মুজিব মেহদী এর ব্লগ

সময়ের ফুরালে সময়

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বিষ্যুদ, ১৭/০৪/২০০৮ - ৮:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

তীরের নিকটে এসে ডুবে গেল তরী
এই ক্ষত বয়ে বেড়াবে অনন্ত জল
আমার মনের

একটা নতুন রেখা সমতলে জেগেছিল বলে
কোনোভাবে এইবারও বেঁচে যাওয়া হলো

সঞ্চয়ের মতো মনে হয় যতসব নুড়ি
আসলে সঞ্চয় নয়
পাহারা বসিয়ে রেখে তার চারপাশে
শুধু শুধু বেঁচে ...


মদনপুরের দিকে

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: রবি, ০৬/০৪/২০০৮ - ৮:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

অপরিচিত পথের শরীর বিভঙ্গে শুনেছি মানুষ
সাদৃশ্যবশত খুঁজে পায় কতকটা পরিচিত পথের আদল
আমার কী হলো তবে, হাঁটতে হাঁটতে পরিচিত পথে কেবলই
অপরিচিতের বাঁক-মোচড় ও টিলা-ট্যাঙ্গর কল্পনা করে বসি
মনে হয়, শিবগঞ্জ থেকে একটা রসের হাঁড়ি কাঁধে ন...


পুঁচকেদল

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বিষ্যুদ, ০৩/০৪/২০০৮ - ৭:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

চাল

শিশুটি বলল, মা ভাত খামু।
মা বলল, যমে নেয় না তরে।

রোদের তাপে দুপুরটা তখন একটু একটু করে পুড়তে লেগেছে।
বাতাস শুরু করে দিয়েছে সশব্দ বিলাপ।

ডাল

নিম্নআয়ের লোকেরা ডাল খাচ্ছে না, শুধু ডালের স্বপ্ন দেখছে
মধ্যআয়ের লোকেরা ডাল কেন দ...


এইসব নিয়ে থাকি

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: মঙ্গল, ২৫/০৩/২০০৮ - ১:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডাকি, বলি লোহালিয়া জলের তোড়ঙ, তোমার প্যাঁচের ভেতর সমাজ ও সংসার যেভাবে তরতর বেড়ে ওঠে বাঁচার নিয়মে, আমাকে সেভাবে তুমি রাখো, গাছের আদরে রাখো পাখি

ধানে-জলে মাখামাখি ভাটিজনপদে, হেসে ওঠে বাংলার দেহবল্লরী, এই রূপকাহিনির দেশে ভেসে যায় র...


সংলগ্নতা থেকে দূরে

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: শনি, ১৫/০৩/২০০৮ - ১১:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাত্র বছর দশেক আগের কথা, উপর্যুপরি ধর্ষণ করে সংলগ্নতাকে আমরা প্রায় মেরে ফেলি, তার সমগ্রতাকে, ধানক্ষেতে তার চটকানো শরীর ফেলে রেখে দল ছেড়ে পালিয়েছিলাম আমি

চরএলাকায় যারা সংলগ্ন অসংলগ্নতার, তাদের পাশাপাশি চালা করে থেকে গেছি আমি, ম...


পথালাপ

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: মঙ্গল, ০৪/০৩/২০০৮ - ২:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বসন্ত’দা, খুব তো জারিজুরি দেখালে, এবার ফোটাও তো কুসুম কত পার, গেল সপ্তাহে সে আসবে বলেও আসে নি, কেমন চুতিয়া দেখ, আমিও বাপু খাপ ধরে আছি বেজির মতন, পরবর্তী যে তারিখ আছে আগামী সপ্তাহে, যদি আসে ও, গোক্ষুর কিংবা দাঁড়াশ যাই হোক এই বলে রাখলাম, ...


গরুনামা

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: রবি, ০২/০৩/২০০৮ - ১১:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

জোস একটা গ্রন্থপাঠের পর মাথার ভিতরে যে জগৎ খেলা করে, তার ধার ঘেঁষে গজানো ঘাসের গুচ্ছে দেখি আমিও দিয়েছি মুখ গরুর পালের সাথে, যতখুশি খেয়ে ফিরে পাশেই দাঁড়িয়ে থাকা কালের সাক্ষীর মতো গম্ভীর পাকুড় তলে শুয়েবসে নেই খানিক, আমিও রাখালরূপী...


আলুকৃষকের চটি

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: শনি, ০১/০৩/২০০৮ - ৯:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রান্তর শয্যায় মধ্যরাত ঢেকে গেল চন্দ্রপৃষ্ঠ থেকে উড়ে আসা ধুলায়
এই ধূলিমলিন ঘাসের দেশে আমি টর্চহীন খুঁজছি একটি পালকের রঙ
এবারে আলুর ফলন বৃষ্টির বেয়াড়া পতনে কিছু কমে গেল
সিরাজদিখান জুড়ে গালে হাত দিয়ে বসে আছে মাঠে মাঠে আলুকৃষক...


নিবর্তন সংবাদ

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: সোম, ২৫/০২/২০০৮ - ১২:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গাছলতাপাতাদেরও সভাকবি থাকা লাগে নাকি, পাতাদের ঝরে যাওয়া লিখে রাখবার কেউ কি নেই ওই বনদেশে-- জেগে ওঠবার অব্যবহিত পরেই চর পড়ে যাওয়ার যে ব্যথা, অসহনীয়, লালন করে করে খাক হয়ে গেছে ভরা নদী, কবি ওই সংবাদ লিখে রাখে নিজ ফরমাশে, মাছের সাথে নদী...


তুঁতনির্ভর গুটিপোকা থেকে প্রাপ্ত ধারণারও বুদ্ধিবৃত্তিক ব্যবহার সম্ভব

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বিষ্যুদ, ২১/০২/২০০৮ - ১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লিখতে শুরু করবার প্রস্তুতিপর্ব

শুধু তো ছিঁড়বে বল, কী বাল ছিঁড়বে তুমি ছিঁড়েই দেখাও, লিখ রূঢ় অ্যান্টিক অথবা আলোকপুচ্ছ, বীরোচিত জেগেছিল আকাশতল্লাটে যেই সৌর-রহস্য, কিংবা লিখ গানাবেশ, অননুমোদিতেসু মৌসুমী ধারা, বুড্ডিস্ট চান্টস, দু...