স্বপ্ন সাধ

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: রবি, ১৯/১২/২০১০ - ৯:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

এবার নবান্নের মৌসুমে গ্রামে যাবো বাবা আর আমি
ধান কাটা হয়ে গেলে নোতুন ধানের গন্ধে আমাদের নেশা হবে
অঘ্রাণের নাড়ার খেত ধরে ভোরের শিশিরে পা ভিজিয়ে
কোণাকুণি হেঁটে গেলে বিন্দু বিন্দু ভেজা মাটির কণা
আমাদের পাজামায় লেগে থাকবে; আমরা ধুয়ে ফেলবো না
দিঘির জলে ডুব দিয়ে দিয়ে বুকের ভেতরে শ্যাওলা জমবে বিস্তর
এবার আদতেই আমাদের গ্রামে থেকে যেতে ইচ্ছে করবে
আমাদের কিছুতেই আর শহরে ফিরে যেতে ইচ্ছে করবে না।

আগুনের উম নিয়ে শীত রাত্রিটিতে হবে কবিয়ালি গানের আসর
কেত্তন আর মুর্শিদীর টানে গেয়ো মানুষের ভিড়ে পুরো গ্রাম
একঘর হবে। এবার বাবা ডেভেলপারের সাথে চুক্তিটা রিভিউ করে
হাইরাইজের পরিবর্তে সবুজ একটা গ্রাম গড়বার অফার দেবেন নিশ্চিত
এবার বাবা আর আমি অবশ্যই আমাদের গ্রামে যাবো
আমাদের আর ফিরে আসতে হবে না সংকীর্ণ কংক্রিটের স্তূপে।


মন্তব্য

হিরামন [অতিথি] এর ছবি

ভাই, প্রথম প্যারাতেই আমি কাঁত।
অসাধারণ!!

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ জানাই।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

শাহেনশাহ সিমন এর ছবি

বাহ! চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রোমেল চৌধুরী এর ছবি

সিমন ভাই,
ধন্যবাদ জানাই।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি শরণার্থীর পুত্র, আমার কোনো গ্রামের বাড়ি নেই; আমার পুত্রেরও কোনো গ্রামের বাড়ি নেই; তার সন্তানেরও কোনো গ্রামের বাড়ি থাকবেনা। সংকীর্ণ কংক্রীটের স্তুপই আমাদের নির্বন্ধ।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

তাহলে সেই ছাদেই করুন না সুগন্ধি গোলাপের চাষাবাদ,
ভরন্ত স্তনের মতো চাঁদের জ্যোৎস্না পানে কাটুক না মুগ্ধরাত!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বস্‌, ছাদ নাই; বারান্দা যে এক চিলতে আছে সেখান থেকে আকাশ দেখা যায়না - শুধু প্রতিবেশীর বারান্দা দেখা যায়।

আমাদের পুত্র কোনোদিন একটা খোলা মাঠে প্রাণখুলে একবার দৌড় দেবার সুযোগ পায়নি। খোলা আকাশের নিচে শুয়ে তারা ভরা আকাশ দেখেনি। অগুনতি জোনাকীভরা, ঝিঁ ঝিঁ পোকার ডাকভরা সন্ধ্যা দেখেনি। বৃষ্টিতে টৈ-টম্বুর পুকর দেখেনি। বর্ষার নদী দেখেনি। ফসল ভরা মাঠ দেখেনি। আরো কত কিছু স্বাভাবিক সৌন্দর্য যে দেখেনি তা বলে শেষ করা যাবেনা। এরা এক বাক্স থেকে বাক্সে চড়ে আরেক বাক্সে যায়। বাক্সবন্দী জীবন এদের নির্বন্ধ।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

ষষ্ঠ পাণ্ডব দা,
কি ভীষণ এই জীবনযাপন! আঁতকে উঠি!! তাহলে কি আমাদের সন্তানেরা ফার্মভিলের ঝানু চাষী হয়ে কল্পিত চাষাবাদেই প্রীত থাকবে?
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

শৈশবে তাড়িয়ে নিয়ে গেলেন রোমেল ভাই......

পুনশ্চঃ ডেভেলপারকে গ্রাম বানাইতে দেয়ার আইডিয়া টা আমার মনে হয় ঠিক হবে না; ব্যাডা দেখা যাবে জায়গা বাঁচাতে অন্ততঃ সব বনসাঁই তৈরি করতেছে গাছের জায়গায়;

-অতীত

রোমেল চৌধুরী এর ছবি

সুবর্ণ অতীত ভাই,
গ্রাম্য কিশোরীর মতো একপাল হাঁস তাড়িয়ে পুকুরের সিঁড়ি বেয়ে নেমে যেতে চাই আমি, হয়তোবা হাঁস হয়ে নেমে যেতে চাই নরম দিঘির জলে!

পুনশ্চঃ ডেভেলপারকে গ্রাম বানাইতে দেয়ার আইডিয়া টা আমার মনে হয় ঠিক হবে না; ব্যাডা দেখা যাবে জায়গা বাঁচাতে অন্ততঃ সব বনসাঁই তৈরি করতেছে গাছের জায়গায়;

শঙ্কিত হবার কথা! তবে সব কিছুই নির্ভর করছে 'বাবার' উপর। তিনি স্থিরচিত্ত ও দৃঢ়সংকল্প হলে ডেভেলপার কিম্বা ভূমিদস্যুর সাধ্যি নেই এমনটি করে। আর আমাদের শান্তিপ্রিয় শান্ত ছেলেরা প্রয়োজনে প্রতিবাদ করতে জানে।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সজল এর ছবি

কবিতা তেমন বুঝিনা, তাই পড়লেও কমেন্ট করিনা। এইটা বুঝলাম এবং ভালো লাগল। ছোটবেলায় মামাবাড়ির গ্রামে যেতাম নিয়মিত, ধান চাষ, মাছ ধরা, নবান্ন এই জিনিসগুলো কেমন মায়া ধরানো ছিল। তারপর একসময় পুরোদস্তুর শহুরে হয়ে গেলাম। এখন হয়তো গ্রামে বেড়াতে যাওয়া হতে পারে, ফিরে যাওয়া? কখনোই না।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

রোমেল চৌধুরী এর ছবি

সজল ভাই,
মানুষ তার স্বপ্নের সমান বড়। এই গ্রাম হলো আমাদের স্বপ্ন। আর শহর ক্লেদাক্ত বাস্তব। তাই আপনিও কিন্তু নিরন্তর গ্রামেই ফেরেন স্বপ্নের সাধ পেতে।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তিথীডোর এর ছবি

বেশ ভাল্লাগলো। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রোমেল চৌধুরী এর ছবি

বোন,
অনেক ধন্যবাদ!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

পরতে পরতে ভালোলাগা। কতদিন ধরে ভাবছি বৃষ্টিতে গ্রামে যাবো। মাটির বারান্দায় হারিকেনের আলোতে বসে বিড়ি টানবো।

আর ডেভেলপারকে হয়তো আমাকে নিজেকেই বলতে হবে। ব্যাটা যদি উল্টাপাল্টা করে, নির্ঘাত ধোলাই দেবো।

======================================
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

রাতঃস্মরণীয় ভাই,
খাপখোলা মন্তব্যের জন্য ধন্যবাদ!

মাটির বারান্দায় হারিকেনের আলোতে বসে বিড়ি টানবো।

কি চমৎকার রূপক বুনেছেনঃ
মাটির বারান্দা >> আমার মৃন্ময়ী দেশ
হারিকেনের আলো >> শুদ্ধ ও সুস্থ আশা
বিড়ি >> একবুক সুখ
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।