শুধোয় আবু বক্করে

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: রবি, ০৭/০৩/২০১০ - ১:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পইড়া কঠিন চক্করে
বুঝলো আবু বক্করে
সর্বদা তা' হয়না ভালো
করলে কিছু শখ করে

খুব যে আচানক করে
কইরা বিয়া বক্করে
দেখতেসে তার কইলজাটাতে
উচ্চ বিভব শক করে

বৌটা তাহার মক করে
রাত দিনই হট টক করে
পান থেকে চুন খসলে বলে
নয় সে পরিপক্করে

ঘরটা নিজের লক করে
বইসা ভাবে বক্করে
বিয়ের আগের সেই ব্যাচেলর
লাইফখানাই রক্করে!


মন্তব্য

নাশতারান এর ছবি

নিজের হাতে ছক করে
ফাঁইসা গেছে বক্করে,
ঘরের ভিতর কাইন্দা কী লাভ?
ডাকেন তারে নক করে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তিথীডোর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
লগড ইন দেখেই ভাবছিলাম, ঠিক একটা জম্পেশ ছড়া আসছে... দেঁতো হাসি

জিহাদ ভায়া রক্করে!!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সবজান্তা এর ছবি

সদ্যবিবাহিত যে কাউরে পঁচায়া ভূত বানায়া দেওয়া যাবে- এমন একটা ছড়া !


অলমিতি বিস্তারেণ

রণদীপম বসু এর ছবি

ছড়া দারুণ হইছে !

আরেকটা বক্কইরা ছড়া দেখেন এইখানে

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

পইড়্যা কঠিন চক্করে
জিহাদ ভায়ের খপ্পরে
হায়-কি-হল বইল্যা কাঁদে
'ম্যারেড' আবু বক্করে!

কৌস্তুভ

ধুসর গোধূলি এর ছবি
স্পার্টাকাস এর ছবি

তোরে কিছু কওয়ার নাই, বরাবরই রক্স।

------------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জি.এম.তানিম এর ছবি

এত কিছু জেনেও যারা
বিয়া করার সখ করে,
তাদের সাহস চিন্তা করেই
হৃদয় ওঠে ধক করে...

তোফা!!!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তিথীডোর এর ছবি

উদ্ধৃতি "এতকিছু জেনেও যারা
বিয়া করার শখ করে,
তাদের সাহস চিন্তা করেই
হৃদয় ওঠে ধক করে"

ঠিক!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিন্দিতা চৌধুরী এর ছবি

বাহ্, ছড়া আর ছড়ার বিষয় দুটোই চমৎকার।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সিরাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুহান রিজওয়ান এর ছবি

আপনে মিয়া মানুষ না- পুরাই মাল...

এই আইডিয়া ক্যাম্নে পান ??

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

পইড়োনা কেউ এর পরেও
'লাড্ডু'-বিয়ার চক্করে,
পড়লে পরে 'বাঁচবা'না আর,
লেইখ্খা গেলাম অক্ষরে!

মর্ম

রেনেট এর ছবি

ছড়ার সাথে "ছেলের বাপ সবুর করিতে চাহিলেন না" স্ট্যাটাস বাক্যের কিরম একটা যোগসূত্র পাচ্ছি দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনার্য সঙ্গীত এর ছবি

বিয়ার কাঁটা বাধলে গলায়
যায়না গেলা ঢক্ করে
সপ্নাহত বলছে কথা
এক্কেবারে 'হক‌্' করে চোখ টিপি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

ছড়া দিয়া কই ভাগলা?

স্নিগ্ধা এর ছবি

হা হা - ছড়াটাও রক্করে!!

তাসনীম এর ছবি

চলুক

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

শাহেনশাহ সিমন এর ছবি

গুল্লি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।