পুনরাবৃত্তিময়

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: শুক্র, ১৬/০১/২০০৯ - ৪:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা পথের শেষে আরেকটা পথ নয়
পুরানো পথের ধুলায়ই বুঝি শরীর রঞ্জিত হলো

তোমার সমূহ ছুঁয়ে থেকে আরেকটা আকাশ বিহার
হলো না বিশেষ
একটা পাতার সবুজে নিবিষ্ট হয়ে
দেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেল

পরিধি ডিঙিয়ে কোনো নবোদিত ঠিকানা খোঁজার
সামর্থ্য হলো না
খুঁটি পোতা একটা খাসির মতো ঘুরে ঘুরে
মাঠের ছালচামড়া শুধু উঠিয়ে চলেছি


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

পরিধি ডিঙিয়ে কোনো নবোদিত ঠিকানা খোঁজার
সামর্থ্য হলো না...
কেনো হয় না? ইয়ে, মানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুজিব মেহদী এর ছবি

কেন হয় না তা তো লেখাটিতেই বলা আছে বলে ধারণা করি।
অক্ষমতার কথা মানুষ কতবার বলে!
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সাধু এর ছবি

আপনার লেখা এই কারনে ভাল লাগে যে, অধিকাংশ সময়ে ঘুরে ফিরে আধ্যাত্তিকতায় চলে আসে । জীবনের আর সব উত্পাদকের মত আধ্যাত্তিকতা না হলে অপূর্নতা রয়ে যায় । লেখার জন্য ধন্যবাদ এবং গিফ্ট হিসাবে এ, জে, এম স্মিথের এই দুই লাইন :

Thou art content to beg a pall,
Glad to be Nothing, to be all.

shaikh57@yahoo.ca

মুজিব মেহদী এর ছবি

আপনার গিফট মাথা পেতে নিলাম।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

খেকশিয়াল এর ছবি

অনেকদিন পর আপনার কবিতা পেলাম, খুবই ভাল লাগল।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুজিব মেহদী এর ছবি

লিখি তো নিয়মিতই, কিন্তু পোস্ট করতে ভয় হয়।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অতন্দ্র প্রহরী এর ছবি

একটা পাতার সবুজে নিবিষ্ট হয়ে
দেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেল
কবিতাটা সুন্দর। ভাল লাগল।

মুজিব মেহদী এর ছবি

একঘেঁয়েমির এক চূড়ান্ত অবস্থায় লেখা এই কবিতা।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অনিকেত এর ছবি

মুজিব ভাই,

আপনার কবিতার আমি অনেক দিনের ভক্ত।
বহুদিন আপনার কবিতা পাচ্ছিলাম না।

নতুন কবিতা ভাল লাগল। আরো আসতে থাকুক।

ভাল থাকবেন।

মুজিব মেহদী এর ছবি

আমার কবিতা পড়ারও লোক আছে তাহলে!
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অবনীল এর ছবি

কবিতা ভালো বুঝি না। কিন্তু কিছু কবিতাতে মন হারিয়ে যায় ক্ষনিকের জন্য। আপনার বিসন্নতাতেও হারালাম ক্ষনিকের জন্য। ধন্যবাদ। অসাধারন লাগলো।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

মুজিব মেহদী এর ছবি

যিনি কবিতাতে হারাতে জানেন, তিনি তাঁর মতো করে কবিতা বুঝে নিতে পারেন না তা কী করে মানি! ধন্যবাদ।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সাইফুল আকবর খান এর ছবি

তোমার সমূহ ছুঁয়ে থেকে আরেকটা আকাশ বিহার
হলো না বিশেষ
একটা পাতার সবুজে নিবিষ্ট হয়ে
দেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেল

অনেক ভালো লিখেছেন মুজিব ভাই। সুন্দর।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ফারুক হাসান এর ছবি

দারুণ লাগলো!

অতিথি লেখক এর ছবি

থাকবো না কো বৃত্তের মাঝে,
দেখব এবার ত্রিভুজ টা কে,
কেমন করে সরল রেখা,
চলতে থাকে সুদূর পানে।

হাইসেন না, আমি পারি না। একটু মজা করলাম।

/ছোট মানুষ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।