লক্ষ্যভ্রষ্ট

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: সোম, ১৫/১২/২০০৮ - ১২:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সে কি বৎস!
করিয়া মকশো,
যুদ্ধের একি হাল!
মশা মারিতে কামান দেগেছ,
ছিঁড়েছ শতেক জাল।

অযথাই পানি করিয়াছ ঘোলা,
টানিয়াছ সুখে বিড়ি-আলবোলা।
ভাবিয়াছিলে সুখ হবে মেলা;
মাছেদের হবে কাল!

যাহা ছিল লাউ হইয়াছে কদু।
জালে আছে শুধু যদু আর মদু,
বাকী সকলেই হইয়াছে সাধু;
রুই-কাতলায় দেয় ফাল!

দুইটি বছর করিয়া প্র্যাকটিস,
খাটাইয়া যত বাহারি ট্যাকটিক্‌স,
টার্গেট যত করিয়াছ মিস –
শেষতক এই ফল?!

সকলে মিলিয়া সকালে বিকালে
করেছিলে যাহা গেল রসাতলে,
আশা যত সব মারিলে অকালে।
কাটিয়াছ সব তাল!

হাল বিনে আজ বৈঠা ধরেছ,
ফুঁ দিয়া ফুলাও পাল!!


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত! চলুক
আপনি অচিরেই সচলের বাঘা বাঘা সব ছড়াকারদের ঘুম হারাম করে দিবেন বলে মনে হচ্ছে!


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

নির্বাক এর ছবি

ধন্যবাদ প্রহরী। মডারেটর বেশ দেরিতে ছড়াটা ছেপেছেন আর আমিও ৪৮ ঘন্টা পরে লগইন করলাম, উত্তর দিতে তাই দেরি হোল।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

এনকিদু এর ছবি

ছড়া - ছবি দুইটাই দারুন হাসি

ছবিটার উৎস কি ?

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নির্বাক এর ছবি

ধন্যবাদ! দুঃখিত জবাব দিতে দেরি হোল। ছবির উৎস অন্তর্জাল। তবে সঠিক ঠিকানা এইমুহূর্তে দিতে পারছিনা।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নির্বাক এর ছবি

ধন্যবাদ হাসি

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।