দিগঙ্গনার ঘর

নাজনীন খলিল এর ছবি
লিখেছেন নাজনীন খলিল [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৭/০৮/২০১০ - ৯:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লিখে যাচ্ছি নিঃসঙ্গতা আর খুলে যাচ্ছে
একটি বাদামী-দরোজা........................

জিতে যচ্ছে
জিতে যাচ্ছে প্রবল-প্রতাপ অবসাদ;

অসহ-দহনে ক্ষয়ে যাচ্ছে আয়ুর সোনালী ডানাগুলো

কোথায় পালাবো?
কোথায় ফিরবো?
যুদ্ধ-বিধ্বস্ত নগরীতে ঠিকানা দিক্‌-চিহ্ন হীন।
অথবা

কোথাও কি কখনো আদৌ কোন ঘর ছিল?

দূরাগত মিহি সুরে বেজে ওঠা বীণ;

স্পর্শাতীত দিগন্ত-বলয়;

দিগন্ত-বালিকার কোন ঘর থাকেনা।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

ছোটবেলায় দেখতাম, গ্রাম পেরিয়ে দূরে মাঠ ছাড়িয়ে আকাশ নেমে পড়েছে। ভাবতাম ওইটাই পৃথিবীর শেষ, ওইটাই দিগন্ত। কবিতা পড়ে ছেলেবেলার সে কথা মনে পড়লো।

নাজনীন খলিল এর ছবি

অনেক ধন্যবাদ পান্থ।এর আগে যে পোস্ট গুলো দিয়েছি সেগুলো আসেনি।তোমাকে বলেছি।

এটি একটি পরীক্ষামূলক পোস্ট ছিল।
শেষপর্যন্ত সফল........................

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো......।।

নাজনীন খলিল এর ছবি

ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা।

বালক এর ছবি

অনেক ভালো লাগলো।

:::::: :::::::: ::::::::::::::: ::::::::::::::: ::::::::: ::::::::: :::::: ::::::: ::::::::::::
অভিলাষী মন চন্দ্রে না-পাক জোৎস্নায় পাক সামান্য ঠাঁই

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

নাজনীন খলিল এর ছবি

অনেক ধন্যবাদ বালক।
শুভেচ্ছা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।