রিনিউয়্যাল

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: মঙ্গল, ২৫/১২/২০০৭ - ১২:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

মুছে ফেল ওই দাগ
রেখা

ভাবো
গিরিগুচ্ছে কোনো প্রবাহ ছিল না--
মগজে মননে
সৃজন-জমিনে
পাথরপ্রতিম এক জেদ
লেখা

এ ভূমি এমনি আছে কবিকাল ধরে
ডাকে নি কখনো কোনো বান
কস্মিনে পায় নি স্পর্শ এ মাটি স্রোতের
ভাবো
চন্দ্র ও সূর্যের পারস্পরিকতা ডাহা মিছে

ভুলে যাও প্রগাঢ় সম্পৃক্তি
টান

ভাবো
শব্দে ছন্দে কোনো সম্পর্ক ছিল না--
ঈশানে-নৈর্ঋতে
অগ্নি ও বায়ুতে
ছিল সব সাজানো-গোছানো
ভান


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।