জয়তু মানবঃ চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: মঙ্গল, ২৫/০৯/২০০৭ - ২:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[লেখার শেষ অংশ প্রথমে ]
কিন্তু বিপত্তি ঘটলো তখনি । মানবন্দ্রে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে না । আদলতের সামনে দাড়িয়ে মানব একাগ্রভাবে ভয়শূন্য চিত্তে উচ্চ শিরে তার বিরুদ্ধে আনীত অভিযোগে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায় । সাবাস !!
সাবাস মানব !!! এক মানব যতো মানুষের জন্য জরুরী রক্ত সংস্থান করে দিয়েছে ততো গুলো মানুষ এর দুহাত ঢেকে দিতে পারে এইসব সাজানো নাটকের মহড়া মুহুর্তে । তাদের জমায়েত যেকোন রাজপথ এ লম্বা হতে পারে তিন কিলো । জয়তু মানবেন্দ্র !! যেমন ইচ্ছে তেমনি ভাবে চালানো যায়না , সাতদিন কেন হাজার দিনের রিমান্ডও মানসিক শক্তিকে পর্যাদুস্ত করতে পারেনা । আদলতের মন্জুর করা সাতদিনের রিমান্ড আর বোনাস ১ দিনের রিমান্ড , ভয়ভীতি শাররিক আর মানসিক যন্ত্রণা মাবকে টলাতে করতে পারেনি । পারে না । পারেনা এভাবে সব অমানবিক নির্যাতন, ক্ষমতার অপব্যবহার মানুষ মুখ বুঝেনিতে । মানবও নেয়নি । নেবেনা এই মিথ্যে সাজাননো নাটকের খলনায়কের ভূমিকা নিতে । হ্যা মানব ছাত্র শিক্ষকদের আন্দোলনে ছিল , প্রথম থেকেই ছিল । প্রথম দিনেই তা ভূমিকা ছিল সর্বাগ্রাহে , সবার প্রথমে । দায়িত্ব সচেতন শিক্ষার্থী , ছাত্র সংগঠেনের সভাপতি এবং সর্বোপরি ক্যাম্পাসের সবচেয়ে উচ্চু শ্রেনীর শিক্ষার্থী হিসেবে সবার কাতারে দাড়াতে সে দ্বিধা বোধ করেনি । যেভাবে যে কোন মুহুর্তে যে কোন মানুষের জরুরী রক্ত যোগাতে লাফিয়ে পড়েছে মানব ঠিক সেই ভাবে । আর তার ফলাফল প্রথমদিনে , প্রথম সন্ধ্যায় আহত । আহত অবস্থায় তো আর যাই হোক চিকিৎসা নিতে হয় , অন্তত গাড়ি ভাংচুর করা যায়না !!! আমরা মানবের উপর আস্থা রেখেছিলাম । আমাদের আস্থার ভিত্তি আমরা খুজে পেয়েছি , পাচ্ছি তার প্রতি পদক্ষেপে । ৭ দিনের রিমান্ড এ থেকে মানব তার দৃঢ় চিত্তের প্রমাণ দিল , প্রমাণ দিয়েছে আমরা প্রতিবাদ করে কোন ভুল করিনি । এই প্রতিবাদ নিজেদের অস্তিত্ব রক্ষার ।
হঠাৎ করেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানবেন্দ্র দেবনাথ । অথচ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার এ বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ সংগঠিত ঘটনায় চার্জশীটে অভিযুক্ত ছাড়া আর কাউকে গ্রেফতার করে আর হয়রানি করা হবে না । ঠিক তার কিছুদিনের মধ্যেই মানবকে সরকারী কোন গ্রেফতারী পরোয়ানা ছাড়াই শান্তি শৃংখলা বাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে কোন অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয় । আর যাবার বেলায় তারা মানব এর বাসা থেকে পরিবারের অন্যান্য সদস্যদের সহ ব্যবহৃত ৪ টি মোবাইল সেটও জব্দ করা হয় । এবং তারপর ??
যাবার সময় মানবের অনুজ সহোদরকে শাসিয়ে যাওয়া হয় এই খবর যেন মিডিয়াকে না জানানো হয় । কিন্তু মিডিয়ায় খবর চলে এলো । এবং তারপর একই চিত্রনাট্য !! বরাবরের মতোই ।যেহেতু মিডিয়ায় খবর চলে এলো তাই পরদিন আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়া হলো । দেখতে দেখতে সাতদিন পেরিয়ে গেল আর আজ আদলতে নিয়ে আসা হয়েছিল মানবকে । চিত্রনাট্য অনুযায়ী আমরা জানি আজ আদলতে ১৬৪ এ জবানবন্দি দেবে মানব তারপর হয় আবার কারাগার এ নতুবা জেলে । বিগত সাত দিনের রিমান্ডে সবার বিরুদ্ধে আনীত অভিযোগের স্বিকারোক্তি দিয়ে জবান বন্দি নেয়া হয় । কিন্তু বিপত্তি ঘটলো তখনি ।[ এরপর প্রথম প্যারা ]


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

এটা কি আজকের আপডেট?
ধন্যবাদ রাহা । এইসব খবর মুল মিডিয়ায় আসার দিনতো ফুরিয়ে গেছে ।
নিউজপেপার আর পিপলস মিডিয়া নেই ।

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রাহা এর ছবি

হ্যা ! আপাত্ত শেষ আপডেট । তাকে কারাগারে পাঠানো হয়েছে । সম্ভবত খুব শীঘ্রই তার সাথে তার পরিচিতজনদের সাক্ষৎ করতে দেয়া হবে বলে আশা করছে সবাই ।

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

হাসান মোরশেদ এর ছবি

আইনী সহযোগীতা পাচ্ছে তো? শুনলাম আরিফের পক্ষে দাঁড়ানোর জন্য কোন আইনজীবি পাওয়া যায়নি ।
সব রয়েল বেংগেলের বাচচা কাচচা ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি এর ছবি

বটুমিয়ার শের-এ-বাংলা তো এদেশে 'কুত্তা-বিলাই' ছাড়া কিছু দেখেন নি। এই তো আছে আমাদের অয়োময় মানব !

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হুমম। পরিস্থিতি বিপদজনক।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জার্নালিজম উইদাউট ফেয়ার অর ফেভার যাদের স্লোগান, দেখি এবার তারা কী করে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সাবাস, মানবেন্দ্র!

আর পত্র-পত্রিকার ভূমিকার কথা না বলাই ভালো। 'আমন চাষের উপকারিতা' জাতীয় সম্পাদকীয়-উপসম্পাদকীয় ছাপা হচ্ছে এখন। আজকের মোহম্মদ প্রথম আলোর সম্পাদকীয়-উপসম্পাদকীয় পাতাই তার প্রমাণ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

সাবাস!!!!
লাল সেলাম।
ইনকিলাব জিন্দাবাদ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

তারেক এর ছবি

মানবেন্দ্ররা আছে বলেই এখনও স্বপ্ন দেখার সাহস পাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আরিফ জেবতিক এর ছবি

মানবের এই টিকে থাকার দূ:সাহসকে লালসালাম।
তবে শেষ পর্যন্ত টিকে থাকা বড়োই কষ্টের।দানব রাষ্ট্র তারপর গ্রেফতার করে ফেলতে পারে মানবের বাবা,ভাই আর বোনের স্বামীকে।

রাষ্ট্র অনুরোধ করে না,বাধ্য করে।
তবু শেষপর্যন্ত কেউ কেউ ঠিকই টিকে থাকে।
মানব টিকে থাকুক,কায়মনে এই প্রার্থনা করি।

বিপ্লব রহমান এর ছবি

জয়তু মানবেন্দ্র !!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।