নিগড়-বন্দী

নাজনীন খলিল এর ছবি
লিখেছেন নাজনীন খলিল [অতিথি] (তারিখ: সোম, ১৫/১১/২০১০ - ২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাল আছি।কুশল-জিজ্ঞাসার উত্তরে এমন বলতেই হয়।এটাই ভব্যতা।
সভ্যতার হাত ধরে মুছে ফেলি সরল স্বীকারোক্তিগুলো।

হাইরাইজের খাঁচার ভিতরে স্মৃতিতাড়িত-বিনিদ্র রাত।
ভুলে গেছি প্রথম বৃষ্টির সোঁদা-গন্ধ।
টিনের চালে বর্ষণের ঝমঝম করতাল;ঘুমের মদিরা।
"বাদল দিনের প্রথম কদম ফুল........................"
শ্রাবনের ভরা গাঙ্গে ভেসে যাওয়া পদ্মপাতায় আঁকা পায়ের ছাপ;অভিজ্ঞান।
বকুল তলায় জেগে উঠা ভোর
ডাকপিয়নের প্রতীক্ষায় মন আনচান করা প্রহরগুলো।

ভাল নেই---বলতেই ওষুধ আর অসুখের গন্ধ।হাসপাতাল।ডেটল-ফিনাইল।করুণার আর্তি।
ভাল লাগেনা---প্রিয়জনের উৎকন্ঠিত মুখ-ব্যাকুল জিজ্ঞাসা।তাই সারাক্ষণ ভাল থাকি।

প্রতিরাতে ঘুমের দরোজায় প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে আটপৌরে যন্ত্রণা-হতাশা।
মন্ত্রের মতো প্রবোধ-বাক্যে সান্ত্বনা খুঁজি-------------------------
কোন এক শিশির ভেজা ভোরে কুয়াশার চাদর গায়ে হেঁটে যাবো দূর গাঁয়ের অচেনা পথে
সবুজ ঘাসের বুকে ঝরে পড়া নীহারের ফুল কুড়োতে কুড়োতে যাবো
নিঃশ্বাসে নিঃশ্বাসে মেখে নেবো সর্ষে -ক্ষেতের ঘ্রাণ
নাগরিক বিষ-গন্ধ পিছনে ফেলে বহুদূর চলে যাবো।আর ফিরবোনা।

অনিদ্রার এমনতরো কঠিন শপথ-বাক্য দিনের আলোয় মুছে ফেলে দিন-যাপন করি।
কোথাও যাইনা।শিকলে বেঁধেছি পা।শিকল খুলেনা।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সুন্দর হয়েছে, নষ্টালজিক...কবিতা

নাজনীন খলিল এর ছবি

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

"ভাল নেই---বলতেই ওষুধ আর অসুখের
গন্ধ।হাসপাতাল।ডেটল-ফিনাইল।
করুণার আর্তি।
ভাল লাগেনা ---প্রিয়জনের
উৎকন্ঠিত মুখ-ব্যাকুল
জিজ্ঞাসা।তাই সারাক্ষণ ভাল
থাকি।"

এই সব চুপচাপ ভূলে ভাল থাকতে চাই। কেন যে মনে করায়ে দেন? মন খারাপ হলো।

-সমুদ্র সন্তান

নাজনীন খলিল এর ছবি

মন খারাপ হবার জন্য দুঃখিত।
সবসময় মন ভাল থাক----এই শুভ কামনা।

রোমেল চৌধুরী এর ছবি

বোন,
নাগরিক যন্ত্রণাগুলি মাঝে মাঝে এমন পীড়িত করে যে মনে হয় আঁধার ঘুঁজির ভেতর আমৃত্যু লুকিয়ে থাকি। তোমার কবিতার একরাশ সত্য উচ্চারণ সেই অনুভূতি জাগিয়ে তোলে ফের!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নাজনীন খলিল এর ছবি

ভাই,তোমার কমেন্টগুলো এমন মায়াভরা হয় ---ভীষন-ভীষন পছন্দ করি।
শুভেচ্ছা।ভাল থেকো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।