সব প্রদীপের নীচে অন্ধকার হয় না

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: শনি, ০১/০৮/২০১৫ - ৭:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

অপরিচয়ের দূরত্ব খুঁজে ফেরার গাঢ়তা স্পর্শ করতে চেয়েছি
ঠিকানার শেষ শব্দে থমকে গেলে গৃহস্থ মানুষ ঠিক কোন্ শূন্যতার
খাদের কিনারায় দাঁড়িয়ে থাকে ?
কখন সে বুঝতে পারে তারও আছে অখণ্ড বাতাস, নির্বিরোধ আলো
এমনকি নিজস্ব অন্ধকারের উপর জন্মগত অধিকার ?

এমন এক নিসর্গ যা সে গর্ভস্থ ভ্রূণের জন্য রেখে যেতে পারে,
এমন এক কৃতার্থ-ঋণ, স্বপ্নাহত মানুষের হাসির দামে যা স্পন্দিত হয়
এমন উপহার যা রূপকথার ব্যঙ্গমা-ব্যঙ্গমীর মত অনাগতকে জানিয়ে দেবে
নতুন রাজ্যের ঠিকানা !

দূরন্ত নীলিমাসহ বৃক্ষলতাগুল্ম-ফসলের অবাধ দিগন্ত রেখায়
পৌঁছুতে পারবে না জেনেও ততটুকু পর্যন্ত প্রসারিত ইচ্ছের কাছে
হারতে চায় না কেউ।
তবু আজ মধ্যরাতে
আটষট্টি-প্রদীপের নিচের অন্ধকারটুকু সরে গিয়ে
ভোরের আকাশচেরা পতাকার গায়ে মাখামাখি হবে যে-আলো তার মধ্যে
মুঠোমুঠো হীরকদ্যুতি দেখা যাবে এই প্রথম
দোয়েল অথবা শাপলার জন্যও আছে মমতার নিবিড় সান্নিধ্য
এই প্রথম তারা শুনে নেবে
একটি সমবেত সুরমুর্চ্ছনা

সচকিত খালবিল-আকাশ নিজের নাম খোদাই করার
অপার আনন্দে মেতে উঠবে এই প্রথম--
সেই সংগীতের পরতে পরতে,
এই ভোরে। (০১.০৮.২০১৫ , ০০.০১)


মন্তব্য

তাহসিন রেজা এর ছবি

ভালো লাগল।

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

মাহবুবুল হক এর ছবি

হাসি

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

অতিথি লেখক এর ছবি

ছিটমহলবাসীর এই মাহেন্দ্রক্ষনকে নিয়ে একটা লেখা চাইছিলাম সচলে, সেই চাওয়া পূর্ন করার জন্য অনেক ধন্যবাদ, মাহবুবুল ভাই!

দূরন্ত নীলিমাসহ বৃক্ষলতাগুল্ম-ফসলের অবাধ দিগন্ত রেখায়
পৌঁছুতে পারবে না জেনেও ততটুকু পর্যন্ত প্রসারিত ইচ্ছের কাছে
হারতে চায় না কেউ।

সত্যি, কেউ হারতে চায় না, আর এজন্যই সভ্যটা টিকে রয়েছে এখনো!
।।।।।।।।।।।।
অনিত্র

মাহবুবুল হক এর ছবি

হাসি

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

ভাষা বিকৃতির লেখাটি পরেও আসতে পারত, কিন্তু এই কবিতাটি থাকা প্রয়োজন ছিল নীড়পাতায়

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মাহবুবুল হক এর ছবি

নীড়পাতাতেই তো দিলাম !!

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সম্ভবত, একই দিনে দুটি পোস্ট এসে যাওয়ায় মোডুরা এটি ভেতরে পাঠিয়ে দিয়েছিলেন।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

একমত, সত্যানন্দদা!

অতিথি লেখক এর ছবি

একমত সত্যানন্দদা!
।।।।।।
অনিত্র

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।