মূক চৈতন্যের কথকতা (২)

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ২৮/০৫/২০১১ - ৩:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১/
মাথার ওপরে ছাদ, নিশ্চিন্ত সঙ্গম,
অভিমানকে এর মধ্যে ডেকোনা;
অভিমান উদ্বাস্তু হয়েছে অনিশ্চয়তার খোঁজে।

২/
অজ্ঞানতা ক্ষমার্হ
আঘাত কখনো শিল্পীত নয় জেনেছি এমন
বায়োস্কোপের হাট-বাজার নিমিষেই স্পষ্ট দেখা যায়
কেন দেখা যায়!

৩/

মাঝে মাঝে একা হওয়া ভালো
মাঝে মাঝে একা থাকা ভালো
মাঝে মাঝে প্রাচীন কর্ণের মত
একা পথে হাঁটা খুব ভালো

৪/
বর্ষার ভ্রুণে জন্মেছে যে নদী
তাতে মেঘেরই প্রবল অধিকার।

৫/
রোজকার যাত্রী যেইখানে
দেখেনি কখনো ঝউবন
মেঘহীন উষ্ণ সেই চড়ে
কান পেতে শুনেছি শ্রাবণ!

৬/
রঙীন গেলাশে আধাচাঁদ
নিমেষে লাটাই ফাঁদে মন
যুবক মেঘের চোখে আরোপিত অন্ধ রুমাল
পথের স্রোতের সাথে বাঁচবার বাজু জুড়ে যায়
বিষাদ এড়াবো বলে
ভুল করে গিয়েছি গো
মুখ ভার করেছিল নক্ষত্র সময়।

৭/
বাদামী বৃষ্টির তাপে দিক ভুল করেছে আকাশ
ভরসা রাখোনি কোন, তবু একবার
মৃদুস্বরে জপ ইষ্টনাম,
একটি গ্রহের কথা বল
(যার) জলের, রোদের রঙ কখনো তোমার মত নয়।


মন্তব্য

রকিবুল ইসলাম কমল এর ছবি

অসাধারণ! আপনার নাম আজ থেকে আমার প্রিয় কবিদের মাঝে থাকবে। হাসি

- ছাইপাঁশ

অনিকেত এর ছবি

দুর্দান্তিস!!!! গুরু গুরু

৩,৪ আর ৭ একেবারে বিনামূল্যে হৃদয়টা কিনে নিয়ে গেল!!

jayanta এর ছবি

মাঝে মাঝে একা ?? নাকি, আমরা সব সময় একা??

"এই কেমন আছিস?"

এমন করেই কাছে আসি।বৃষ্টি শেষ।আবার একা।

--Openbook!!

jayanta এর ছবি

মাঝে মাঝে একা ?? নাকি, আমরা সব সময় একা??

"এই কেমন আছিস?"

এমন করেই কাছে আসি।বৃষ্টি শেষ।আবার একা।

--Openbook!!

ফাহিম হাসান এর ছবি

বর্ষার ভ্রুণে জন্মেছে যে নদী
তাতে মেঘেরই প্রবল অধিকার।

- অসাধারণ, অ-অ-অসাধারণ।

(গুড়) (গুড়)

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মাঝখানের নিরবতাটা পুষিয়ে গেলো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিন্দ্য রহমান এর ছবি

গেলাশ হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ধৈবত(অতিথি) এর ছবি

দারুণ, সবকটাই

তাসনীম এর ছবি

দুর্দান্ত লাগলো।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আনন্দী কল্যাণ এর ছবি

চমৎকার, প্রত্যেকটাই।

কবি-মৃত্যুময় এর ছবি

মাথার ওপরে ছাদ, নিশ্চিন্ত সঙ্গম,
অভিমানকে এর মধ্যে ডেকোনা;
অভিমান উদ্বাস্তু হয়েছে অনিশ্চয়তার খোঁজে।

বর্ষার ভ্রুণে জন্মেছে যে নদী
তাতে মেঘেরই প্রবল অধিকার।

বিষাদ এড়াবো বলে
ভুল করে গিয়েছি গো
মুখ ভার করেছিল নক্ষত্র সময়।

কী চমৎকার অনুকাব্যগুলো!! চলুক

কল্যাণ হোক।

__________________________________
মৃত্যুসূর্য অগাধ!

আসমা খান, অটোয়া। এর ছবি

খুব খুব ভালো লাগলো, অনুভুতির, চেতনার প্রকাশ। কবিকে ধন‌্যবাদ।

অনার্য সঙ্গীত এর ছবি

স্বর্গীয়

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নীড় সন্ধানী এর ছবি

মাঝে মাঝে একা হওয়া ভালো
মাঝে মাঝে একা থাকা ভালো
মাঝে মাঝে প্রাচীন কর্ণের মত
একা পথে হাঁটা খুব ভালো

দারুণ লাগলো!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ফকির লালন এর ছবি

বহুদিন পর লিখলেন। ভালো লাগলো, ছয় নম্বরটা একদম অন্যরকম।

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, কি চমৎকার।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

guesr_writer rajkonya এর ছবি

ইস! কবে আপনার মত এত সুন্দর লিখতে পারবো? মন খারাপ
শ্রদ্ধা

মণিকা রশিদ এর ছবি

পড়ার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ রইল! হাসি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।