আদর আদর

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ০১/০২/২০১০ - ৬:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আয় রাজাকার আয় না ওরে,
ঘুরতে যাব কোলে করে,
কাজল দিয়ে তোর কপালে,
স্নো-পাউডার লাগিয়ে গালে,
পরিয়ে পায়ে নতুন জুতো
মারব পেটে স্নেহের গুঁতো,
মেলা থেকে কিনব বাঁশি,
খেলনা সাথে রাশি রাশি,
মাথায় দিয়ে জরির টুপি
আদর দেব চুপি চুপি,
এবং শিশুপার্কে তোকে
খেলতে দেব সকাল থেকে,
পুরান ঢাকায় ঘোড়ার পিঠে
লেপ্টে খাবি হাওয়াই মিঠে,
গোসল দিয়ে গরম জলে
তেল মাখব রোদের তলে,
আস্ত মোরগ সাঁটিয়ে গরম
ছাড়বি ঢেঁকুর চরম চরম,
দিব্যি চুষে আঙুল মুখে
ঘুমিয়ে যাবি আপন সুখে,
রাত্রে হঠাৎ গেলেই জেগে
দুধ খাওয়াব পেগে পেগে…

হঠাৎ কেন হ্যাঁচকা টান…?
পাকড়ে ধরে তোর দু-কান
মুচকি হেসে জল্লাদে
বলল তোকে, কল্লা দে!
উঠলি কেঁদে জোর গলায়
কারণ দড়ি তোর গলায়…

…জাহান্নামের ইমিগ্রেশন
দিব্যি পেলি লটকে!
(এতক্ষণের স্বপ্ন মধুর
কেমন দিলাম চটকে?)


মন্তব্য

চড়ুই এর ছবি

মৃ্দুল দা, খুব খুব ভালো লেগেছে।
শেষের দিকের বাঁকটা দারুন।

মারব পেটে স্নেহের গুঁতো
দুধ খাওয়াব পেগে পেগে

দুটো লাইন অভিনব!!

স্নিগ্ধা এর ছবি

হা হা হা হা - দারুণ, মৃদুল!!!! আকতার আর তুমি হটাৎ ভালু হয়ে যাওয়ার একটা ভাব দেখাচ্ছ, ব্যাপারটা কী??

রেনেট এর ছবি

ঠিক, ঠিক!!

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নাশতারান এর ছবি

দেঁতো হাসি হো হো হো

এবং শিশুপার্কে তোকে
খেলতে দেব সকাল থেকে,

একটু ছন্দপতন হল না?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনিন্দ্য রহমান এর ছবি

ঠিকাসে ... স্বরবৃত্তে ৮ মাত্রা করে


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ধুসর গোধূলি এর ছবি
সুরঞ্জনা এর ছবি

চলুক হাসি
--------------------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তিথীডোর এর ছবি

মজারু!!!

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আশরাফ মাহমুদ এর ছবি

সুন্দর। ছন্দ ভালু পাই।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

রেনেট এর ছবি

এমন ছড়া মাথায় নিয়ে চুদুর বুদুর চইলত ন!

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতিথি লেখক এর ছবি

এতক্ষণের স্বপ্ন মধুর
কেমন দিলাম চটকে?

হেহে । সেইটাই করতে হইব ।

বোহেমিয়ান

অনার্য সঙ্গীত এর ছবি

নাহ! সচলায়তনের ছড়াকারগুলা খ্রাপ। রাজাকারগুলারে সবসময় মানসিক নির্যাতন করে... দেঁতো হাসি
ছড়া জটিল হইছে মৃদুল্দা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

মৃদুলদা, দারুণ ছড়া! বাঁকটা প্রত্যাশিত ছিলো, তবে প্রকাশে আপনার অনন্যতাকে আবারো ভক্তি জানাচ্ছি! ছন্দ... চলুক শ্রদ্ধা গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

মৃদুলদা, দারুণ ছড়া! বাঁকটা প্রত্যাশিত ছিলো, তবে প্রকাশে আপনার অনন্যতাকে আবারো ভক্তি জানাচ্ছি! ছন্দ... চলুক শ্রদ্ধা গুরু গুরু

---- মনজুর এলাহী ----

অনিকেত এর ছবি

নাহ ---মৃদুল দা আর আক্তার ভাই যে ভাবে উপুর্যুপরি 'ছড়াৎকার' (ছড়ায় ছড়ায় বলাৎকার) করে চলেছেন রাজাকারদের --তা কোন তুলনা নেই!!

আরো আসতে থাকুক

তাসনীম এর ছবি

দারুন।

--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

মুচকি হেসে জল্লাদে
বলল তোকে, কল্লা দে!

আহা সব রাজাকারকে যদি এইটা বলতে পারতাম!
রেনেসাঁ

নাজমুস সামস এর ছবি

ভালউ

শাহেনশাহ সিমন এর ছবি

দুধ খাওয়াব পেগে পেগে

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মৃদুল আহমেদ এর ছবি

সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সাইফ তাহসিন এর ছবি

এইটা বেশি মজার হইছে
কোট কইরা মজা নষ্ট করুম না, আপনে আর আ.আ. না থাকলে ছড়া পড়ার মজাটাই থাকত না।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দুষ্ট বালিকা এর ছবি

হো হো হো

-------------------------
ওলো সুজন আমার ঘরে তবু আইলোনা
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলোনা!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফুল আকবর খান এর ছবি

দুধ খাওয়াব পেগে পেগে…

হা হা হা হা হা! গড়াগড়ি দিয়া হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তারানা_শব্দ এর ছবি

দুধ খাওয়াব পেগে পেগে

গড়াগড়ি দিয়া হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।