আমাদেরই জয় হবে, রাজাকার শিকারে

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ৩:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ওয়ার ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম

হয়েছে যা আজ শুরু
কালই হবে শেষ তা'
আমাদেরই দিকে দেখো
চেয়ে আছে দেশটা।

ভাবো যদি সব কিছু
করে দেবে সরকার
ভুল সেটা, তোমাকেই
আগে বেশি দরকার।

হৃদয়ে প্রলেপ দিও
দেশপ্রেমী মলমে
লড়ে যাও নেটে - ঘাটে
কাগজে ও কলমে।

দেখিয়ে যে দিতে হবে
মনোবল তাজা কার
আমি, তুমি - নাকি ঐ
মতি, মুজা রাজাকার।

বরাহের হার মানা
নয় মরীচিকারে
আমাদেরই জয় হবে
রাজাকার শিকারে।


মন্তব্য

স্বাধীন এর ছবি

হাসি

মাত্রই লেখা দিলাম WCSF নিয়ে, তারপরেই দেখি এই কবিতা। আহারে যদি কবিতে লিখতে পারতুম।

বরাহ শিকার জারি থাকুক।

আকতার আহমেদ এর ছবি

চলুক

সুরঞ্জনা এর ছবি

চলুক চলুক চলুক উত্তম জাঝা!

বরাহ শিকার জারি থাকুক।
...................................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

স্পর্শ এর ছবি

চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

গ্রেইট !

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি

- এই পোলাটা এমনই ছড়া লিখে, আমি তারে খুশির চোটে খাওয়াইতে খাওয়াইতে নিজের তহবিলই ফাকা কইরা ফেলতেছি! তাও অসুবিধা নাই, ধার কইরা হইলেও খাওয়ামু স্বপ্নার আহত প্রেমিক। ছড়া চালায়া যান। মনোবল আমাদের চাঙ্গা থাকুক, মতি, মুজা, গুআদের শিকার জারী থাকুক।

চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আবির আনোয়ার [অতিথি] এর ছবি

হাততালি
গুরু গুরু গুরু গুরু


স্বপ্নার আহত প্রেমিক

গড়াগড়ি দিয়া হাসি

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

চলুক চলুক চলুক

অতিথি লেখক এর ছবি

অসাধারণ কবিতা...
বরাহ শিকার জারি থাকুক।

সন্ধ্যা

অনিন্দিতা চৌধুরী এর ছবি

দুর্দান্ত!

রাহিন হায়দার এর ছবি

গুরু গুরু
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অনার্য সঙ্গীত এর ছবি

এই পোলার কাছে আমি ছড়া লেখা শিখমু
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

অসাধারন...
সকল বরাহ নিশ্চিহ্ন হবার আগ পর্যান্ত বরাহ শিকার অব্যহত থাকুক।

লগে আছি।

শুভাশীষ দাশ এর ছবি

চলুক

রেনেট এর ছবি

সাম্নের বইমেলায় আপ্নের বই চাইই চাই!
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিত্য এর ছবি

ছন্দে ছনে খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন অতি চমৎকার মনোভঙ্গি...

অনিকেত এর ছবি

দুর্দান্তিস !!!!!
ছড়াটা পুরাই 'মুস্তাফিজ' হইসে---!!

পরিবর্তনশীল এর ছবি

চলুক

চলুক চলুক
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রায়হান রশিদ এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

ইশতিয়াক রউফ এর ছবি

ওরে রে রে!! ব্যস্ততার দরুণ দেরি করে পড়লাম। দারুণ!

বরাহ শিকার জারি থাকুক।

ওডিন এর ছবি

ভাবো যদি সব কিছু
করে দেবে সরকার
ভুল সেটা, তোমাকেই
আগে বেশি দরকার।

চলুক ঠিকাছে!

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

অনন্ত [অতিথি] এর ছবি

অসাধারণ!

বরাহ শিকার জারি থাকুক।

===অনন্ত===

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।