ভ্যানটেজ পয়েন্ট দেখে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ২১/০৫/২০০৮ - ৮:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

বেশ ভালো লাগল ছবিটা। কাহিনীটা ভুয়া। আমেরিকার লাড্ডু প্রেসিডেন্ট গেছে স্পেইনে। সেখানে তাকে মারার জন্য লোক লেগেছে। আমেরিকানরাও কম যায় না। তারাও কিভাবে যেন টের পেয়েছে যে প্রেসিডেন্টকে মারা হতে পারে। তাই তারা বুকাুদা পাবলিকের চোখে ধুলা দেবার জন্য নকল প্রেসিডেন্ট পাঠিয়েছে। এদিকে সন্ত্রাসীরা এটাও জানত যে নকল থাকতে পারে। তাই তারা দুটাকেই গুলি করে মারতে চায়। কিন্তু হিরু থাকতে কি তা আর হতে পারে?

ছবির যে জিনিসটা ভালো লাগল সেটা হল ছবির মেকিং। অসাধারন!! দশ মিনিটের একটা ম্যাসিভ এসাসিনেশন। কিন্তু তার মধ্যেই অসংখ্য জট, অসংখ্য ডাইমেনশন, অসংখ্য মুখ। কিভাবে সেটাকে দর্শকের কাছে উপভোগ্য করে পৌছে দেয়া যায়? এটাই ছিল পরিচালকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিচালক পিট ট্রাভিস খুবই সুচারু ভাবে সেটা সমাধান করেছেন।

পুরো ছবিটায় সেই এসাসিনেশনের ঘটনার ১০ মিনিটকে বার বার দেখানো হয়। বিভিন্ন জনের দৃষ্টিকোন থেকে। প্রতিবার দেখানোর সময় একটা একটা করে জট ছাড়াতে থাকে। শেষমেষ কিভাবে যে খুনীদের পুরো প্লটটা আপনার মাথায় চলে আসবে টেরই পাবেন ন।

তবে গাঁজাখুরী লেগেছে প্রেসিডেন্টের বেঁচে যাওয়া, সেল ফোন করে খুনীদের অসাধ্য সাধন ইত্যাদি। তবে হাতে সময় নষ্ট করার মত সময় থাকলে দেখে নিতে পারেন।


মন্তব্য

দ্রোহী এর ছবি

যেদিন মুক্তি পাইছিল ওইদিনই দেখেছিলাম। হাসি

আমার কাছে বেশ ভালই লেগেছে। পুরো সময় জুড়ে টানটান উত্তেজনা। কোন চিন্তা-ভাবনা, যুক্তি বুদ্ধির প্রয়োজন ছিল না।

Cloverfield দেখে ফ্যালেন।


কি মাঝি? ডরাইলা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

Cloverfield কেমন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

আমার কাছে মোটামুটি মনে হয়েছে। ব্লেয়ার উইচ প্রোজেক্টের আইডিয়া।


কি মাঝি? ডরাইলা?

আকতার আহমেদ এর ছবি

মুর্শেদ ভাই মনে হয় ম্যালা দিন পরে লিখলেন?
কেমন আছেন আপনি?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কয়েকটা লেখা শুরু করে আর শেষ করতে পারছি না। রাইটার্স ব্লক ভাঙ্গার জন্য আবঝাব দিয়া শুরু করলাম। আমি আছি একরকম। আপনার ছড়া লিখা কতদূর?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

খেকশিয়াল এর ছবি

মুভিটা আমার কাছে চরম লাগছে, একটাই ঘটনা সবার চোখে এমনভাবে দেখাইছে, জোস ! স্টাইলটা 'রশোমন' এর মত ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দ্রোহী এর ছবি

হ।

আকিরো কুরোসাওয়ার "রশোমন" ন্যারেটিভ স্টাইল।


কি মাঝি? ডরাইলা?

খেকশিয়াল এর ছবি

মেইন কাহিনী কিন্তু আসিল রিউনুসুকে আকাতাগুয়ার, এই পাব্লিক আরেক জিনিস ! তবে কুরোসাওয়া দাদুর তুলনা নাই কি কন ?

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দ্রোহী এর ছবি

কুরোসাওয়াকে নিয়ে কিছু বলার মত যোগ্যতা আমার নেই।

(ইদানিংকালে, বাংলাদেশের অনেক পরিচালক নাকি কথায় কথায় সত্যজিত রায়কে গিলে খান।)


কি মাঝি? ডরাইলা?

অছ্যুৎ বলাই এর ছবি

দেখতে হবে। মেকিং টি বাটারফ্লাই এফেক্ট টাইপ?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

খেকশিয়াল এর ছবি

নানা ওরকম নয়, দেখুন, দেখলেই বুঝবেন ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তীরন্দাজ এর ছবি

দেখিনি ছবিটা..., দেখতে হবে! আপনার লেখাতেই অনেকটা ধরে ফেলেছি। মনে হচ্ছে আপনারে লেখার মতো ভালো হবে না....!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দ্রোহী এর ছবি

যারা ভ্যানটেজ পয়েন্ট দেখতে চান। দেখে ফ্যালেন

পর্ব ১


কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি
দ্রোহী এর ছবি
অয়ন এর ছবি

বাংলাদেশে বসে যারা নেট ব্যবহার করে তাদের জন্য এই ভিডিও লিংকগুলা একধরনের অপমান।

হিমু এর ছবি

সবুর করো। মেওয়া ফলবে একদিন ফটাস করে।


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি

দ্রোহী জিন্দাবাদ



ঈশ্বরাসিদ্ধে:

দ্রোহী এর ছবি

ভুট দিবেন নি আমারে?


কি মাঝি? ডরাইলা?

হিমু এর ছবি

দেখলাম ছবিটা। জয় ভূতোদা! আরো কিছু ছাড়েন পারলে। মাথাটা জাম হয়ে আছে।


হাঁটুপানির জলদস্যু

অমিত এর ছবি

24 হচ্ছে দি বাপ অফ অল সাসপেন্স থ্রিলার।

হিমু এর ছবি

বাপধন, উইকিপিডিয়ার লিঙ্ক দ্যাস ক্যা? দ্রোহীর মতো কিছু দে থাকলে।


হাঁটুপানির জলদস্যু

দ্রোহী এর ছবি
অমিত এর ছবি

গ্যালো, হিমুর পড়া বরবাদ

দ্রোহী এর ছবি

বেচারা হিমু!


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেকদিন পরে মুর্শেদ ভাই...।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।