গোলকধাঁধার বাড়ী

নাজনীন খলিল এর ছবি
লিখেছেন নাজনীন খলিল [অতিথি] (তারিখ: শনি, ০৩/১০/২০০৯ - ৭:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

করতলে একটি কুয়াশা-মাখা ভোর ছিল
আঙ্গুলের ফাঁকে কখন যে ঝরে গেছে বুঝতে পারিনি।

কষ্ট পাই
বর্ণাঢ্য-জলসায় অচেনা মুখের ভীড়ে একা হয়ে গেলে
ক্রমশঃ কুঁকড়ে যাই নিজের ভেতরে।

হারতে চাইনা।বারবার হেরে যাই।
নিজের প্রলম্বিত ছায়াটুকু ক্রমাগত নিজেকে অতিক্রম করে যায়।
কষ্ট পাই।

বিস্মরণের আজন্ম-স্বভাবে ঠিকানা-বিভ্রাট;
এ গলি ও গলি খুঁজতে খুঁজতে
তোমার গলির একদম পাশ দিয়েই
আনমনে এক ভুল বাড়ীতে ঢুকে যাই

সে এক ঐন্দ্রজালিক বাড়ী
গোলকধাঁধা.......................................


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নাজনীন খলিল এর ছবি

অনেক ধন্যবাদ।
কেমন আছেন?ভাল থাকুন।

জুয়েইরিযাহ মউ এর ছবি

করতলে একটি কুয়াশা-মাখা ভোর ছিল
আঙ্গুলের ফাঁকে কখন যে ঝরে গেছে বুঝতে পারিনি।

ভালো লাগলো কবিতাটি।

নাজনীন খলিল এর ছবি

ধন্যবাদ।
শুভেচ্ছা।

অনুপম ত্রিবেদি এর ছবি

এ গলি ও গলি খুঁজতে খুঁজতে
তোমার গলির একদম পাশ দিয়েই
আনমনে এক ভুল বাড়ীতে ঢুকে যাই

ইশ, যা লাগলোনা ! পুরাই কশা।

---------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নাজনীন খলিল এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।

শ্যাজা এর ছবি
নাজনীন খলিল এর ছবি

কেমন আছেন সামরান?
আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগল।

শুভেচ্ছা।

তমিজ উদদীন লোদী এর ছবি

ভালো লাগলো কবিতাটি।
ভালো থাকুন,কবি।

নাজনীন খলিল এর ছবি

ধন্যবাদ কবি।
অনেক শুভেচ্ছা।

পান্থ রহমান রেজা এর ছবি

করতলে একটি কুয়াশা-মাখা ভোর ছিল
আঙ্গুলের ফাঁকে কখন যে ঝরে গেছে বুঝতে পারিনি।

চমৎকার পক্ততি।
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নাজনীন খলিল এর ছবি

অনেক শুভেচ্ছা পান্থ।

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লাগল।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নাজনীন খলিল এর ছবি

অনেক শুভেচ্ছা।

ফকির লালন এর ছবি

অনেক ভালো লাগলো।

নাজনীন খলিল এর ছবি

ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।