-

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৫/০২/২০১৩ - ৪:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

প্রথমটা ভাল্লাগছে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

রু এর ছবি

প্রথমটা পড়ে হি হি করে হাসলাম।

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ব্রেশ ব্রেশ! প্রথম-টা সেইইরকমের! মনে হচ্ছে আশেপাশেও কিছু নাম জানি এমন! আর তৃতীয়টাও ব্রেশ!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ঢাকার একটা বড় অংশ মানুষ এখন তার পাশের ফ্ল্যাটে যারা বাস করে তাদের ব্যাপারে মোটামুটি অজ্ঞ থাকে। এজন্য নিয়মিত নানা দুর্ঘটনাও ঘটে। পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, ঈর্ষা এখন আস্থা, বিশ্বাস, মমতাকে ধ্বংস করে দিয়েছে। প্রথম গল্পটার বাস্তব উদাহরণ আমি ভুরি ভুরি দিতে পারবো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মন মাঝি এর ছবি

পড়ার জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

উচ্ছলা এর ছবি

প্রত্যেকটিই ভালো লেগেছে হাসি

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

অতিথি লেখক এর ছবি

কবিগুরুর নিজের ঘরের বাইরের ধানশিষের ওপরের শিশিরকণাটি ‘মিস’ করে যাওয়ার কথাটা মনে পড়ে গেল... চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।