটা প্যাকেট রাখা। মা বললেন- দিনা দিয়ে গেছে একটু আগে। ম্যাক খুলে দেখে ভেতরে একটা ফাস্ট অ্যাইড বক্স

০২
একটা মেগাশপে জিনিসপত্র দেখছে দিনা। ম্যাক ঢুকে দোকানির সাথে কানাকানি করে বের হয়ে যায়। দোকানি এসে দাঁড়ায় দিনার সামনে- আপনার বডি সার্চ করব
-কেন?
- আমাদের সন্দেহ হচ্ছে আপনি জিনিস সরিয়েছেন

০৩
চলন্ত বাসে চিৎকার দিয়ে উঠে দিনা- এই ছেলেটা আমাকে ব্যাডটাচ করছে
সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার এবং হেলপারের কিল গুঁতা মারতে মারতে ম্যাককে নামিয়ে দেয় বাস থেকে

০৪
একদিন ছিনতাইকারীর খপ্পরে পড়ে দিনা। শরীরে হাত দেয়া হবে না এই শর্তে সব দিয়ে দেয়ার পরেও তারা তাকে রিকশা থেকে নামতে বলে
- কেন
- আমরা জানি মোবাইল সেট আর টাকাপয়সাগুলো রিকশার সিটের নিচে রাখা...

দিনা বাসায় ফিরে দেখে তার রুমে একটা নতুন মোবাইল সেট। সেটটা দিয়ে গেছে ম্যাক...

০৫
ভার্সিটি ক্যাম্পাসে এক স্টুডেন্টের মানিব্যাগ মারিং হয়ে যায়। দিনা দেখিয়ে দেয়- ওই ছেলেটাকে এখানে ঘুরঘুর করতে দেখেছি

০৬
হঠাৎ একটা হ্যাঁচকা টানে নিজেকে আবিষ্কার করে একটা গাড়ির ভেতর আবিষ্কার করে দিনা। তার দুইপাশে দুইজনÑ চ্যাঁচামেচি করলে আপনারই বিপদ বাড়বে। চুপ করে থাকেন

তাকে নিয়ে তোলা হয় একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের উপর- বাংলা সিনেমার মতো নেচে নেচে একটা গান গাইলে আপনাকে ছেড়ে দেয়া হবে

স্কুলে শেখা পিটির সাথে জাতীয় সংগীতের দুই লাইন গেয়ে বের হয়ে আসতে আসতে দিনা দেখে অন্যপাশের ফুটপাতে দাঁড়িয়ে ম্যাক আইসক্রিম চুষছে

০৭
পুলিশ ভ্যানের সামনে এসে দিনা চিৎকার করে উঠে- ওই যে ছেলেটা...আমার গলার চেইন নিয়ে গেছে

ম্যাক থানায় পৌঁছে দেখে তার বাবা আগে থেকেই সেখানে বসাÑ দিনা জানাল তোকে পুলিশ ধরে নিয়ে এসছে

০৮
পরীক্ষার হলে হাতব্যাগ নিজের টেবিলে রেখে দিনা গিয়েছিল পাশের টেবিলে। ...পরীক্ষা শুরু হবার পরে আর সে অ্যাডমিট কার্ড খুঁজে পায় না কোথাও। তাকে বের করে দেয়া হয় পরীক্ষা থেকে। কিন্তু সে বেরিয়ে যেতেই ম্যাক এসে দরজায় দাঁড়ায়Ñ একটা অ্যাডমিট কার্ড কুড়িয়ে পেলাম...

০৯
ভিড়ের রাস্তায় ম্যাক হাঁটছে দিনাও হাঁটছে। হঠাৎ ম্যাক দাঁড়িয়ে যায়। দিনাও দাঁড়ায়। আবার ম্যাক হাঁটে দিনাও হাঁটে। ম্যাক আবারও দাঁড়ায়- তুমি আমার সঙ্গে এমন করো কেন?
- জানি না
আবার দুজন হাঁটতে শুরু করে। দিনা দাঁড়িয়ে যায়- তুমি আমার সঙ্গে এমন করো কেন?
- জানি না

আবার দুজন হাঁটে। হঠাৎ দিনা চিৎকার দিয়ে উঠে। আশপাশে লোক জড়ো হয়ে যায়। চোখে চোখে তাকিয়ে দুজন হেসে উঠে- কিছু না। কাক পায়খানা করে দিয়েছে

দুজন আবার হাঁটতে থাকে....
০৪ জুন ২০০৭


মন্তব্য

শাহীন হাসান এর ছবি

বেশ লিখেছেন দৃশ্যগুলো। নাটকটা জার্মানিতে করবো নাকি?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মাহবুব লীলেন এর ছবি

ভাইজানরে...
একটা কেন দরকার পড়লে আপনাকে ৫০০ নাটকের স্ক্রিপ্ট লিখে দেবো
শুধু আমার জন্য একটা ফিল্মের স্পন্সর জোগাড় করে দেন
মাত্র কোটি খানেক টাকা হলেই আমার হয়ে যাবে
(আপনাদের জর্মন দেশে একটা ফিল্ম তৈরির সময় ব্যবহৃত টিস্যু পেপারের বিলও এক কোটি টাকার বেশি আসে)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত হইছে বস... কেম্নে লেখেন এত সুন্দর? অসাধারণ ______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হুম, দৃশ্যগুলো দারুণ কল্পনা করেছেন লীলেন। দুর্দান্ত একটা নাটক হতে পারে এ থেকেও।
লীলেনের লেখা/পরিচালনায় নাটক দেখার সুযোগ এখনও হলো না।
আরিফ জেবতিকের হাতে দুই/তিনটা সিডি পাঠান না ভাই!

এবার একটু সমালোচনা করি।
এ পর্যন্ত যেটুকু গল্প পড়লাম তাতে নাটকের একটা এ্যাক্ট হয়। একটা
এ্যাক্ট নিয়ে এতক্ষণ ঘোরপ্যাঁচ করলে দর্শক বিরক্ত হবে না?
তাছাড়া থার্ড এ্যাক্টে যেখানে নাট্যকারের আসল সৃজনশীলতা ধরা পড়ে (যেখানে গল্পের রহস্য ভেঙে একটা সমাধান থাকে) সেই অংশটাতেই লীলেনের নাটক আরো বেশি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ফুটে উঠবে। সুতরাং আমাদেরকে বঞ্চিত করা কেন?
আগে বাড়েন লীলেন।...

-----------------------------------------------
Those who write clearly have readers
, those who write obscurely have commentators.--Albert Camus

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মাহবুব লীলেন এর ছবি

টিভি নাটক দেখে কী হবে?
যেদিন ফিল্ম বানাতে পারবো সেদিন বলব- দেখেনে

০২

টিভি নাটক কোনোটাই বোধহয় ২০%এর বেশি কোনো দর্শক দেখে না
তাই খুশি হওয়া কিংবা বিরক্ত হবার চান্স দুটোই কম
তাই টিভি নাটকে বেণিয়ারা দেখে প্রতিটা দৃশ্য টানটান কি না
কারণ রিমোট হাতের দর্শক হয়তো একটাই মাত্র সিন দেখে বিজ্ঞাপন বিরতির সময় চলে যায় অন্য চ্যানেলে
খুব কম ক্ষেত্রে তারা আবার ফিরে আসে...

০৩
টিভি নাটক মূলত সৃজনশীলতা বিরোধী একটা মিডিয়া
কোনো লেখকের সাথে শত্রুতা থাকলে তাকে টিভি নাটক লেখার পামর্শ দিতে হয়

এটা একেবারেই দৈনিক পত্রিকার মতো ওয়ানটাইম মিডিয়া
কেউ মনে রাখে না কী হলো
কেউ মনে করতে পারে না কী হওয়া দরকার ছিল...

০৪

এই নাটকটা হয়তো আগামী মাসের দিকে শুট করব। কয়েকজনকে পুরো স্ক্রিপ্ট মেইল করেছি কমেন্ট দেবার জন্য
আর এখানে দিলাম গল্প আকারে
শুট করার আগে সবগুলো কমেন্ট আবার এ্যাডজাস্ট করে নেবো
(যদিও টিভি নাটক নিয়ে অতো পরিশ্রম করার কথা শুনলে মিডিয়ার লোকরা হাসে। কিন্তু আমি এই বেগার খাটনিগুলো দেই

০৫

৯১ থেকে পড়ছি বইপত্র। ২০০৪ এ শেষ করলাম পুরো তিন বছরের একটা ইস্কুল
আর এখন এইসব ওয়ানটাইম পাউরুটি বানাচ্ছি একটা কারণেই
তা হলো একটা মাত্র ফিল্ম বানাতে চাই

জানি না হবে কি না
হলে সেখানে হয়তো সৃষ্টিশীল কিছু একটা রাখার চেষ্টা করব

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা হো হো হো ..... দারুন লাগল হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

খেকশিয়াল এর ছবি

এইডা বেশি জোশ হইব দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিন্দিতা এর ছবি

দুই ?পাগলে হলো মেলা............
.............................
তোরা কেউ যাস্ নে পাগলের কাছে.....

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাততালি হাততালি হাততালি

তীরন্দাজ এর ছবি

দিনা আর ম্যাকের খুনসুটি! নাটক হিসেবে অসাধারণই হবে! বিশেষ করে কাকের হাগু তো দারুন সমাপ্তি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দ্রোহী এর ছবি

দৃশ্যগুলো চমৎকার! মাহবুব লীলেনের লেখা বলে কথা!

তবুও একটু সমালোচনা করি? -- শেষটুকু এমন কিছুই হবে বলেই মনে হয়েছিল। ৩/৪ টা দৃশ্যের পর বাকীটুকু খানিকটা মনোটনাস মনে হয়েছে। তবে শব্দচিত্র হিসাবে দেখলে অন্যরকম মনে হতে পারে। আমার তাই মনে হচ্ছে।

ও লীলেনদা -- একটা টেরাই দিবেন নাকি?


কি মাঝি? ডরাইলা?

মাহবুব লীলেন এর ছবি

টিভি নাটকগুলো অনেকটা ফাস্টফুডের মতো
ফাস্টফুড যেমন মানুষ হাঁটতে হাঁটতে একটু খায় একটু ফেলেও দেয়
টিভি নাটকও তাই
রিমোট ঘুরাতে ঘুরাতে এসে একটু দেখে
তারপর আবার রিমোট ঘুরাতে ঘুরাতে চলে যায় অন্য জায়গায়

০৩
বাংলা দেশের এক ঘণ্টার টিভি নাটকগুলোর দৈর্ঘ্য হয় ৪০-৪২ মিনিট
বাকি সময়গুলো থাকে বিজ্ঞাপন
প্রথম বিজ্ঞাপনটা আসে নাটক শুরুর তিন মিনিটের মাথায়
এবং এর পর চলতে থাকে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটক

যারা দেখে
তারা মূলত এক চামচই দেখে
এবং এই এক চামচের মধ্যেই একটু মজা চায়
তারপর বিজ্ঞাপন বিরতির সময় পা বাড়ায় অন্য পাড়ায়

০৪

স্ক্রিপ্ট হিসেবে এটা কোনোভাবেই আমার পছন্দ তালিকার মধ্যে নেই
কিন্তু তারপরেও লিখলাম
মাহামাণ্য বেনিয়াদের পছন্দ হবে বলে

দ্রোহী এর ছবি

মাহামাণ্য বেনিয়াদের পছন্দ হবে বলে

'উকুন বাছা দিন' এর লেখকের কাছ থেকে আমি এ ধরনের 'নাটুকে' নাটক আশা করি না। সবসময় আরও ভাল কিছুই আশা করি হাসি


কি মাঝি? ডরাইলা?

শেখ জলিল এর ছবি

বেশ মজার খুনসুটি তো। ভাল্লাগছে খুব।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

মজা লেগেছে!! দারুন!!
আপনি থাকতে বাংলা নাটকের এই অবস্থা কেন দেশে?? !! ইয়ে, মানে...

---
স্পর্শ

ধুসর গোধূলি এর ছবি

- দেশ খালি নাট্যকার লীলেনরা থাকলেই চলবে? নায়ক-অভিনেতা লাগবে না?

অবশ্য আমি থাকলে কথা ছিলো অন্য! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

অভিনেতার চেয়ে আমরা বেশি পছন্দ করি প্রডিউসার অভিনেতাকে
হবেন নাকি নায়ক?
(কিছু টেকা দিলে আপনেরে নায়ক বানাইয়া একখান ফিলিম বানামু)

ধুসর গোধূলি এর ছবি

- আমরা একটা ভিক্ষাফ্যানসমিতি তো বানাইলাম। দেখি, আয়-বরকত ভালো হইলে দিমুনে কিছু আপনেরে।

তয়, আমাগো লগে যোগ দেওনের কথাডাও ভাইবা দেখতে পারেন। ক্কুল বিসমিল্লাহ॥
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

কি মাহবুব লীলেন ভাই!! আপনারে দেখিনা দুই তিন দিন?
ভিক্ষাফ্যানসমিতি তে যোগ দিতে পারেন! যাহেরী বাতেণী বিভিন্ন লাভ আছে চোখ টিপি
নাটকও হয়ে যেতে পারে! দেঁতো হাসি

---
স্পর্শ

ধুসর গোধূলি এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

হাতে বদনাওয়ালা ছবি দেবার পর থেকে আপনার বুদ্ধি কিন্তু মারাত্মকভাবে নিচের দিকে নেমে গেছে
টাচ-ফাচের কথা কি প্রকাশ্যে বলতে আছে?
(প্রকাশ্যে ভদ্রলোক এবং নিষ্কাম থাকাই বুদ্ধিমানের লক্ষ্মণ)
এই সব কথা বলতে হয় গোপনীয় মেইলে...

ধুসর গোধূলি এর ছবি

- বুদ্ধি আমার কোনো কালেই ছিলো না! দেঁতো হাসি

তবে আমার পরবর্তী বাক্যদ্বয়ে এটা প্রমাণিত হোলেও হোতে পারে যে আপনার বয়সের তোড়ে বুদ্ধির সাথে সাথে চোক্ষের জ্যোতিও নিম্নগামী। চোখ টিপি

আমার লাগানো ফটুকে বাবুর হাতে মোটেও বদনা কিংবা লোটা না, ঐটা একটা মিস্টির হাঁড়ি। মিস্টির হাঁড়ি হাতে বাবু চলেছেন শ্বশুড় বাড়ি। শালিকাদের পেট ভরিয়ে খাওয়াবেন। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অনিন্দিতা এর ছবি

কিছু মনে করবেন না, আমার একটা জায়গায় খটকা লাগছে।


০৮
পরীক্ষার হলে হাতব্যাগ নিজের টেবিলে রেখে দিনা গিয়েছিল পাশের টেবিলে। ...পরীক্ষা শুরু হবার পরে আর সে অ্যাডমিট কার্ড খুঁজে পায় না কোথাও। তাকে বের করে দেয়া হয় পরীক্ষা থেকে। কিন্তু সে বেরিয়ে যেতেই ম্যাক এসে দরজায় দাঁড়ায়Ñ একটা অ্যাডমিট কার্ড কুড়িয়ে পেলাম...

বাকী দৃশ্যগুলোর এক ধরণের সমাপ্তি থাকলেও এই ঘটনাকে কেমন যেন একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? একজন শুধু এডমিট কার্ড খুজেঁ না পাওয়ায় পরীক্ষা দিতে না পারলে তার জন্য ভয়াবহ সমস্যা দেখা দিতে পারে। স্রেফ কেউ মজা করার জন্য কি এটা করতে পারে?
অবশ্য কার্ড ফেরত দেওয়ার ব্যাপার আছে। তবে কি দিনা আবার পরীক্ষা দিতে পারবে?নাকি বিষয়টা এখন চমক হিসেবে থাকছে?
আসলে নাটকে এটা কে কিভাবে দেখনো হবে?

মাহবুব লীলেন এর ছবি

আপনি যখন সুপারিশ করছেন তখন তো তাকে পরীক্ষা দেয়াতেই হয়

ক্যামেলিয়া আলম এর ছবি

নাটকটাই পড়েছি ------ গল্প থেকে মজার মনে হয়েছে -------- সংশোধনের কিছু পাই নাই আল্লার কসম ---------- থাকলে নির্দ্ধিধায় জানাতাম ----- চালিয়ে যা বাপ ----
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

অনিন্দিতা এর ছবি

আপনার কাছে বিষযটা যুক্তিযুক্ত মনে হলেই করবেন। না হলে না।

মাহবুব লীলেন এর ছবি

জ্বি স্যার
এইটা মূল স্ক্রিপ্টে আগেই ছিল
এখনও আছে
(বাদ দেওয়ার চিন্তা বাদ (আপনার ভয়ে))

অনিন্দিতা এর ছবি

একটু আগে একটা কমেন্ট দিয়েছিলাম। হারিয়ে গেল।
বলছিলাম- নাটকের গল্প থেকে আমার মতো আনাড়ী পাঠক সবসময় কাহিনী কেমন হচ্ছে সেটা হয়ত বুঝতে পারবে না। তাই মূল স্ক্রীপ্ট কি এখানে দেয়া যায় না?

মাহবুব লীলেন এর ছবি

মূল স্ক্রিপ্ট দিলে তা খুব বিরক্তিকর হয়ে যাবে
কারণ গান যেমন টেক্স হিসেবে খুব একটা আকর্ষণীয় না
স্ক্রিন প্লে একেবারেই জঘণ্য জিনিস পড়ার জন্য

তাই গল্পটাই দিচ্ছি গল্প আকারে
আর যদি বেশি কষ্ট করতেই চান (বিরক্ত হতে চান ইচ্ছা করে) তাহলে মেইল এ্যাড্রেসটা দেন। আমি মেইল করে দিচ্ছি

অনিন্দিতা এর ছবি

দিলাম-

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।