ফন্ট সমস্যার সমাধান

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ১১/০৭/২০০৭ - ৫:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমরা কিছুদিন ধরে ডাইনামিক ফন্ট নিয়ে কাজ করছিলাম যাতে ইন্টারনেট এক্সপ্লোরারে কোন ফন্ট ইনস্টল করা ছাড়াই লেখালেখি করা যায়। কিন্তু আমরা যতই ইউনিকোড নিয়ে গান গাই না কেন, ভাল একটা ফ্রী ফন্ট যেটা সব ব্রাউজারে ভালো ভাবে সার্পোট দিবে তার এখনও অভাব রয়েছে।

অনেক গবেষনা এবং আপনাদের ফ্রাস্ট্রেশনের পর বর্তমানে মুক্তি ফন্টকে ব্যবহার করা হচ্ছে আমাদের প্রাথমিক ফন্ট হিসেবে। মুক্তি ফন্টের সমস্যা হচ্ছে এটা ফায়ারফক্সে হালকা দেখায়, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে ঠিক দেখায়।

এই সমস্যা সমাধানে, আপনার সিস্টেমে Start > Control Panel > Fonts এ গিয়ে মুক্তি ডিলিট করে ফেলুন। ফায়ারফক্সে Tools > Options > Content এ গিয়ে ডিফল্ট ফন্ট BNG করুন। ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য কিছু করার দরকার নেই।

এতে করে ফায়ারফক্সে আপনি BNG এবং ইন্টারনেট এক্সপ্লোরারে ডাইনামিক্যালি Mukti ফন্টে লেখা দেখতে পাবেন। আশাকরি এতে আপনার সমস্যার সমাধান হবে।

লেগে থাকুন সচলায়তনেই।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

AponaLohit ডিফল্ট করে দেখলাম । মজা লাগে দেখতে হাসি
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কনফুসিয়াস এর ছবি

আমার কাছে আপনালোহিতই ভাল লাগতো। কিন্তু লেখা ছোট করলে অক্ষরগুলো ওভারল্যাপ করে যায়।
আমি এই মুহুর্তে BNG আর সিয়ামরূপালি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছি। দুটোই ভালো।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

BNG তেই দেখতে ভালো লাগছে এখন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার চ্যাট সমস্যার সমাধান হয়েছে?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চ্যাটই তো আনএবল দেখতে পাচ্ছি গতকাল থেকে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ওয়াও!
এখন আবার দেখলাম।
চ্যাটে দারুণ বাংলা আসছে!!! অনেক ধন্যবাদ।

দ্রোহী এর ছবি

মামু, চ্যাট সমস্যার সমাধান হয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ।
__________
কি মাঝি? ডরাইলা?

মুহম্মদ জুবায়ের এর ছবি

মা. মুরশেদ, ইংরেজি ফন্টটা বদলানো যায় না? একেকটা অক্ষরের মধ্যে দূরত্ব খুব বেশি, আবার পাশাপাশি দুই শব্দকে কষ্ট করে আলাদা করে পড়তে হচ্ছে। সামাধান আছে?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জুবায়ের ভাই, আপাতত কোন সমাধানা জানা নেই। আমরা আরো দেখে টেখে জানাবো নির্ঘাৎ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

খুবই ভালো জিনিস। দরকারী।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসিব এর ছবি

খন্ড ত মিসিং


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

মুহম্মদ জুবায়ের এর ছবি

উল্লেখ করে ভালো করেছেন, হাসিব। আমি ভুলে গিয়েছিলাম।

মা. মুর্শেদকে অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন। 'সমস্যা ও আবদার' জিনিসটা কি তুলে দেওয়া হয়েছে? হলে এর বিকল্প কি? কোনো সমস্যা হলে পোস্ট হাঁকানোর মানে হয় না।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তুলে দেয়া হয়নি জুবায়ের ভাই। টুকিটাকি > সমস্যা ও আব্দার এ গিয়ে পাবেন। ওখানে মতামত নামে আরেকটা জিনিস আছে। মতামতে কিছু জানালে ইমেইল চলে আসবে আমাদের কাছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

বুঝলাম। মুক্তি ফন্টটা অবশ্য আমার ঠিক রোচে না হাসি


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।