বঙ্গবন্ধু

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: বুধ, ১৫/০৮/২০০৭ - ৭:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিন্দুকেরা কত কথা বলে, কিন্তু সবাইকে যদি একটাই প্রশ্ন করি,

মৃত্যুর সময় এই লোকটার ব্যাংক ব্যালেন্সে কয়টা টাকা ছিল? এই দেশের সর্বেসর্বা ছিলেন তিনি সাড়ে তিন বছর, কেউ কি দেখাতে পারবে তিনি রাষ্ট্র থেকে একটি টাকাও অন্যায়ভাবে নিয়েছেন?
তাঁর স্ত্রীকে প্রতিদিন হিসেব করতে হতো ৩০-৪০ জন লোকের খাবার কোথা থেকে জোগাড় করতে হবে?

আচ্ছা? একটা প্রশ্ন কি সবার মনে জাগেনা?
বঙ্গবন্ধু তো জানতে পেরেছিলেন, আঁচ করতে পেরেছিলেন যে তাঁর উপর আঘাত আসবে। তিনি তো প্রাণ বাঁচাতে আরো অনকে বেশী প্রোটেকশন নিতে পারতেন, তিনি অন্য কোথাও সরে যেতে পারতেন। গেলেন না কেন?

বড় বেশী বোকা ছিলেন লোকটা?
'যে দেহকে, যে দেশের মানুষকে এত ভালবাসি, তারা আমার উপর আর কতটুকু আঘাত করবে!' এই ভেবেছিলেন?

আমার বোকা নেতা, তুমি কি জাননা যে ভালবাসার প্রতিদান সবাই দিতে পারেনা।

কৃষকের একবেলার অন্ন, শ্রমিকের একটি সিনেমা দেখার আনন্দ, প্রানঘাতী বুলেট, সবকিছুর মূল্য আছে,

"মূল্যহীন শুধু তোমার জীবন, পিতা।"

....

....

....

আরও কি কি যেন বলতে চাইছিলাম, মাথার ভেতরটা এলোমেলো হয়ে গ্যাছে ... কিছু লিখতে পারছিনা ...

শুধু এটুকু মনে আছে, অনেক আগে যখন প্রথমবার শিশু রাসেলের ছবি দেখেছিলাম, তার কাহিনী জেনেছিলাম,
আমি শুধু একটা কথাই ভাবতে পেরেছি,

"১৫ই আগস্টের সেই ভয়াবহ হত্যাকান্ডের পুরোপুরি বিচার চাই"

....

....

আর কিছু বলতে পারছিনা ...

ওহ আরেকটা কথা ... যারা মুজিব-হত্যার ঘটনা মনে করে মুচকি হাসো তাগোরে মুজিবের ভাষায়ই বলে রাখি,

'আর দাবায়া রাখবার পারবানা, বিচার এদেশের মাটিতে হবেই হবে!!!!!'


মন্তব্য

অতিথি এর ছবি

cheers দাদা! এই জোশটা আমাদের শেষ অব্দি থাকলেই হয়! লজ্জিত হই যখন আমাদের মেরুদন্ডটা কুজোঁ করে হাটতে অভ্যস্ত হয়ে উঠি আর সত্য ভুলে মেতে উঠি নির্লজ্জ দল্বাজীতে ...এই আশাহীন দেশে একটাই আশা করি এখনো, অন্তত এই লোকটার হত্যার বিচার করে শুরু হোক বাংলাদেশের নতুন যাত্রা ! "জয়বাংলা জয়বঙ্গবন্ধু" যেন বাংলাদেশের আপামর বাংলীর শ্লোগান হয় শুধু আওয়ামীলীগের নয়।

ধ্রুব

জ্বিনের বাদশা এর ছবি

"অন্তত এই লোকটার হত্যার বিচার করে শুরু হোক বাংলাদেশের নতুন যাত্রা "
শুরু হোক ,,,
কিভাবে করা যায়, আলোচনা করি আসুন
ধন্যবাদ@ধ্রুব
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হাসান মোরশেদ এর ছবি

লেঃকর্নেল এম এ হামিদের বর্ননায়,১৫ আগষ্ট সারাদিন ক্যান্টনমেন্টের ভিতরের চিত্র ফুটে উঠেছে ।
আগ্রহী পাঠক পড়ে দেখতে পারেন,নিচের লিংকে ক্লিক করেঃ

সেদিন সেনানিবাসের ভিতরে

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পিতা, তোমায় সেলাম।

অচেনা এর ছবি

শ্রদ্ধা

-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

ঝরাপাতা এর ছবি

বড় বেশি আবেগ দিয়ে লিখেছেন লেখাটা। তাই পাভেল ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা লেখার সময় চোখের যে জলটাকে জোর করে চেপে রেখেছিলাম, এবার আর সেটা পারলাম না।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

মুহম্মদ জুবায়ের এর ছবি

এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আরো অনেক অন্যায় করার সুবিধা ও সাহস অনেকেই করেছে। তারই মাশুল আমরা আজও গুনছি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

জ্বিনের বাদশা এর ছবি

ঝরপাতা, চোখের জল প্রত্যয়ে পরিণত হোক

প্রথম যেদিন শুনলাম গুনে'র কবিতাটা শিমুলের আবৃত্তিতে
তখন থেকেই 'মূল্যহীন শুধু তমার জীবন,পিতা'লাইনটা পর্যন্ত আসলে চোখ ভিজে ওঠে, বোবা আক্রোশ হয়

একটা অদ্ভুত ব্যাপার, ভেবে দেখেছেন?
জাতি হিসেবে এই কলঙ্ক আমরা কোনদিন মুছতে পারবনা!!!!!!!!

জুবায়ের ভাই, সেই শুরু
একটার পর একটা অন্যায় ,,, অভিশাপের মতো ,,, আমরা তো অভিশপ্ত হবার মতোই কাজ করেছি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।