'ছিন্ন করে নিয়ে আসবে মৃত্যুসূর্য অগাধ!'

মৃত্যুময় ঈষৎ এর ছবি
লিখেছেন মৃত্যুময় ঈষৎ [অতিথি] (তারিখ: সোম, ২৩/০৫/২০১১ - ৭:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শিরোনাম:: 'ছিন্ন করে নিয়ে আসবে মৃত্যুসূর্য অগাধ!'
মনন:: বিমূর্ত।
লিখিত:: ২৩ মে ২০১১।

--- কবি মৃত্যুময়

কোন এক মৃত হলুদ পাতার ভিতর নি:শ্বাস শুনি তার
অন্তর্গত কোন মুমূর্ষু উপশিরা তখনও শেষ শব্দে উদ্যত-
রৌদ্রদগ্ধ আকাশ ছোঁবে আরেকবার করপুটে অবনত
সব দল আলোতে ভেসে যাবে অপার ক্ষুধায় আর
ছিন্ন করে নিয়ে আসবে মৃত্যুসূর্য অগাধ!

রিক্ত সে পথে পদভারহীন কাল বিস্তর ক্ষুধার্ত
হলুদ পাতাটির মর্মর স্বর অশ্রুত রেখে
নি:শব্দ নিরবতা ম্লান করে ভাঙে অপলাপ
নক্ষত্রের পুরাতন সময়ে সকলে জমা পড়ে-
ধ্বনিগুলো কণ্ঠোচ্চারণে আরো স্পষ্ট হয়।

কোন এক কুয়াশার রাতে বরফ জমে এলে
স্বপ্নের ভিতর বন উজাড় করে লক্ষীপেঁচা ডাকে
কোথাও ফিরে আসে স্বপ্নের প্রবলসাধ।
মৃত হলুদ পাতার ভিতর নতুন স্পন্দন পাই,
সবুজাভ ছায়া আকাশের ওপারে থরথর কাঁপে;
আকাশ ছাড়িয়ে অন্য আকাশে উড়ে যাই,
মৃত্যু জন্ম দেয় প্রশ্বস্ত সবুজ প্রাণময়!


মন্তব্য

কবি-মৃত্যুময় এর ছবি

শেষ বাক্যে 'প্রশস্ত' বানানে একটি আতিরিক্ত ব-ফলা টাইপিং মিস্টেক হয়ে চলে আসছে, দু:খিত। আরো বানান ভুল হয়ে যেতে পারে কিন্তু আপাতত চোখে পড়ল।

জনৈক উন এর ছবি

চলুক চলুক চরম তো,,,,,,,,,,.........

কবি-মৃত্যুময় এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- কবিতাটি বিমূর্ত হলেও বিন্দুমাত্র অর্থহীন নয়, আশাকরি বুঝে একমাত্র উৎসাহব্যঞ্জক মন্তব্যটি করলেন, ধন্যবাদ আবার।

রোমেল চৌধুরী এর ছবি

এ তো দেখি ফিনিক্স পাখির গান! আনন্দের মৃত্যু নেই। এভাবেই যে ভস্মের ভেতর থেকেও পুনরায় জেগে উঠে। অসাধারণ কবিতা।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কবি-মৃত্যুময় এর ছবি

এতদিন কোথায় ছিলেন, আপনাকে খুঁজছিলাম মনে মনে!! কেউ কবিতাটা পড়েও দেখে না, মন্তব্যহীন!! আপনি স্নেহ করে মন্তব্য করেন, খুব অনুপ্রাণিত হই, আরো ভালো লেখার সাধ থাকে!! কবি ও কাব্যবোদ্ধা আপনাকে অসামান্য ধন্যবাদ। আপনার কল্যাণ হোক।

আশালতা এর ছবি

মৃত্যুময়, 'কেউ কবিতাটা পড়েও দেখে না' এই কথাটা আসলে ঠিক না, আমি যেমন যেকোনো কবিতাই পড়ে ফেলি, কিছুক্ষন ভুরু কুঁচকে বোঝার চেষ্টাও করি, স্বভাবতই পারিনা, তাই কবিতায় মন্তব্য করার দুঃসাহস দেখাতেও যাই না।

----------------
স্বপ্ন হোক শক্তি

মৃত্যুময়-ঈষৎ এর ছবি

ইশ লতাদির এরকম একটা মন্তব্য মিস করে ফেলেছি!!!!!! মন খারাপ আপু একটু অভিমান করে বলা আর কী। দেঁতো হাসি আপনি কবিতা পড়েন শুনে খুব ভালো লাগল। দুঃসাহসের কথা বলছেন? তাহলে শুনুন লেখক তার লেখায় পাঠকের যে কোন মন্তব্য পেলে কী পরিমাণ খুশি হয় যদি জানতেন, তাহলে আর এমনটি বলতেন না। আপনার মন্তব্যতো আমাকে ভীষণভাবে প্রণোদিত করবে আরো ভালো লেখার..........

শুভেচ্ছা নিন, লতাপু।

সুমন_তুরহান এর ছবি

এই কবিতাটি মুগ্ধ করলো আমাকে। চলুক

মৃত্যুময় ঈষৎ এর ছবি

লইজ্জা লাগে আর এই অমূল্য মুগ্ধতা আমাকে আরো ভালো লেখার অনুপ্রেরণা জোগাবে!!! হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

প্রিয় ভাইয়ারা, আপনার যে কষ্ট করে আমার লেখাগুলো পড়েছেন এতে যে আমি আজ কী পরিমাণ আনন্দিত তার সীমা জানা নাই!!! লইজ্জা লাগে আপনাদের দুজন আজ আমার দিনটিকে স্মরণীয় করে দিলেন সচলে, এত সুন্দর আর উপকারী মন্তব্য-উপদেশ গুলো দিয়ে!!!! সুমন ভাই আর তানিম ভাই আপনাদেরকে ধন্যবাদ দিলে কিছু হবে না, আমার হৃদয়সিক্ত প্রসূনকোমল অভিবাদন আর শুভেচ্ছা নিন!!!! হাসি

তানিম এহসান এর ছবি

প্রসূনকোমল অভিবাদন! মারাত্মক লাগলো হে ইষৎ, অভিবাদন তাৎপর্য্য"পূর্ণ"ভাবে নেয়া হলো। সুমন তুরহান ভাইকে কিছুদিন অনিয়মিত দেখছি তবে আমি নিশ্চিত তিনিও নিতে ভুলবেননা। `প্রসূনকোমল অভিবাদন'!! হাসি :-) দেঁতো হাসি

মৃত্যুময়-ঈষৎ এর ছবি

হাসি দেঁতো হাসি সুমন ভাই নিশ্চয়ই নিয়ে ফেলেছেন। শুভেচ্ছা।

তানিম এহসান এর ছবি

কি অদ্ভূত সুন্দর!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

লইজ্জা লাগে ধন্যবাদ ধন্যবাদ আর ধন্যবাদ!!!! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।