অর্বাচীনের নির্বাচনী ছড়া - ০২ (আমরাও তো দেশ গড়েছি!)

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শনি, ২০/১২/২০০৮ - ১১:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একাত্তরে একটু না হয়
জান বাঁচাতে বেশ ধরেছি
মানুষ হয়েও পাক কুকুরের
নাপাক সরু লেজ ধরেছি

ভাইকে মেরে শেষ করেছি
মুক্তি নিরুদ্দেশ করেছি

আপনি মহান, তারপরও তাই
পাপ পুড়িয়ে less করেছি
ফ্ল্যাগ লাগিয়ে গাড়ির ডগায়
উন্নতিও বেশ করেছি

দেশের মাথা, কেশ ধরেছি
শুরুর ভুলেও শেষ ধরেছি

দূর অতীতেও পাশেই ছিলেন
আর্জি এ তাই পেশ করেছি
ভোটটা দিয়েন এইবারও ভাই
আমরাও তো দেশ গড়েছি!


মন্তব্য

অনিন্দিতা চৌধুরী এর ছবি

ভাল লাগল।

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ। আছেন কেমন? হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

ভাল আছি।
তোমরা ভাল তো?

স্বপ্নাহত এর ছবি

আমি ভাল। রায়হান মনে হয় বেশি ভাল। শিক্ষানবিস সব সময়েই ভাল থাকে।
আর মহিবের কথা কইতারিনা। চিটাগাং গিয়া আর কোন সাড়া শব্দ নাই ওর। তবে ভালই আছে মনে হয়।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

শিক্ষানবিস এর ছবি

পরিবর্তনশীলই বোধহয় সবচেয়ে ভাল আছে। কাল কথা হলো: বই পড়ার সুবিধার্থে বাসায় নেট নেয় নাই। নেট তো দূরের কথা, হল থেকে কম্পিউটার বাসায়ই নেয় নাই। তাই কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। গত পরশু কক্সবাজার গেছে। আর গতকাল গেছে সেন্টমার্টিন্স। সেন্টমার্টিন্স থেকেই ফোন্দিছিলো।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

স্বপ্নাহত দুর্দান্ত ফর্মে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

বলা যায়না। যে কোন টাইমে রান আউট হয়ে যাইতে পারি দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

রান আউট হইলে পরে আরও ইনিংস বা ম্যাচ আছে। খেলা ছাড়বেন না।
সিরিয়াসলি বলতেসি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

ওকে লা হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

হাফ সেঞ্চুরী!!

=============================

স্বপ্নাহত এর ছবি

ব্যাট তুলুম নাকি? কস কি, রায়হান? দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

আকতার আহমেদ এর ছবি

আপ্নে মিয়া মানুষ না .. পুরা ছড়াকার !

স্বপ্নাহত এর ছবি

কিন্তু আমি বড় হয়া আকতার হবার চাই মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

স্বপ্নাহত এর ছবি

গুরু আমার পুরুষ হৈলেই হৈলো। চোখ টিপি

আমি বালকই থাকতে চাই।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

স্পর্শ এর ছবি

দূর্দান্ত!!
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্বপ্নাহত এর ছবি

থ্যাংকু ভাইজান হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

যুধিষ্ঠির এর ছবি

ফাটাফাটি! চলুক

স্বপ্নাহত এর ছবি

মিছা কথা কৈয়েন না কিন্তু ভাইজান। যুধিষ্ঠির সিনিয়র জীবনে কোনদিন মিছা কথা বলেনাই। দেঁতো হাসি

ধন্যবাদ।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

ভূঁতের বাচ্চা এর ছবি

জিহাদ ভায়া,
তোমার ছড়া পড়ে মোটেই অর্বাচীন মনে হয়না আমার কখনোই।
আমি ছন্দ মেলাতে খুবই কাঁচা। শিখাবা নাকি ক্যামনে লিখ ?
ভাল লাগসে খুব।

--------------------------------------------------------

স্বপ্নাহত এর ছবি

হে হে। এইসব বলে খালি খালি লজ্জা দেন আমারে।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

শিক্ষানবিস এর ছবি

বরাবরের মতোই খুব সুন্দর।
অর্বাচীন বলা মোটেই ঠিক হয় নাই। কিন্তু শিরোনামের মধ্যেও ছন্দ ধরে রাখতে সেটার খুব দরকার ছিল। চলুক...

স্বপ্নাহত এর ছবি

হুম

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

আহমেদুর রশীদ এর ছবি

বেশ হয়েছে

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

স্বপ্নাহত এর ছবি

বেশ একটা ধন্যবাদ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

জাহিদ হোসেন এর ছবি

ভোট চাইতে এলেন জনাব, কোথায় দেবো বসতে
একাত্তরেও এসেছিলেন গলায় ফাঁসি কষতে
বৌয়ের উপর ঝাঁপ দিছিলেন শাড়ীখানা খসতে
দোষ দেবনা, হুজুর ছিলেন শরাবেরই মাস্ত-এ।

নূর-মাখানো হাসিখানা আছে সদাই ওষ্ঠে
সেটা দেখে ভুলতে থাকি আমরা আছি কষ্টে
ভুলতে থাকি বলাত্কারে দেশটা গেল নষ্টে
ভুলতে থাকি বুটের লাথি আমার মায়ের পৃষ্ঠে।

ভোটটি চেয়ে শুধু শুধু দেবেন কেন লজ্জা
আগের মতোই আবার এলেন, নেই শুধু রণসজ্জা
বৌকে ডাকি? পাতবে আবার কামুক রমণ-শয্যা
আমার বুকেই উড়িয়ে দেবো আপনারই জয়ের ধ্বজ-জা।

(মিল দিয়ে লেখা ভারী কঠিন। কেন যে তাও ইচ্ছে হয় মাঝেমাঝে।)
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

ভূঁতের বাচ্চা এর ছবি

জাহিদ ভাই ,
এটাও অসাধারণ হয়েছে।

--------------------------------------------------------

স্বপ্নাহত এর ছবি

ইচ্ছে থাকলে কঠিন কাজগুলোও কেমন জলবৎ তরলং হয়ে যায় তা তো দেখিয়েই দিলেন।

বেশি জোস হৈসে গুরু গুরু

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই ভাল হইছে জিহাদ, এতটাই ভাল যে সেটা প্রকাশ করতে পারব না। ছড়া লেখা ছেড়ো না কোনোদিন, চালায়া যাও...


যুদ্ধাপরাধীদের বিচার চাই

স্বপ্নাহত এর ছবি

দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
ইয়া হাবিবি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বপ্নাহত এর ছবি

ঠিকাছে দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

খেকশিয়াল এর ছবি

কড়ড়া কাক্কা ! দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্বপ্নাহত এর ছবি

দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নিবিড় এর ছবি
স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ নিবিড় ভাই।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মাহবুব লীলেন এর ছবি

ছড়াটা ভালো
কিন্তু লেখক হিসেবে স্বপ্নাহতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি....

স্বপ্নাহত এর ছবি

ঘাতক লীলেন ভাইকে তারপরও ধন্যবাদ। খাইছে

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সায়েদ এর ছবি

খুব ভাল্লাগছে ........।

স্বপ্নাহত এর ছবি

আপনার এই অযাচাইকৃত মন্তব্য আর অযাচিত কমপ্লিমেন্ট পেয়ে আমারো খুব ভাল্লাগলো। ধন্যবাদ।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

দারুণ!!! ঈর্ষা করার মত লেখা।

Lina Fardows

স্বপ্নাহত এর ছবি

অনেক ধন্যবাদ। বেশি ঈর্ষা করা কিন্তু ভালোনা খাইছে

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

পান্থ রহমান রেজা এর ছবি

বেশ হয়েছে।

স্বপ্নাহত এর ছবি

পান্থ দা, ফেসবুক ভ্রমণ সুখকর হচ্ছেতো? খাইছে

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নির্বাক এর ছবি

অসাধারন!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ নির্বাক ভাই হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুণস ! চলুক

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ, বালিকা।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

তারেক এর ছবি

দিমুনে ভোট চলুক
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্বপ্নাহত এর ছবি

হ। ভুলে আবার না ভোট দিয়ে আইসেন না চোখ টিপি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

স্বপ্নাহত আহত ব্যাঘ্রের মত গর্জেছে..

স্বপ্নাহত এর ছবি

এইবার মনে হয় একটু থামা দরকার। কি বলেন? দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমরা নাহয় এ-যাত্রা থামলাম; আপনি কিন্তু থামতে পারবেনা না হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।