বিচারপতি তোমার বিচার করবে যারা

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: রবি, ১৬/১১/২০০৮ - ১১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিচারপতি তোমার বিচার করবে যারা
আজকে কোথায় সেই জনতা?

বিচারপতি তুমিই পতি
তুমি যে ঈশ্বর।
তোমার ভুলে ভূগেও মোরা
করব নিচু স্বর।
বলব কেশে,
বলব হেসে,
ওটাই মোদের বর!

বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ ভেগেছে সবাই তারা।

তুমিই পতি,
তুমিই গতি,
তুমিই মান্যবর।
যারা তোমার ভুলটি ধরে
ঐ ব্যাটাদের ধর।
সাহস কতো ইঁদুর হয়ে ধরিস অজগর?!

বিচারপতি তোমার বিচার করবে যারা
আবার জমে সবাই তারা!

তুমিই জ্যোতি,
তুমিই মতি,
তুমিই মাথার তাজ।
পড়বে তবু বাজ!

বলতে হবে আজ -
কিসে তোমার মান চলে যায়,
কিসে তোমার লাজ?

সত্য কথায়? হায়!
এই কি শোভা পায়?!
সৎসাহসের বাঘ্র তবে
লেজ গুটিয়ে পালিয়ে রবে?!
এই কি মানা যায়?!!
আর তা হবার নয়!

উচ্চাসনের খড়গ চেপে
যাচ্ছ পেয়ে পার।
আর হবেনা আর।

এবার তোমায় যুঝতে হবে,
সত্যকথা বুঝতে হবে।
সত্যবাদীর সত্যকথন - মুখে তোমার রুচতে হবে।

ঐযে দেখা যায়,
নতুন দিনের নতুন আলো পড়ে ভোরের গায়।

বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে সেই জনতা।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

"বিচারপতি তোমার বিচার করবে যারা ..." এইরকম একটা গান ছিলো না?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ্যা... ছিলো এবং আছে। খুব সুন্দর একটা গান...

বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা...
৯০'র আগেপিছে খুব গাওয়া হতো... আমাদের সুবচনে একটা গণসঙ্গীত টিম ছিলো... আমি যাতে স্বপ্রণোদিত হয়ে জিপসী বাজাতাম। আর কোরাসে কণ্ঠ মেলাতাম কিন্তু মাইক্রোফোন থাকতো দূরে... সেই সময় এই গানটা গাইতাম...

এই কবিতাটা সম্ভবত সেই গানকে কেন্দ্র করেই রচিত। সেই কবিতা অনুসারেই রচিত।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নির্বাক এর ছবি

এক্কেবারে ঠিক। কথাটা বোধহয় আমার পদ্যটার শেষে বলে দেয়া উচিত ছিল।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এটি সলিল চৌধুরী রচিত গণসঙ্গীত।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।