খুলে দেয়া হচ্ছে চিড়িয়াখানা !!!

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: মঙ্গল, ১২/০৮/২০০৮ - ১১:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শহর জুড়ে ফিসফিসানী, কানাঘুষার শোর
খুলে দেয়া হচ্ছে নাকী চিড়িয়াখানার দোর !
স্বদেশখেকো বাঘ ভালুক আর হিংস্র শ্বাপদ সব
আটক থেকে মুক্ত হবে এই উঠেছে রব !

শহরটাকে বন বানিয়ে আবার নাকী তারা
করবে রোপন পাড়ায় পাড়ায় জংলীবাদের চারা !
খবর শুনে স্বপ্ন দেখা মানুষগুলো আজ
মূর্তি হয়ে বসে আছে মাথায় নিয়ে বাজ !

লেজ গুটানো চিড়িয়ারাই
দেশ করলে জয় !
স্বপ্ন দেখে লাভ কী তবে
স্বপ্নে কী আর হয়!

আজব দেশে জন্ম নিয়ে আজব হয়ে একী
রাজার হালে লুটেরাদের ফিরে আসা দেখি !


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

দুর্ধর্ষ ছড়া !
অভিনন্দন মূর্তালা রামাত ।

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

মূর্তালা রামাত

কীর্তিনাশা এর ছবি

দুর্ধষ, দুর্দান্ত!! মুগ্ধ হলাম পড়ে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মূর্তালা রামাত এর ছবি

আমিও আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

মূর্তালা রামাত

খেকশিয়াল এর ছবি

আজব দেশে জন্ম নিয়ে আজব হয়ে একী
রাজার হালে লুটেরাদের ফিরে আসা দেখি !

হায়রে শুধুই দেখি ..

দুর্দান্ত লিখেছেন !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মূর্তালা রামাত এর ছবি

দুর্দান্ত মন্তব্য করেছেন।

মূর্তালা রামাত

Sumy এর ছবি

Too good, just beautiful and very appropriate-unfortunately!

মূর্তালা রামাত এর ছবি

আপনাকে স্বাগতম।

মূর্তালা রামাত

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা বেশ মজার! চলুক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মূর্তালা রামাত এর ছবি

আমারতো মজা লাগে নাই!

মূর্তালা রামাত

মৃন্ময় আহমেদ এর ছবি

স্বপ্ন!!! দেখে নাকি কেউ???!!!

আমি তো দেখি একঘেয়ে জীবন কেটে যাচ্ছে...

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

মূর্তালা রামাত এর ছবি

অনেকের কাছে এটাইতো স্বপ্ন....

মূর্তালা রামাত

ক্যামেলিয়া আলম এর ছবি

কয়দিনের খবরের কাগজ দেখে এই কথাগুলোই ছন্দছাড়া মাথায় ঘুরছিল। কি লাভ দুইদিনের স্বপ্ন বিকিকিনির খেলা দেখিয়ে?
আপনার ছড়া অসাধারণ হয়েছে।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

মূর্তালা রামাত এর ছবি

তাহলেতো এ ছড়ার জন্য আপনারও ক্রেডিট দিতে হয়...

মূর্তালা রামাত

রাফি এর ছবি

আজব দেশে জন্ম নিয়ে আজব হয়ে একী
রাজার হালে লুটেরাদের ফিরে আসা দেখি !

দারুন ছড়া...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

মূর্তালা রামাত এর ছবি

আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে...

মূর্তালা রামাত

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এইতো আসল কথা। স্বপ্ন দেখে কোনো লাভ নেই।

মূর্তালা রামাত এর ছবি

তারপরও স্বপ্ন আসে, আপনাঅপনি চলে আসে,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি....

মূর্তালা রামাত

আরিফ জেবতিক এর ছবি

চলুক

মূর্তালা রামাত এর ছবি

মাত্র একটা আঙ্গুল দেখাইলেন!!!!

মূর্তালা রামাত

শেখ জলিল(লগ অফ) এর ছবি

মোক্ষম!

মূর্তালা রামাত এর ছবি

আপনার ইঙ্গিত বুঝিতে সক্ষম।

মূর্তালা রামাত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শহর জুড়ে ফিসফিসানী, কানাঘুষার শোর
খুলে দেয়া হচ্ছে নাকী চিড়িয়াখানার দোর !
স্বদেশখেকো বাঘ ভালুক আর হিংস্র শ্বাপদ সব
আটক থেকে মুক্ত হবে এই উঠেছে রব !

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍চমত্কার ছড়া।
মর্মান্তিক কাহিনী মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

আমিও।

স্নিগ্ধা এর ছবি

একদম ঠিক! সুন্দর ছড়া!

দৃশা এর ছবি

খুবই সাধারন কিন্তু পড়তে লাগল অসাধারন...আসলেই শুধু ফিরে আসাই দেখি...কোন আশা দেখি না।

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।