তুমিতো প্রবল মিত্র

নাজনীন খলিল এর ছবি
লিখেছেন নাজনীন খলিল [অতিথি] (তারিখ: শনি, ০৪/১০/২০০৮ - ৮:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার ভাল লাগেনা
তীব্র মৃত্যুগন্ধী ফুল--হাস্নাহেনা।
সুগন্ধ কেন এত প্রখর হবে
তন্ত্রীতে কেন এত প্রবল স্পর্শ দিয়ে যাবে?

কাল সারারাত কেটে গেছে
নীল ঢেউয়ের বিছানায় দুলতে দুলতে
আকাশের গান শোনা হয়নি
দেখা হয়নি---
কি ছিল আকাশ জুড়ে
কালো কালো মেঘখন্ড নাকি নীহারিকা!

সমস্ত নিঃশ্বাস জুড়ে ছিল
বাতাসের নীল ঘ্রাণ
প্রমত্ত মাদকতা মাখা ।আচ্ছন্নতা।

আজীবন বিচ্ছেদ খুঁজেছি
প্রচন্ড প্রেমের ভেতরে
নিজেই নিজের বৈরী।

শত্রু নও
তুমিতো প্রবল মিত্র
বন্ধু আমার।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।