একাত্তরের কার্টুন - ০১

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: বিষ্যুদ, ০২/০৮/২০০৭ - ১১:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

"স্বাধীন পূর্ব পাকিস্তান" শিরোনামের এই কার্টুনটি প্রকাশিত হয় ১৯৭১ সালের ২৭শে মার্চ দ্য গার্ডিয়ান পত্রিকায়

(পূর্নাবস্থায় দেখতে ছবিতে ক্লিক করুন)


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

দেখলুম। শিকল ছিড়ে ফেলা। তবে অস্পষ্ট।
_________________________
"ধূলি উড়ে যায়, দেখা দেয় শব্দরাশি"

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অরূপ এর ছবি

পূর্নাবস্থায় দেখতে ছবিতে ক্লিক করুন!

সুজন চৌধুরী এর ছবি

কী অস্পষ্ট?
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অপালা এর ছবি

হমম

দিগন্ত এর ছবি

আমার কাছে মুক্তিযুদ্ধের অনেক কার্টুনের একটা কালেকশন আছে, তাতে এটাও আছে। স্ক্যান করাবো করাবো ভাবি, কিন্তু করে ওঠা হয় না।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

সুজন চৌধুরী এর ছবি

জলদি দেন নাইলে দিগন্তে মিলাইয়া দিমু।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অরূপ এর ছবি

দিগন্ত,
প্রকাশ করুন! প্রকাশ করুন!!!
সোনার খনি নিয়ে বসে থাকলে কি চলে?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

দিগন্ত এর ছবি

আমি একটু ব্যাপারটা নিয়ে ভয়ে আছি। দেখেশুনে দিতে হবে, যদি কপিরাইট ভায়োলেশন হয়। আমি একটা বেনামী আকাউন্ট থেকে ওগুলো পোস্ট করব ২৬ আগস্টে দেশে ফেরার পরে। আমার কাছে মোটামুটি ৫০ টা কার্টুন আছে - দেশে বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকার।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মুহম্মদ জুবায়ের এর ছবি

আরো আসুক, জালাল ভাই।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

২১ মার্চে এ কার্টুন যাচ্ছে। স্বাধীনতার ঘোষণা বিষয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারণার জন্য এ কার্টুন খুব একটা সুখকর মনে হচ্ছে না।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অরূপ কার্টুন স্ট্রীপ হিসেবে প্রকাশ করার ব্যবস্থা কোরো, তাহলে দিন তারিখ অনুযায়ী ব্রাউজ করতে সুবিধা হবে।

জালাল ভাই শুরু হল তাহলে। দারূন দারূন। স্ক্যান আরেকটু বড় করে করা যায় কিনা বিবেচনা করবেন। দেখতে সমস্যা হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

থার্ড আই এর ছবি

এতদিন যে লোকটা শুধু আড়ালেই থাকতো,সবাইকে উৎসাহ দিত,সেই জালাল ভাই তার মুক্তিযুদ্ধের রত্ন ভান্ডার নিয়ে ব্লগে পোষ্ট দিয়েছেন!!!!
বেঁচে থাকুন হাজার বছর।
--------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুজন চৌধুরী এর ছবি

এম. এম. আর. জালাল ভাই,
অসংখ্য ধন্যবাদ। আরো দেখতে চাই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হাসিব এর ছবি

ধন্যবাদ । এগুলো একটু হাইরেজুল্যুশন ভার্শন কি পাওয়া সম্ভব ?


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

হাসান মোরশেদ এর ছবি

সচলায়তনের সোনা ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছিঃ হাসান ভাই খালি মন্দ কথা কয়। শয়তানী হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি
মুহম্মদ জুবায়ের এর ছবি

মণি-মানিক্য কইলে ঠিক আছে?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

থার্ড আই এর ছবি

সচলায়তনের সোনা ।

---------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ঝরাপাতা এর ছবি

আরো চাই। দিগন্তের ঝুলি থেকেও।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অমিত আহমেদ এর ছবি

একটা ভাল ই-আর্কাইভ গড়া হোক এখানে।
আরও চাই।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

অতিথি এর ছবি

দেখে ভাল লাগলো। এই রকম আরো চাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা।
-বিপ্লব রহমান।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।