নস্টালজিয়া

নাজনীন খলিল এর ছবি
লিখেছেন নাজনীন খলিল [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৬/০৩/২০০৯ - ১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাতায়াত শুধু
সময় মিশে যায় মহাকাল স্রোতে
এভাবেই বদলে যায় দৃশ্যপট
রূপান্তরের পালে দোলা দিয়ে যায়
কিছু স্মৃতিভারাতুর দীর্ঘশ্বাস।
কেউ জানেনা কোথায় পথের শেষ.........

মনে পড়ে
লেবু-গন্ধী উদাস-অলস দুপুরগুলো
সৌরভে বিভোর রমণীয় প্রজাপতি মেলা
লাল ফড়িংয়েরা বাতাসের গায়ে ডানা মেলে দিলে
হাওয়ায়
হাওয়ায়
কেমন মদালসা সুরের কাঁপন বেজে যেতো

থোকা থোকা রুধির-পুষ্পিত কৃষ্ণচূড়াটি
ঝিরি ঝিরি পাতায় আর রক্ত-রাঙা ফুলে ঢেউ তুলে
মধুৎসবের বারতা দিয়ে যেতো,'ফাগুন এসেছে';
লাল পাপড়ির কার্পেটে পা ডোবানো বিকেলগুলো নেই।
এখানে পাথুরে অহংকারের এক বিলাসী ভবন আছে
বারান্দায় বাহারি বেতের চেয়ার
বৈকালিক চায়ের আড্ডা
ল'ভলিউমে রবীন্দ্র-বাণী,
"এ পথে আমি-যে গেছি বার বার,ভুলিনি তো এক দিনও।"


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এখানে পাথুরে অহংকারের এক বিলাসী ভবন আছে

সুন্দর লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নাজনীন খলিল এর ছবি

অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

সবুজ বাঘ এর ছবি

বাহ। ভালো হইছে।
আইচ্ছা, নস্টালজিয়ার এট্টা বাংলা হইছিল না? সব ভুইলা গেছিগা।

নাজনীন খলিল এর ছবি

হয়েছিলো নাকি? জানিনাতো!

শুভেচ্ছা।

মেঘ এর ছবি

মেঘ

আসলাম পড়লাম। রেটিং দিলাম। আপনি তো জানেন আমি আপনার কবিতার পাংখা

মেঘ

নাজনীন খলিল এর ছবি

আমিওতো তোমার লেখার ভক্ত।

ভাল থেকো।

আশরাফ মাহমুদ এর ছবি

জলের বয়ান ঘোরের বারান্দায়
জলের পাপ লেপটে থাকে গৃহস্থালী বাষ্পে

চমৎকার লেখা।

নাজনীন খলিল এর ছবি

অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

শেখ জলিল এর ছবি

এরকম কবিতা পড়লে নস্টালজিক না হয়ে উপায় আছে!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নাজনীন খলিল এর ছবি

তাই?

ধন্যবাদ। অনেক শুভকামনা রইল।

টুটুল এর ছবি

নস্টালজিক কবিতা

ধন্যবাদ কবিকে হাসি

নাজনীন খলিল এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থেকো।

পান্থ রহমান রেজা এর ছবি

কবিতা পড়ে কিছু স্মৃতিভারাতুর দীর্ঘশ্বাস রেখে গেলাম কবি আপা।

নাজনীন খলিল এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা রইল পান্থ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।