আদর্শ স্বামী

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: শুক্র, ২৪/০২/২০১২ - ৯:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রূপনের দেয়া বিরাট হীরের আংটিটা চোখ ঝলসে দিল জিনার। একবাক্যে - ও বোল্ড আউট।

রূপনের সাথে ডেট করার কারনে জিনার বান্ধবীরা ওকে নিয়ে কম হাসাহাসি করেনি। ওর বাবার চেয়েও বয়সে বড় রূপন সাহেব। মাথা অনেক আগেই প্রায় চন্দ্রপৃষ্ঠ। কিন্তু জিনা জানত সুইচ কোথায় ও কিভাবে টিপতে হয়। যাক, সব ভাল যার শেষ ভাল। চুনোপুটি নয়, বড়শিতে ও তিমিই গেঁথেছে একটা।

এবং মহামূল্যবান হীরের আংটি পর্যন্ত পৌঁছে গেছে।

"হুম! দেখে আসল মনে না হলে কি হবে, বুঝা যাচ্ছে...," নিজের উচ্ছাস ঢাকতে ঠাণ্ডা গলায় স্মার্ট সাজার চেষ্টা করল জিনা। যেন জহুরীর চোখওলা, অভিজ্ঞ বনেদী মহিলা।

"কী! আসল মনে হচ্ছে না ?!!" পুরো না শুনেই রূপন আংটিটা ছোঁ মেরে কেড়ে নিল জিনার হাত থেকে। তারপর এক নজর ওটার দিকে তাকিয়েই ছুঁড়ে ফেলে দিল দূরে। "হতচ্ছাড়া সেল্‌সম্যানটা একটা আস্ত ভণ্ড আর মিথ্যুক ! ব্যাটা আমাকে এত করে আশ্বাস দিল যে, কেউ ধরতেই পারবে না আসল ব্যাপার!"



মূলঃ প্যাট বার্ট্রাম
ছায়ানুবাদঃ মন মাঝি


মন্তব্য

রিসালাত বারী এর ছবি

হো হো হো হো হো হো হো হো হো

প্রদীপ্তময় সাহা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

মন মাঝি এর ছবি

গল্পটার নাম 'আদর্শ দম্পতি' দিলেই বোধহয় ভাল মানাত, তবে আগের 'আদর্শ স্ত্রী' গল্পটার সাথে এ্যালাইন করার জন্য এই নামই দিলাম।

****************************************

এ হাসনাত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
বান্ধবী এর ছবি

ইশশ, চুরি ধরা পড়ে গেলো

দীপ্ত এর ছবি

আপনার অনুবাদাণুগল্পগুলো যা হচ্ছে না! এত অল্প পরিসরে পাঠককে চমকে দেয়া চাট্টিখানি কথা না। মূল লেখক আর অনুবাদক দুজনই অসাধারণ!

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

উদ্ভট রাকিব এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অন্যকেউ এর ছবি

এই অনুবাদাণুগল্প সিরিজটা পড়ে খুবই মজা পাচ্ছি। চমৎকার!

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

তারেক অণু এর ছবি
মরুদ্যান এর ছবি

হো হো হো হো হো হো

অনার্য সঙ্গীত এর ছবি

চমৎকার! হাততালি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুমিমা ইয়াসমিন এর ছবি

হাততালি

কেউ ধরতেই পারবে না আসল ব্যাপার!

আহারে!

মন মাঝি এর ছবি

আহা হাসি

****************************************

সৃষ্টিছাড়া  এর ছবি

চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হুম। সেলসম্যানটাই ভন্ড আর মিথ্যুক! দেঁতো হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মন মাঝি এর ছবি

তার চেয়েও খারাপ!! এমন ধোয়া তুলসী পাতার মত আদর্শ দম্পতির জুটিটা ভাঙতে চায় ও। একদম হতচ্ছাড়া শয়তানী হাসি

****************************************

প্রৌঢ় ভাবনা এর ছবি

উত্তম।

ধূসর জলছবি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি চলুক

তাসনীম এর ছবি

চলুক

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তদানিন্তন পাঁঠা এর ছবি

কস্কি মমিন!

লেখা গুল্লি চাল্লু

মন মাঝি এর ছবি

(বাঘুইয়েস)

****************************************

উচ্ছলা এর ছবি
মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

মন মাঝি এর ছবি

মন্তব্যের জন্য -- রিসালাত বারী, প্রদীপ্তময় সাহা, এ হাসনাত, সবুজ পাহাড়ের রাজা, বান্ধবী, দীপ্ত, উদ্ভট রাকিব, অন্যকেউ, তারেক অণু, মরুদ্যান, অনার্য সঙ্গীত, সুমিমা ইয়াসমিন, সৃষ্টিছাড়া, সুলতানা পারভীন শিমুল, প্রৌঢ় ভাবনা, ধূসর জলছবি, তাসনীম - সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

কুঙ্গ থাঙ এর ছবি

উত্তম জাঝা!

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

তারানা_শব্দ এর ছবি

খাইছে

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

মন মাঝি এর ছবি

হাসি

****************************************

কৌস্তুভ এর ছবি

(গুড়)

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

আলভী মাহমুদ এর ছবি

চলুক

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

জিজ্ঞাসু এর ছবি

হো হো হো

___________________
সহজ কথা যায়না বলা সহজে

শুভাশীষ দাশ এর ছবি

এই সাইজের গল্প পড়তে আরাম লাগে। করতে থাকুন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।