সচলায়তন ইংরেজি ব্লগ চালু করা হল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ১০/০২/২০১২ - ৬:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Sachalayatan ইংরেজি বিভাগের ধারণা কয়েক বার পূর্বে উল্লিখিত হয়েছে। Sachalayatan ঘটনার পরিবর্তন অগণ্য সঙ্গে, এই অনুরোধ রাখা কাজ করতে তালিকায় অধ: পতন। অবশেষে আমি ছিল বহুভাষী সক্ষমতার উপর Drupal সিস্টেম আমার হাতে করা এবং Sachalayatan করুন এটি করতে সক্ষম হবেন।

আমি আশা Sachalayatan পাঠকদের যতটা ইংরেজি ব্লগ ​​হিসাবে তারা বাংলার এক কাজ ভোগ করবে।

Sachal হতে, Sachal রাখুন।

(গুগল ট্রান্সলেশন)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

en.sachalayatan.com

কালো কাক এর ছবি

সব ইংরেজি লেখাই কি আবার গুগল ট্রান্সলেশনে বাংলা করে আসবে ?
ইংরেজি ব্লগের মডারেশনের দায়িত্ব থাকা মডুদের সাড়ে সাতান্ন খবর আছে। খাইছে

দ্রোহী এর ছবি

খাইছে আমারে!

এখন থেকে কি আংরেজিতে ব্লগিং করতে হবে? চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

খালি ব্লগিং না মেম্বর, আপত্তি কিংবা বুকমার্ক করতে চাইলে সেইটাও আংরেজিতেই ক্লিক করে জানাইতে হবে। উপরে চায়া দেখেন! পুরাই পেরেশান অবস্থা।

ইশতিয়াক রউফ এর ছবি

উদ্যোগের জন্য সাধুবাদ, ভাইয়া। তবে ভাষান্তর করা লেখাগুলো পড়লে শুধু অনন্ত জলিলের কথা মনে পড়ে। দেঁতো হাসি

সাজ্জাদ সাজিদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

তাসনীম এর ছবি

সরাসরি ইংরেজি ব্লগ কি লেখা যাবে? সেটা কি প্রথম পাতায় প্রকাশযোগ্য? নাকি ওটার জন্য ইংরেজি পৃষ্ঠায় যেতে হবে?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

উচ্ছলা এর ছবি

এটি আমিও জানতে চাইছিলাম।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

www.sachalayatan.com/add/blog - ডিফল্ট ভাষা বাংলা।
en.sachalayatan.com/add/blog - ডিফল্ট ভাষা English।

তবে সরাসরি লেখা যাবে। লেখা প্রকাশের আগে ভাষা হিসেবে ইংরেজী বাছাই করে দিতে হবে। আর ইংরেজী পেইজে বাংলা কিবোর্ড বন্ধ থাকবে।

অন্ত আফ্রাদ এর ছবি

আদর্শলিপি খিলা বইছি মাগার অহনো উপরের লাইঙ্গুলা মালুম হইলো না!
গুগুল তিরান্সলিতর (বাংলায়)

ধৈবত(অতিথি) এর ছবি

আই অ্যাপ্রিশিয়েট

চরম উদাস এর ছবি

সোনার বাংলা ব্লগের সাথে যৌথ উদ্যোগে সচল-সোনা নামে সচলের একটা উর্দু ভার্সন করার দাবী জানায়ে গেলাম।
www.sachal-shona.yahabibi

তাপস শর্মা এর ছবি
তদানিন্তন পাঁঠা এর ছবি

হাততালি

মরুদ্যান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।