মিউজিক্যাল (স্ট্যাফ) নোটেশনের ক্র্যাশ কোর্স

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ১৩/০৭/২০০৯ - ১০:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নোটস
একেকটা মিউজিকাল নোট এবং রেস্ট আসলে আনুপাতিক সময় নির্দেশ করে। অর্থাৎ একটা নোট কত সময় ধরে বাজবে সেটা না বইলা আরেকটা নোটের সাপেক্ষে কতক্ষণ বাজবে সেইটা বইলা দেয়। এখন রেফারেন্স সময় যদি, 'R' ধরা হয় তাহলে এইটার সাপেক্ষে নোট গুলির সময় নীচে দেয়া হইল।

এইগুলি পাওয়া যাবে এইখানে। এইখানে কয়েকটা বহুল ব্যবহৃত নোট দেয়া হইল।

ব্রেভ বা ডাবল হোল
সময় 8 R
সেমিব্রেভ বা হোল
সময় 4 R
মিনিম বা হাফ
সময় 2 R
ক্রটশেট (উচ্চারন কি ক্রশ্যে?) বা কোয়ার্টার
সময় 1 R
কুয়েভার বা এইটথ্
সময় 1/2 R
পতাকা খিয়াল কইরা
সেমি কুয়েভার বা সিক্সটিনথ্
সময় 1/4 R
বিমড্ নোট
পতাকাওয়ালা কুয়েভার বা তারচেয়ে দ্রুততর (সব পতাকাওয়ালা) নোট গুলির ক্ষেত্রে একলগে জোড়া দেওনের জন্য এইটা ব্যবহার করা হয়। একলগে এইটা একটা নোট গ্রুপ রিপ্রেজেন্ট করে।
ডটেড নোট
একটা নোটের পাশে ডট বসলে সেইটা নোটটারে আরো অতিরিক্ত অর্ধেক (মূল নোটের দেড় গুন) পরিমান স্থায়ী কইরা দেয়।

এমনে কইরা পরের গুলায় পতাকার সংখ্যা বাড়তে থাকব, সময় কমতে থাকব। মানে দ্বিগুন গতিতে নোটটা বাজতে থাকব। আর ডান্ডা উপর নীচে যেদিকেই থাকুক একই জিনিস প্রকাশ করে।

তাইলে নোট গুলি হইল সময় নির্দেশক। কিন্তু কোন শব্দ বাজব (এইটারেও আবার নোট কয়) সেইটা নির্দেশ করা হয় এই নোট গুলিরে একটা বারের উপর বসাইয়া। সেইটা আসতেছে এইবার।

লাইন
লাইনের উপর দিয়া উপরের মিউজিক নোটেশনগুলা বসানো হয়। কোন লাইনে বসানো হইতেছে তার উপর নির্ভর করে কোন কম্পাঙ্কের শব্দ বাজবে। গুরুত্বপূর্ণ লাইনের ধরনগুলি আগে বইলা নেই। তারপর কেমন লাইনের উপর নোট গুলি বসে সেইটা বলব।

স্ট্যাফ, স্টেইভ
এইটা মোটামুটি সব জায়গায় পাবেন। পাঁচটা স্ট্যাফ লাইন আর মধ্যের চাইরটা ফাঁকা জায়গা ডায়াটোনিক স্কেলের কম্পাঙ্ক বা পীচ নির্দেশ করে। এই লাইনের বা ফাঁকা জায়গার কম্পাঙ্ক কি হবে সেইটা ক্লেফ দিয়া নির্ধারন করা হয়। ট্রেবল ক্লেফ এর ক্ষেত্রে সবচেয়ে উপরের স্ট্যাফ লাইনটা E নির্দেশ করে, আর তার নীচের ফাঁকা জায়গাটা C নির্দেশ করে। এইটা নিয়া পরে আরো আলাচনা করুম। লাইন গুলি নীচ থিকা উপর পর্যন্ত ১ থিকা ৫ পর্যন্ত সংখ্যা দিয়া প্রকাশ করা হয়। ফাঁকা জায়গাগুলিরে নীচ থিকা উপরে, ১ থিকা ৪ পর্যন্ত সংখ্যা দিয়া প্রকাশ করা হয়। সহজে মনে রাখনের লিগা লাইন গুলির কম্পাঙ্ক নীচ থেইকা উপরে "Every Good Boy Deserves Fudge" লাইনটা দিয়া প্রকাশ করা হয় (notes E-G-B-D-F)। আর ফাঁকা জায়গাগুলিরে মনে রাখনের লিগা উপরে থেকে নীচে "face" শব্দটা ব্যবহার করা হয় (notes F-A-C-E)।
বার লাইন
সঙ্গীতের দুইটা অংশরে আলাদা করনের জন্য ব্যবহার করা হয়। এইটারে লাইন ব্রেকের মত ধইরা নিতে পারেন।
ডাবল বার লাইন
সঙ্গীতের দুইটা সেকশনরে আলাদা করনের জন্য ব্যবহার করা হয়। এইটারে প্যারা ব্রেকের মত ধইরা নিতে পারেন

ক্লেফ
ক্লেফ পীচ রেঞ্জ নির্ধারন করে। অর্থাৎ কোন ধরনের ইন্সট্রুমেন্ট বাজতেছে সেইটার উপর ভিত্তি কইরা উপরের লাইন আর স্পেস গুলির কম্পাঙ্ক কি হবে সেইটা নির্ধারন কইরা দেয়।

জি বা ট্রেবল ক্লেফ
বেশীর ভাগ জায়গায় এইটারে দেখতে পাবেন। এইটা সাধারনত গীটার, পিয়ানোর মিউজক কম্পোজে ব্যবহার করা হয়। লাইনের রেঞ্জের মান গুলি হয় E-G-B-D-F, স্পেসের মানগুলি হয় F-A-C-E।
এফ বা বেইজ ক্লেফ
বেইজ গিটারের মত ইন্সট্রুমেন্টের জন্য এইটা ব্যবহার করা হয়।

এক্সিডেন্টাল
নোটের পাশে বইসা এইগুলি নোটগুলির কম্পাঙ্ক পরিবর্তন করে।

ডাবল ফ্ল্যাট
নোটের পাশে বইসা দুই ক্রোমাটিক সেমিনোট নীচে নামায় দেয়।
ফ্ল্যাট
নোটের পাশে বইসা এক ক্রোমাটিক সেমিনোট নীচে নামায় দেয়।
শার্প
নোটের পাশে বইসা এক ক্রোমাটিক সেমিনোট উপরে উঠায় দেয়।
ডাবল শার্প
নোটের পাশে বইসা দুই ক্রোমাটিক সেমিনোট উপরে উঠায় দেয়।

কী সিগনেচার
এইটা একবার বারের মধ্যে বসলে এরপরের নোটগুলি ওভারঅল ফ্লাট বা শার্প হয়। এতে কইরা বারবার এক্সিডেন্টাল ব্যবহার করার দরকার পড়ে না।

ফ্লাট কী সিগনেচার
যে লাইনে বসে সেই লাইনের সব টোন গুলি এক সেমিটোন কইরা ফ্ল্যাট হইয়া যায়।
শার্প কী সিগনেচার
যে লাইনে বসে সেই লাইনের সব টোন গুলি এক সেমিটোন কইরা শার্প হইয়া যায়।

টাইম সিগনেচার
এইটা হইল মিউজিকের মিটার নির্দেশক।

নির্দিষ্ট সময়
নীচের সংখ্যা নির্দেশ করে নোটের মান কি হবে। এইক্ষেত্রে 4 মানে হচ্ছে নোটগুলি হবে একেকটা কোয়ার্টার বা ক্রটশেট নোট। উপরের সংখ্যা নির্দেশ করে প্রতি মেজারে বা দমে কয়টা কইরা নোট বাজবে। এই উদাহরনে প্রতি মেজারে তিনটা কইরা কোয়ার্টার বা ক্রটশেট নোট বাজবে।

নোটের সর্ম্পক

টাই
জোড়া দেয়া দুইটা নোট একলগে বাজব।
স্লার
দুইটা নোট একটা ফিজিক্যাল স্ট্রোকে বা এক দমে বাজাইতে হইব।
লিগাটো
স্লারের মত নোটগুলি একলগে বাজাইতে হবে।
গ্লিস্যান্ডো বা পোর্টামেন্টো
একটা নোট থিকা পিছলাইয়া আরেকটা নোটে যাইবো।
লিগেচার
এইটারে ফ্রেইজ মার্কও বলা হয়। তার অলা ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে তার বাঁকা করা নির্দেশ করে।
কর্ড
একলগে কয়েকটা নোট বাজব।

উদাহরন
সি মেজর স্কেলটা স্ট্যাফ নোটেশনে কেমন হবে সেইটা দেখাই। এইটা দেইখা আপনার ইন্সট্রুমেন্টের লগে মিলান। তারপর বুঝতে পারলে পরে আরো উদাহরন দেখতে পারেন।

File:C Major scale (up and down).svg

এই ছবিতে সি মেজর স্কেল, C-D-E-F-G-A-B-C লিখা হইছে। একবার প্রথম থেইকা শেষ, তারপর উল্টা। এইখানে ফুল নোট ব্যবহার করা হইছে, কোন কী সিগনেচার বা এক্সিডেন্টাল ব্যবহার করা হয় নাই। ছবিতে নীচের দিকে একটা অতিরিক্ত লাইনের ব্যবহার খিয়াল কইরা। এইটা এইখানে শুনা যাইবো

রেফারেন্স

[১] http://en.wikipedia.org/wiki/Note
[২] http://en.wikipedia.org/wiki/Modern_musical_symbols
[৩] http://en.wikipedia.org/wiki/Musical_notation


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কারো প্রশ্ন থাকলে জিগাইতে পারেন। আপনারে উত্তর দিতে গিয়া নিজেরও শিখা হইব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অনিকেত এর ছবি

তুমুল--
এই জিনিস খুঁজছিলাম এত্ত দিন ধরে----

অনেক ধন্যবাদ!!!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনেরেও ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পারভেজ আহমেদ এর ছবি

এক গীটারিস্ট বলেছিলেন আমাকে স্টাফ নোটেশন একটু কষ্ট করে শিখে নিতে, তাহলে যাতে মিউজিক বাংলার মতো করে পড়ে যেতে পারি। শুরু করেছিলামও, কিন্তু যা হয়, এটা লিখে/ব্যবহার করে চর্চা না করলে ভুলে যেতেও সময় লাগে না। এ ছাড়া এখন আছে গীটার প্রো, ওটা দিয়েই নোটশেন স্টোর করার কাজ চালিয়ে নিচ্ছি...। কাউকে মিউজিক বোঝাতে গেলে পুরো বিষয়টা বাংলায় বোঝানো যে কি কষ্টকর সেটা অন্য আরেকটা পোস্ট-এ 'প্যারালাল থার্ড' ব্যাখ্যা করতে গিয়েই বুঝেছি। স্টাফ নোটেশন সহজ করে বাংলায় বোঝানোর জন্য ধন্যবাদ।

স্টাফ লাইনগুলো সহজ করে বোঝানোর জন্য হাতের পাঁচ আঙুলও ব্যবহার করা হয়, হাতের পাঁচ আঙুল ব্যবহার করে স্টাফ সেট বোঝানো হয়। আমার জন্য যেটা মনে রাখা সহজ হয়েছে। ফাঁকা অংশে/দুই লাইনের মাঝে/দুই আঙুলের মাঝে নিচ থেকে ওপরে নোটেশন মনে রাখার জন্য ব্যবহার করা হয় FACE, আর বাকিটা স্কেল অনুযায়ী মনে রাখা...।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একই অবস্থা আমারও। অনেক আগে দেখছিলাম এট্টু আধটু। পরে আর চর্চা হয় নাই। গত মাসে একবার শিখলাম। পরে দেখি ভুইলা যাইতেছি। তাই এই চোথা লিখলাম।

আঙ্গুল দিয়া মনে রাখার বুদ্ধিটা ভালো। তয় সোজা জিনিস, এমনিতেই মনে থাকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সবজান্তা এর ছবি

এইটার উচ্চারণ কি স্ট্যাফ নাকি স্টাফ ?


অলমিতি বিস্তারেণ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

উচ্চারনে কি বা হায়, আসে যায়? আমি আমেরিকান উচ্চারন ফলো করার চেষ্টা করি। সব সময় যে ঠিক ঠাক করতে পারি তা না। তবে নিয়ম অনুযায়ী, stuff হইল স্টাফ, staff হইল স্ট্যাফ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

লুৎফুল আরেফীন এর ছবি

মাহবুব ভাই,
যদিও অনেকদিন হয় গীটার ধরি না, তথাপি এই পোস্ট দেখে অতি আনন্দিত হয়ে ঢুকেছিলাম, পড়লাম, কিন্তু খুব যে বুঝলাম তা না।

আমারও এই বিদ্যা শেখার খুব ইচ্ছা! আপনার লেখায় লিড বাজানোর ধরণটা শেখানো হচ্ছে ধরে নিয়ে আগাচ্ছিলাম, উদাহরণে এসে, একটা কর্ড ধরা কিভাবে মেলাতে হবে সেটা দেখানো হলো, এখানে এসে খেই হারিয়ে ফেললাম।

বলে রাখছি, আমি এই জিনিস সম্পর্কে একেবারে পূর্ব ধারণা শূন্য।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কর্ডের উদাহরন তো দিছি বইলা মনে পড়ে না। সি-মেজর স্কেলের উদাহরন দিছি। লীডই তো!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যুধিষ্ঠির এর ছবি

দরকারী জিনিস! অনেক ধন্যবাদ। অনেক ধরে খুঁজছি যাতে কেউ একটু সহজে বুঝিয়ে দিতে পারে। আরেকটু বিস্তারিত লেখেন - যেমন ধরেন একটা পরিচিত সুরের এক দুই লাইন উদাহরণ হিসেবে ব্যবহার করে। তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিকাছে একটা দুইটা বাংলা গানের স্ট্যাফ কইরা দিমুনে। একটা সফটওয়্যার দরকার। দেখি পাই কিনা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুবুল হক এর ছবি

মুর্শেদ ভাই আপনাকে ধন্যবাদ। স্ট্যাফ নোটেশান পড়ে যন্ত্র বাজানো বা গান গাওয়া দুরূহ ব্যপার। পুরো নোটেশানটা অনেকবার রিপিট করার পর আয়ত্তে এলে তবেই সেটা দেথে সুরটা অনুসরণ করা যায়। বই পড়ার মত করে গান পড়ার কাজটা করতে পারলে তো আমি আর এ্যামেচার থাকি না, প্রফেশনাল।

.................................................................................................................

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রফেশনাল হইতে গেলে আপনে নিজে ছাড়া আর কেউ ঠেকায় রাখতেছেনা। কান্না কাটি ছাইড়া শিখা ফালান। কামে লাগব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার এই ল্যঙ্গুয়েজটা শেখার ইচ্ছা ছিল একসময় চোখ টিপি
সচলায়তন সমৃদ্ধ হোক এধরনের লেখায়। চলুক

অমিত এর ছবি

চলুক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আর কয়টা নোটেশন তুইলা দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যুধিষ্ঠির এর ছবি

কয়টা প্রশ্ন:

এক - ডটেড নোটের দরকারটা কি? যেমন ধরেন ক্রচেটের জায়গায় কুয়েভার বা কুয়েভারের জায়গায় সেমি-কুয়েভার বসায়া দিলেই তো সময় অর্ধেক হইয়া যায়। পতাকা বাড়ায়া দিলেও তো একই কাজ। ডট মাইরা সময় অর্ধেক করার কি উদ্দেশ্য?

দুই - E-G-B-D-F আর F-A-C-E এইগুলা কি নীচ থিকা উপর না উল্টা?

তিন - টাইম সিগনেচার অংশটা ঠিকমত বুঝিনাই। কোয়ার্টার নোট বুঝানোর জন্য তো পতাকা ছাড়া হকিস্টিকটা আছেই। আবার নাম্বার দিয়া বুঝানোর কি দরকার?

চার - টাই আর স্লার এর পার্থক্যটা বুঝিনাই।

এই উত্তরগুলা এই ক্র্যাশ কোর্সের মন্তব্যে দেয়ার দরকার নাই - আপনে বড় কইরা আরও উদাহরণসহ আরেকটা পোস্ট দ্যান দেঁতো হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। এইটা একটা অতিরিক্ত অপশন। ভুল হয়ে যাওয়া নোট ঠিক করতে ব্যবহার করা যেতে পারে। তবে এটা সময় বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় না। পোস্টের ভিতর ওয়ার্ডিং ঠিক করলাম যাতে ভালো করে বোঝা যায়।

২। নীচ থেকে উপরে। মূল পোস্টে জুড়ে দিলাম।

৩। টাইম সিগনেচার পুরো গানের সময় নিয়ন্ত্রন করে। আর নোট গুলা নিয়ন্ত্রন করে একেকটা টোনের সময়। টাইম সিগনেচারকে ড্রামসের বিট প্যার্টানের সাথে তুলনা করতে পারেন। আর নোটকে গিটারের একেকটা টোন বাজানোর সময়ের সাথে তুলনা করতে পারেন।

৪। টাইয়ে টোন পরিবর্তন হচ্ছেনা, স্লারে টোন পরিবর্তন হচ্ছে। আমিও পুরাপুরি বুঝি নাই।

একটা দুইটা উদাহরন সহ আরেকটা পোস্ট দিমুনে। পড়ার জন্য থ্যাঙ্কস।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টাইম সিগনেচার ব্যাপারটা আবার পইড়া আমি নিজেই কনফিউজ হয়া গেলাম। পরে জানাইতেছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যুধিষ্ঠির এর ছবি

থ্যাংকস।

যুধিষ্ঠির এর ছবি

এইখানে Crotchet-এর উচ্চারনটা বলা আছে ক্রচেট।

রণদীপম বসু এর ছবি

আমার এক্কেবারে শূন্য ধারণা থেকে পাওয়া নতুন জিনিস। খুব কৌতুহল নিয়ে পড়েছি। যদিও বুঝি নাই কিচ্ছু, তারপরও মনে হয় জ্ঞান বাড়ছে ! হা হা হা !

ধন্যবাদ মুর্শেদ ভাই। এ বিষয়ে আরো বিশদ পোস্ট আশা করবো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রণদীপম বসু লিখেছেন:
এ বিষয়ে আরো বিশদ পোস্ট আশা করবো।

মাথা খারাপ! আর লিখব না বস।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কিষান এর ছবি

গিটার প্রো'র মত সফটওয়্যার আসায় স্টাফ শেখার আগ্রহ চলে গেছে দেঁতো হাসি

তবে সকল সং বুকে স্টাফ নোটেশন দেওয়া থাকে। পড়তাম পারি না ইয়ে, মানে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।